ETV Bharat / sports

সুপার ওভার নয়, ম্যাচ ড্র হলে ট্রফি শেয়ার করে দাও : রস টেলর

author img

By

Published : Jun 26, 2020, 6:42 PM IST

ICC-র নতুন নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ টাই হলে যতক্ষণ পর্যন্ত না মীমাংসা হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলবে । তবে টেলর মনে করেন, টাই হলে ট্রফি দুই দলের মধ্যে শেয়ার করে দেওয়াই বুদ্ধিমানের কাজ ।

Image
রস টেলর

দিল্লি, 26 জুন: ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের কোন প্রয়োজন নেই । এমন কী বিশ্বকাপ ফাইনালও যদি টাই হয়, সেক্ষেত্রে দুটি দলকেই বিজয়ী ঘোষণা করা যেতে পারে । মত নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যান রস টেলরের ।

2019 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ টাই হয় । টাই ব্রেক করার জন্য হয় সুপার ওভার । কিন্তু সেই সুপার ওভারও টাই হয় । তাই বাউন্ডারির বিচারে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয় । এর জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC -কে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হয়।

এর পরে বাধ্য হয়ে ICC নিয়ম পরিবর্তন করে । নতুন নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ টাই হলে যতক্ষণ পর্যন্ত না টাই ব্রেক হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলবে । তবে টেলর মনে করেন, টাই হলে ট্রফি দুই দলের মধ্যে শেয়ার করে দেওয়াই বুদ্ধিমানের কাজ ।

একটি স্পোর্টস ওয়েব সাইটে টেলর বলেন, "আমি ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের পক্ষপাতী নই । এক দিনের ম্যাচ এত দীর্ঘ সময় ধরে খেলা হয় যে, একটা ম্যাচ তাই হলে কোনও অসুবিধা নেই । টি -2০ ক্রিকেটে ঠিক আছে । ফুটবল বা অন্য কোনও খেলার মতো বিজয়ীকে নির্বাচন করার জন্য টাই ব্রেক হয়। কিন্তু, আমি মনে করি না একদিনের ম্যাচে সুপার ওভার দরকার আছে । আমি মনে করি আমরা যৌথ বিজয়ী পেতেই পারি ।"

দিল্লি, 26 জুন: ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের কোন প্রয়োজন নেই । এমন কী বিশ্বকাপ ফাইনালও যদি টাই হয়, সেক্ষেত্রে দুটি দলকেই বিজয়ী ঘোষণা করা যেতে পারে । মত নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যান রস টেলরের ।

2019 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ টাই হয় । টাই ব্রেক করার জন্য হয় সুপার ওভার । কিন্তু সেই সুপার ওভারও টাই হয় । তাই বাউন্ডারির বিচারে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয় । এর জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC -কে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হয়।

এর পরে বাধ্য হয়ে ICC নিয়ম পরিবর্তন করে । নতুন নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ টাই হলে যতক্ষণ পর্যন্ত না টাই ব্রেক হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলবে । তবে টেলর মনে করেন, টাই হলে ট্রফি দুই দলের মধ্যে শেয়ার করে দেওয়াই বুদ্ধিমানের কাজ ।

একটি স্পোর্টস ওয়েব সাইটে টেলর বলেন, "আমি ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের পক্ষপাতী নই । এক দিনের ম্যাচ এত দীর্ঘ সময় ধরে খেলা হয় যে, একটা ম্যাচ তাই হলে কোনও অসুবিধা নেই । টি -2০ ক্রিকেটে ঠিক আছে । ফুটবল বা অন্য কোনও খেলার মতো বিজয়ীকে নির্বাচন করার জন্য টাই ব্রেক হয়। কিন্তু, আমি মনে করি না একদিনের ম্যাচে সুপার ওভার দরকার আছে । আমি মনে করি আমরা যৌথ বিজয়ী পেতেই পারি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.