ETV Bharat / sports

Tokyo Olympics : আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টারের আশা জিইয়ে রাখল ভারতের মেয়েরা - কোয়ার্টারের আশা জিইয়ে রাখল ভারত

ডু-অর-ডাই ম্যাচে আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারাল ভারতের মেয়েরা ৷ বাঁচিয়ে রাখল কোয়ার্টার ফাইনালের আশা ৷

আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারাল ভারতের মেয়েরা
আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারাল ভারতের মেয়েরা
author img

By

Published : Jul 30, 2021, 11:03 AM IST

Updated : Jul 30, 2021, 12:37 PM IST

টোকিয়ো, 30 জুলাই : কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারতের মহিলা হকি দল ৷ ডু-অর-ডাই ম্যাচে আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারাল মেয়েরা ৷ ম্যাচের 57 মিনিটে গোল করেন ফরোয়ার্ড নভনীত কাউর ৷

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত ৷ প্রথম কোয়ার্টারেই একাধিক পেনাল্টি কর্নার অর্জন করে রানি রামপালের দল ৷ আয়ারল্যান্ডের অর্ধে বারবার অক্রমণ তুলে নিয়ে গিয়েও গোল করতে পারছিলেন না ভারতীয় মহিলা দলের খেলোয়াররা ৷ তিনটি কোয়ার্টার দাপটের সঙ্গে খেললেও শেষ কোয়ার্টারে গোল করে ভারত ৷

যদিও দ্বিতীয় কোয়ার্টারের প্রথম দিকে কিছুটা ম্যাচে ফেরে আয়ারল্যান্ড ৷ কিন্তু গোল তুলতে পারেনি তারা ৷ এইসময় বেশ কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় আয়ারল্যান্ড ৷ এই অর্ধে ভারতও বেশ কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ৷ তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ পর্যন্ত স্কোর ছিল 0-0 ৷

আরও পড়ুন : Deepika Kumari : মহিলা তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে হার দীপিকার

তৃতীয় কোয়ার্টারেও গোলের দেখা পায়নি ভারত ৷ এবারও বারবার আক্রমণ তুলে নিয়ে গেলেও গোলের দরজা খোলা যায়নি ৷ তবে চতুর্থ কোয়ার্টারে ম্যাচ শেষের 3 মিনিট আগে গোলের দরজা খোলে ভারত ৷ ম্যাচের 57 মিনিটে গোল করেন নবনীত কাউর ৷ এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করার আশা জিইয়ে রাখল ভারতের মহিলা হকি দল ৷

টোকিয়ো, 30 জুলাই : কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারতের মহিলা হকি দল ৷ ডু-অর-ডাই ম্যাচে আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারাল মেয়েরা ৷ ম্যাচের 57 মিনিটে গোল করেন ফরোয়ার্ড নভনীত কাউর ৷

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত ৷ প্রথম কোয়ার্টারেই একাধিক পেনাল্টি কর্নার অর্জন করে রানি রামপালের দল ৷ আয়ারল্যান্ডের অর্ধে বারবার অক্রমণ তুলে নিয়ে গিয়েও গোল করতে পারছিলেন না ভারতীয় মহিলা দলের খেলোয়াররা ৷ তিনটি কোয়ার্টার দাপটের সঙ্গে খেললেও শেষ কোয়ার্টারে গোল করে ভারত ৷

যদিও দ্বিতীয় কোয়ার্টারের প্রথম দিকে কিছুটা ম্যাচে ফেরে আয়ারল্যান্ড ৷ কিন্তু গোল তুলতে পারেনি তারা ৷ এইসময় বেশ কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় আয়ারল্যান্ড ৷ এই অর্ধে ভারতও বেশ কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ৷ তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ পর্যন্ত স্কোর ছিল 0-0 ৷

আরও পড়ুন : Deepika Kumari : মহিলা তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে হার দীপিকার

তৃতীয় কোয়ার্টারেও গোলের দেখা পায়নি ভারত ৷ এবারও বারবার আক্রমণ তুলে নিয়ে গেলেও গোলের দরজা খোলা যায়নি ৷ তবে চতুর্থ কোয়ার্টারে ম্যাচ শেষের 3 মিনিট আগে গোলের দরজা খোলে ভারত ৷ ম্যাচের 57 মিনিটে গোল করেন নবনীত কাউর ৷ এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করার আশা জিইয়ে রাখল ভারতের মহিলা হকি দল ৷

Last Updated : Jul 30, 2021, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.