ETV Bharat / sports

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলা অসম্ভব: নাদাল

রাফায়েল নাদালের মতে, সাধারণ জীবনে না ফেরা পর্যন্ত টেনিস খেলা শুরু করা সম্ভব নয়।

Image
Rafael Nadal
author img

By

Published : Jun 5, 2020, 10:59 PM IST

মাদ্রিদ, 5 জুন: চলতি সপ্তাহে যদি US ওপেন শুরু হয় তাহলে তাতে অংশ নেবেন না রাফায়েল নাদাল। কারণ পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তে না আসা পর্যন্ত টেনিস শুরু করা উচিত নয় বলে তাঁর মত ।

বিশ্বের দুই নম্বর টেনিস প্লেয়ারের মতে, “আমরা শুরু করতে পারব না যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তে আসে। সমস্ত প্লেয়ারের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যাতে তারা সুস্থভাবে টুর্নামেন্ট শেষ করতে পারেন। ”

একটি ভিডিয়ো কনফারেন্সে নাদাল বলেন,"যদি তুমি আমাকে আজ থেকে US ওপেন খেলতে বল, আমি রাজি হব না । মানুষ সাধারণ জীবনে ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কারণ নিউ ইয়র্ক সেইসব জায়গা গুলির মধ্যে একটি যেখানে কোরোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়েছিল।"

ATP ও WTA সূচি মার্চ থেকে বাতিল করা হয় । জুলাইয়ের শেষ পর্যন্ত খেলা শুরু হওয়ার কোনও সম্ভাবনাই নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার উইম্বলডন বাতিল করা হয়। ফ্রেঞ্চ ওপেনও সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে । তবে এখনও পর্যন্ত US ওপেনের সূচি অপরিবর্তিতই আছে। ওই সূচি অনুযায়ী খেলা হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ।

মাদ্রিদ, 5 জুন: চলতি সপ্তাহে যদি US ওপেন শুরু হয় তাহলে তাতে অংশ নেবেন না রাফায়েল নাদাল। কারণ পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তে না আসা পর্যন্ত টেনিস শুরু করা উচিত নয় বলে তাঁর মত ।

বিশ্বের দুই নম্বর টেনিস প্লেয়ারের মতে, “আমরা শুরু করতে পারব না যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তে আসে। সমস্ত প্লেয়ারের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যাতে তারা সুস্থভাবে টুর্নামেন্ট শেষ করতে পারেন। ”

একটি ভিডিয়ো কনফারেন্সে নাদাল বলেন,"যদি তুমি আমাকে আজ থেকে US ওপেন খেলতে বল, আমি রাজি হব না । মানুষ সাধারণ জীবনে ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কারণ নিউ ইয়র্ক সেইসব জায়গা গুলির মধ্যে একটি যেখানে কোরোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়েছিল।"

ATP ও WTA সূচি মার্চ থেকে বাতিল করা হয় । জুলাইয়ের শেষ পর্যন্ত খেলা শুরু হওয়ার কোনও সম্ভাবনাই নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার উইম্বলডন বাতিল করা হয়। ফ্রেঞ্চ ওপেনও সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে । তবে এখনও পর্যন্ত US ওপেনের সূচি অপরিবর্তিতই আছে। ওই সূচি অনুযায়ী খেলা হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.