ETV Bharat / sports

Tokyo Olympics 2020 : তেরোর গেরো কাটিয়ে অলিম্পিকসে ছড়াবে রবির সোনালি কিরণ ? - Abhinav Bindra

অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে একমাত্র সোনা অভিনব বিন্দ্রার ৷ তার পর কেটে গিয়েছে 13 বছর আর কেউ সোনা জিততে পারেননি ৷ 2012 সালে সুশীল কুমার ও 2016 সালে পি ভি সিন্ধু খুব কাছাকাছি পৌঁছেও পারেননি ৷ বৃহস্পতিবার কি সোনা জিততে পারবেন রবি কুমার দাহিয়া ?

will-wrestler-ravi-kumar-able-to-win-gold-in-tokyo-olympics-2020
Tokyo Olympics 2020 : তেরোর গেরো কাটিয়ে কি অলিম্পিক্সে রবির সোনালি কিরণ ছড়িয়ে পড়বে ?
author img

By

Published : Aug 4, 2021, 9:59 PM IST

কলকাতা, 4 অগস্ট : অলিম্পিকসে (Olympics) সোনা জয়ের খরা 28 বছর পর কাটিয়েছিলেন অভিনব বিন্দ্রা (Avinav Bindra) ৷ 2008 সালে বেজিং অলিম্পিকসে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সেরা হয়েছিলেন তিনি ৷ তার পর কেটে গিয়েছে 13 বছর ৷ মাঝে চলে গিয়েছে দু’টো অলিম্পিকস ৷ কিন্তু সোনা আসেনি ৷

প্রতিবারই কেউ না কেউ আশা জাগিয়েছেন ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি ৷ তাই এবারও অপেক্ষায় ভারতবাসী ৷ কিন্তু অলিম্পিকসে সোনা পাওয়ার জন্য ভারতবাসীর হাপিত্যেশ কি মিটবে ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় ৷ বৃহস্পতিবার ভারতীয় সময়ে বিকেল 4টে 20 মিনিটে শুরু হবে 57 কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তির ফাইনাল ৷

আরও পড়ুন : Tokyo Olympics : সেমিফাইনালে হার রানিদের, ব্রোঞ্জের লড়াই শুক্রে

যেখানে সোনা জয়ের লক্ষ্যে নামবেন ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) ৷ আপাতত রবির দিকেই তাকিয়ে গোটা দেশ ৷ যদি তিনি দেশকে সেই গৌরব এনে দিতে পারেন, যা 13 বছর আগে এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা ৷ আগামিকাল টোকিওতে (Tokyo Olympics 2020) সোনার স্বপ্ন পূরণ করতে পারলে অভিনবকে ছুঁতে ফেলবেন রবি ৷ কারণ, অলিম্পিকসে কোনও ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে একমাত্র সোনা এনেছেন শুটার অভনবই ৷

সব মিলিয়ে অলিম্পিকসে ভারতের পদকের সংখ্যা 31 ৷ এর মধ্যে সোনা 9টি ৷ যার 8টি সোনা এসেছে হকির মতো দলগত ইভেন্ট থেকে ৷ এর মধ্যে 1928 থেকে 1956, টানা 6টি অলিম্পিকস হকিতে সোনা জিতেছিল ভারত ৷ এর পর 1964 সালে টোকিয়ো অলিম্পিকসে ও 1980 সালের মস্কো অলিম্পিকসেও সোনা (Gold Medal) জিতেছিল ভারতের হকি দল ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : সেমিফাইনালে জয়, সোনার দৌড়ে দাহিয়া

অন্যদিকে এর আগে কুস্তিতে 5টি মেডেল অলিম্পিকসে থেকে এনেছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ তার মধ্যে 1টি রুপো ও 4টি ব্রোঞ্জ ৷ 2012 সালের লন্ডন অলিম্পিকসে কুস্তিতে (Wrestling) রুপো জেতেন সুশীল কুমার ৷ সেবারও একই রকম আশায় ছিল ভারতবাসী ৷ মনে করা হয়েছিল পর পর দু’টি অলিম্পিকসে সোনা আসতে চলেছে ৷ কিন্তু সেবার সাফল্য আসেনি ৷

