কলকাতা, 3 জুন : আমফানের ধাক্কায় বিধ্বস্ত দুইচব্বিশ পরগনা। কিন্তু যেন সবার অলক্ষ্যে ভালো নেই কলকাতা ময়দানও ।
শহরেরফুসফুস ময়দানের গাছগাছালি। কিন্তু আমফানের ধাক্কায় বেশিরভাগ গাছ মাটিতে নুইয়েপড়েছে। বেশিরভাগ ক্লাব চত্বরে ভেঙে পড়েছে একাধিক গাছ। ফলে ছোট ক্লাবগুলোর তাঁবুক্ষতিগ্রস্ত। হাওড়া ইউনিয়ন, ডালহৌসি, রেঞ্জার্স, টাউন ক্লাব, ভিক্টোরিয়া, এরিয়ান, রাজস্থান, অরোরা, ইউনিভার্সিটি ক্লাবের তাঁবুতে গাছভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত। দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ক্ষতিও কম নয়।
টাউনক্লাবের শীর্ষকর্তা এবং CAB-রযুগ্মসচিব দেবব্রত দাস বলছেন,"আমাদের ক্লাবেও গাছ পড়েছে। ক্ষতিহয়েছে। ভেঙে পড়া গাছ আমরা সরিয়েছি । তবে রাজস্থান ক্লাবের ক্ষতিটা বেশি । ওইক্লাবে অনেক গাছ পড়েছে । আলোচনা করে ক্লাব পরিষ্কার করার পথ খুঁজে বের করার চেষ্টাকরছি । এর পাশাপাশি স্যানিটাইজড করার কাজটাও করতে হবে।"
গতবছর আগুনে পুড়ে গিয়েছিল শতাব্দী প্রাচীন উয়াড়ি ক্লাব । সে ব্যাপারে সাহায্যেরপ্রতিশ্রুতি মিললেও তার বেশি কিছু নয়। এই অবস্থায় আমফানের ধাক্কা । সচিব প্রবীরচক্রবর্তী বলছেন,"একেরপর ধাক্কা। সামাল দেওয়ার চেষ্টা করছি। তবে রাজ্য সরকার এগিয়ে আসলে ভালো হয়।"ভিক্টোরিয়া ক্লাবের চালের একাংশ উড়ে গিয়েছে।তারা দ্রুত সমস্যা মেটানোর কাজে হাতদেবে। তবে সহসচিব বীরেশ্বর ঘোষদস্তিদার বলছেন, সরকার সাহায্যের হাত বাড়ালে সুবিধাহয়।
ইস্টবেঙ্গলেরসহসচিব ডাক্তার শান্তি রঞ্জন দাশগুপ্ত বলছেন নিয়মিত ক্লাব তাবু স্যানিটাইজড করাজরুরি । কারণ নিয়মিত ফুটবলারদের আসা যাওয়া, সদস্য সমর্থকদের আসা যাওয়া চলবে। তাইসতর্ক হওয়া জরুরি। এই বিষয়ে ছোট ক্লাবগুলো রাজ্য সরকারের সাহায্য আশা করে। তাদেরঅভিযোগ রাজ্য সরকারের যাবতীয় নজর শুধু কলকাতার তিন প্রধানের প্রতি। সাহায্য যেদরকার তা মানছেন সকলে। কিন্তু মুখ খুলতে পারছে না কোন ক্লাব।কারন ময়দানের একাধিকক্লাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দাদা এবং ভাইরাযুক্ত।