টোকিয়ো, 28 জুলাই : অলিম্পিকসে অসাধারণ পারফরম্যান্স ভারতীয় বক্সারদের ৷ মেরি কম প্রি কেয়ার্টার ফাইনালে পা রেখেছেন ৷ গতকাল কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন লভলিনা বরগোঁহাই ৷ আজ মহিলাদের 75 কেজি বক্সিংয়ের কোয়ার্টারে ফাইনালে পৌঁছালেন পূজা রানি ৷ আর একধাপ এগোলেই পূজার মুঠোয় আসবে পদক ৷
মহিলাদের মিডলওয়েটের 75 কেজি বিভাগের শেষ ষোলোয় পূজা রানির প্রতিপক্ষ ছিলেন আলজেরিয়ার ইচরাক চেইব ৷ বাউটের প্রথম থেকেই ভারতীয় বক্সারের দাপট দেখা গিয়েছে ৷ যা বজায় ছিল শেষ পর্যন্ত ৷ প্রথম রাউন্ডে পূজা রানির হয়ে স্কোর দেন তিন বিচারক ৷ দ্বিতীয় রাউন্ডেও অভিজ্ঞ পূজার মোকাবিলা করতে পারেননি আলজেরিয়ান প্রতিপক্ষ ৷ 10-9 ব্যবধানে তৃতীয় রাউন্ডটিও ভারতীয় বক্সারের মুঠোয় চলে আসে ৷ 5-0 তে বাউট জিতে ঝড়ের গতিতে শেষ আটে পা রাখেন তিনি ৷
আরও পড়ুন : Tokyo Olympics : সহজ জয় দীপিকার, ব্যক্তিগত বিভাগের প্রথম রাউন্ড জিতলেন বিশ্বের এক নম্বর তারকা
কোয়ার্টার ফাইনালে এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারলেই পদক নিশ্চিত ৷ আজ রিংয়ে পূজা রানিকে দেখে আত্মবিশ্বাসে ভরপুর মনে হয়েছে ৷ এই জয় পদক জয়ের লড়াইয়ে নামার আগে তাঁর আত্মবিশ্বাস নিশ্চিত কয়েকগুণ বাড়িয়ে দেবে ৷