2016 সালের রিও অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্ট ব্যডমিন্টনে সোনা জয়ের কাছাকাছি পৌঁছে ছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) ৷ কিন্তু ফাইনালে হেরে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ৷

আরও পড়ুন : Tokyo Olympics : সেমিফাইনালে হার, ব্রোঞ্জের জন্য লড়বেন দীপক পুনিয়া

ফলে প্রতিবার আশা জাগে ৷ কিন্তু সেই আশা পূরণ হয় না ৷ এবার কি কাটবে সোনার খরা ? অপেক্ষার প্রহর গুণছে ভারতবাসী ৷

কলকাতা, 4 অগস্ট : অলিম্পিকসে (Olympics) সোনা জয়ের খরা 28 বছর পর কাটিয়েছিলেন অভিনব বিন্দ্রা (Avinav Bindra) ৷ 2008 সালে বেজিং অলিম্পিকসে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সেরা হয়েছিলেন তিনি ৷ তার পর কেটে গিয়েছে 13 বছর ৷ মাঝে চলে গিয়েছে দু’টো অলিম্পিকস ৷ কিন্তু সোনা আসেনি ৷

প্রতিবারই কেউ না কেউ আশা জাগিয়েছেন ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি ৷ তাই এবারও অপেক্ষায় ভারতবাসী ৷ কিন্তু অলিম্পিকসে সোনা পাওয়ার জন্য ভারতবাসীর হাপিত্যেশ কি মিটবে ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় ৷ বৃহস্পতিবার ভারতীয় সময়ে বিকেল 4টে 20 মিনিটে শুরু হবে 57 কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তির ফাইনাল ৷

আরও পড়ুন : Tokyo Olympics : সেমিফাইনালে হার রানিদের, ব্রোঞ্জের লড়াই শুক্রে

যেখানে সোনা জয়ের লক্ষ্যে নামবেন ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) ৷ আপাতত রবির দিকেই তাকিয়ে গোটা দেশ ৷ যদি তিনি দেশকে সেই গৌরব এনে দিতে পারেন, যা 13 বছর আগে এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা ৷ আগামিকাল টোকিওতে (Tokyo Olympics 2020) সোনার স্বপ্ন পূরণ করতে পারলে অভিনবকে ছুঁতে ফেলবেন রবি ৷ কারণ, অলিম্পিকসে কোনও ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে একমাত্র সোনা এনেছেন শুটার অভনবই ৷

সব মিলিয়ে অলিম্পিকসে ভারতের পদকের সংখ্যা 31 ৷ এর মধ্যে সোনা 9টি ৷ যার 8টি সোনা এসেছে হকির মতো দলগত ইভেন্ট থেকে ৷ এর মধ্যে 1928 থেকে 1956, টানা 6টি অলিম্পিকস হকিতে সোনা জিতেছিল ভারত ৷ এর পর 1964 সালে টোকিয়ো অলিম্পিকসে ও 1980 সালের মস্কো অলিম্পিকসেও সোনা (Gold Medal) জিতেছিল ভারতের হকি দল ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : সেমিফাইনালে জয়, সোনার দৌড়ে দাহিয়া

অন্যদিকে এর আগে কুস্তিতে 5টি মেডেল অলিম্পিকসে থেকে এনেছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ তার মধ্যে 1টি রুপো ও 4টি ব্রোঞ্জ ৷ 2012 সালের লন্ডন অলিম্পিকসে কুস্তিতে (Wrestling) রুপো জেতেন সুশীল কুমার ৷ সেবারও একই রকম আশায় ছিল ভারতবাসী ৷ মনে করা হয়েছিল পর পর দু’টি অলিম্পিকসে সোনা আসতে চলেছে ৷ কিন্তু সেবার সাফল্য আসেনি ৷

2016 সালের রিও অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্ট ব্যডমিন্টনে সোনা জয়ের কাছাকাছি পৌঁছে ছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) ৷ কিন্তু ফাইনালে হেরে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ৷

আরও পড়ুন : Tokyo Olympics : সেমিফাইনালে হার, ব্রোঞ্জের জন্য লড়বেন দীপক পুনিয়া

ফলে প্রতিবার আশা জাগে ৷ কিন্তু সেই আশা পূরণ হয় না ৷ এবার কি কাটবে সোনার খরা ? অপেক্ষার প্রহর গুণছে ভারতবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.