ETV Bharat / sports

খেলরত্নের জন্য নীরজ চোপড়ার নাম মনোনয়ন AFI- র

author img

By

Published : Jun 3, 2020, 6:59 PM IST

রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য নীরজ চোপড়াকে মনোনয়ন দিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এছাড়া অর্জুন পুরস্কার এর জন্য দ্যুতি চাঁদ, আর্পিন্দর সিং, মনজিৎ সিং ও পি ইউ চিত্রার নাম মনোনীত করেছে AFI ।

Image of Neeraj chopra
Neeraj chopra

দিল্লি, 3 জুন: রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার নাম মনোনীত করল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। একইসঙ্গে মহিলা দৌড়বিদ দ্যুতি চাঁদ , এশিয়ান গেমসে সোনা জয়ী আর্পিন্দর সিং, 800 মিটার দৌড়বিদ মনজিৎ সিং ও মিডল ডিসটেন্স দৌড়বিদ পি ইউ চিত্রার নাম মনোনীত করেছে AFI ।

জাতীয় ক্রীড়া দিবস 29 অগাস্টে এই পুরস্কারগুলি দেওয়া হবে । তার জন্য ক্রীড়ামন্ত্রকের তরফে একটি প্যানেল তৈরি করা হয়েছে। বিভিন্ন বিভাগের মনোনীতদের মধ্যে থেকে পুরস্কার প্রাপকদের বাছাই করবে এই প্যানেল ।

অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি আদিল সুমারিওয়ালা বলেন, “আমরা নিশ্চিত এবার নীরজ পুরস্কার পাবে । 2018 সালে অল্পের জন্য পুরস্কার হাতছাড়া করে নীরজ । সেবার মীরাবাই চানু ওই পুরস্কার পান । 2019 সালে বজরং পুনিয়াকে বাছা হয় । বিখ্যাত অ্যাফিলিয়েট হিসাবে নীরজের এই পুরস্কার পাওয়া উচিত। এই সম্মান 2021 অলিম্পিকে ওকে উজ্জীবিত করতে পারে ।"

2018 সালে কমনওয়েলথে সোনা জেতার পর অর্জুন পুরস্কার পেয়েছেন নীরজ। সেই বছর রাজীব গান্ধী খেলরত্নের জন্যও মনোনীত হন । ইতিমধ্যে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া নিশ্চিত করেছেন তিনি । 2018 সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন ।

এছাড়া অলিম্পিকের ইন্টারন্যাশনাল কোচিং এন্ড সার্টিফিকেট প্রোগ্রাম সম্পন্ন করা একমাত্র ভারতীয় কোচ রাধাকৃষ্ণন নায়ারকে দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া।

1982 সালে এশিয়ান গেমসে ডিসকাস থ্রোতে রুপো জেতা কুলদীপ সিং ভুল্লার ও দৌড়বিদ জিন্সি ফিলিপকে ধ্যানচাঁদ পুরস্কার ও লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে ।

দিল্লি, 3 জুন: রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার নাম মনোনীত করল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। একইসঙ্গে মহিলা দৌড়বিদ দ্যুতি চাঁদ , এশিয়ান গেমসে সোনা জয়ী আর্পিন্দর সিং, 800 মিটার দৌড়বিদ মনজিৎ সিং ও মিডল ডিসটেন্স দৌড়বিদ পি ইউ চিত্রার নাম মনোনীত করেছে AFI ।

জাতীয় ক্রীড়া দিবস 29 অগাস্টে এই পুরস্কারগুলি দেওয়া হবে । তার জন্য ক্রীড়ামন্ত্রকের তরফে একটি প্যানেল তৈরি করা হয়েছে। বিভিন্ন বিভাগের মনোনীতদের মধ্যে থেকে পুরস্কার প্রাপকদের বাছাই করবে এই প্যানেল ।

অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি আদিল সুমারিওয়ালা বলেন, “আমরা নিশ্চিত এবার নীরজ পুরস্কার পাবে । 2018 সালে অল্পের জন্য পুরস্কার হাতছাড়া করে নীরজ । সেবার মীরাবাই চানু ওই পুরস্কার পান । 2019 সালে বজরং পুনিয়াকে বাছা হয় । বিখ্যাত অ্যাফিলিয়েট হিসাবে নীরজের এই পুরস্কার পাওয়া উচিত। এই সম্মান 2021 অলিম্পিকে ওকে উজ্জীবিত করতে পারে ।"

2018 সালে কমনওয়েলথে সোনা জেতার পর অর্জুন পুরস্কার পেয়েছেন নীরজ। সেই বছর রাজীব গান্ধী খেলরত্নের জন্যও মনোনীত হন । ইতিমধ্যে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া নিশ্চিত করেছেন তিনি । 2018 সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন ।

এছাড়া অলিম্পিকের ইন্টারন্যাশনাল কোচিং এন্ড সার্টিফিকেট প্রোগ্রাম সম্পন্ন করা একমাত্র ভারতীয় কোচ রাধাকৃষ্ণন নায়ারকে দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া।

1982 সালে এশিয়ান গেমসে ডিসকাস থ্রোতে রুপো জেতা কুলদীপ সিং ভুল্লার ও দৌড়বিদ জিন্সি ফিলিপকে ধ্যানচাঁদ পুরস্কার ও লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.