ETV Bharat / sports

ক্রিকেট বোর্ডকে বরখাস্ত দক্ষিণ আফ্রিকা সরকারের - দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কোনফেডারেশন এবং অলিম্পিক কমিটি

দক্ষিণ আফ্রিকার সরকারের এই পদক্ষেপে বড়সড় বিপদের মুখে প্রোটিয়াজদের ক্রিকেট। কারণ দেশের ক্রিকেট বডির উপর সরকারি হস্তক্ষেপ নিয়ে ICC র একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে । ক্রিকেট বোর্ডের উপর সরাসরি সরকারি হস্তক্ষেপ ICC র নিয়ম বিরুদ্ধ ।

Cricket South Africa Suspended
Cricket South Africa Suspended
author img

By

Published : Sep 11, 2020, 7:56 PM IST

কেপ টাউন, 11 সেপ্টেম্বর : ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে বরখাস্ত করল সে দেশের সরকার। বর্তমানে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কোনফেডারেশন এবং অলিম্পিক কমিটি দেশের ক্রিকেট দেখাশোনা করবে ।

দক্ষিণ আফ্রিকার সরকারের এই পদক্ষেপে বড়সড় বিপদের মুখে প্রোটিয়াজদের ক্রিকেট। এই পদক্ষেপের ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ICC দক্ষিণ আফ্রিকার জাতীয় দলকে বহিষ্কার করতে পারে । কারণ দেশের ক্রিকেট বডির উপর সরকারি হস্তক্ষেপ নিয়ে ICC র একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে । ক্রিকেট বোর্ডের উপর সরাসরি সরকারি হস্তক্ষেপ ICC র নিয়ম বিরুদ্ধ ।

একটি নিউজ পোর্টাল খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কোনফেডারেশন এবং অলিম্পিক কমিটি সেদেশের ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়েছে । সেই চিঠিতে SASCOC তরফে বলা হয়েছে, " CSA বোর্ড এবং সেই সব সিনিয়র এক্সিকিউটিভ যারা বোর্ডের প্রাক্তন অফিসিয়াল (সংস্থার সেক্রেটারি, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, CFO এবং COO) সবেতনে CSA এর কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে ।"

মনে করা হচ্ছে স্পেশাল টাস্ক টিমের এক মাসের তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । SASCOC র চিঠিতে আরও বলা হয়েছে , " 2019 ডিসেম্বরের পর থেকে CSA তে কুশাসন চলছে । এটি সংস্থার নিজস্ব সদস্য, প্রোটিয়াদের জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন সদস্য, স্টেকহোল্ডার, স্পনসর এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে । এতে কোনও সন্দেহ নেই যে CSA এর উপর সবার আস্থাভঞ্জন হয়েছে। এটা ক্রিকেটকে একটি অনিশ্চয়তার পর্যায়ে দাঁড় করিয়েছে । "

SASCOC হল দক্ষিণ আফ্রিকার জাতীয় অলিম্পিক কমিটি এবং জাতীয় প্যারাঅলিম্পিক কমিটি। এছাড়া দেশের কমনওয়েলথ গেমস ও বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশনের সঙ্গে সাম্মন্বয় বজায় রাখে SASCOC ।

কেপ টাউন, 11 সেপ্টেম্বর : ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে বরখাস্ত করল সে দেশের সরকার। বর্তমানে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কোনফেডারেশন এবং অলিম্পিক কমিটি দেশের ক্রিকেট দেখাশোনা করবে ।

দক্ষিণ আফ্রিকার সরকারের এই পদক্ষেপে বড়সড় বিপদের মুখে প্রোটিয়াজদের ক্রিকেট। এই পদক্ষেপের ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ICC দক্ষিণ আফ্রিকার জাতীয় দলকে বহিষ্কার করতে পারে । কারণ দেশের ক্রিকেট বডির উপর সরকারি হস্তক্ষেপ নিয়ে ICC র একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে । ক্রিকেট বোর্ডের উপর সরাসরি সরকারি হস্তক্ষেপ ICC র নিয়ম বিরুদ্ধ ।

একটি নিউজ পোর্টাল খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কোনফেডারেশন এবং অলিম্পিক কমিটি সেদেশের ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়েছে । সেই চিঠিতে SASCOC তরফে বলা হয়েছে, " CSA বোর্ড এবং সেই সব সিনিয়র এক্সিকিউটিভ যারা বোর্ডের প্রাক্তন অফিসিয়াল (সংস্থার সেক্রেটারি, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, CFO এবং COO) সবেতনে CSA এর কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে ।"

মনে করা হচ্ছে স্পেশাল টাস্ক টিমের এক মাসের তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । SASCOC র চিঠিতে আরও বলা হয়েছে , " 2019 ডিসেম্বরের পর থেকে CSA তে কুশাসন চলছে । এটি সংস্থার নিজস্ব সদস্য, প্রোটিয়াদের জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন সদস্য, স্টেকহোল্ডার, স্পনসর এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে । এতে কোনও সন্দেহ নেই যে CSA এর উপর সবার আস্থাভঞ্জন হয়েছে। এটা ক্রিকেটকে একটি অনিশ্চয়তার পর্যায়ে দাঁড় করিয়েছে । "

SASCOC হল দক্ষিণ আফ্রিকার জাতীয় অলিম্পিক কমিটি এবং জাতীয় প্যারাঅলিম্পিক কমিটি। এছাড়া দেশের কমনওয়েলথ গেমস ও বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশনের সঙ্গে সাম্মন্বয় বজায় রাখে SASCOC ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.