মুম্বই, 25 জুলাই : 0-2 থেকে 4-3 ৷ পিছিয়ে থেকে অলিম্পিকসের মঞ্চে জয়ধ্বজা উড়িয়েছেন টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা ৷ প্রতিপক্ষ ইউক্রেনের মারগারইয়াতা পেসোতস্কার থেকে অভিজ্ঞতায় পিছিয়ে ছিলেন ৷ কিন্তু অভিজ্ঞ ইউক্রেনের প্রতিপক্ষের অভিজ্ঞতাকেও কাত করেছেন মণিকা (Manika Batra) ৷ দিল্লির এই টিটি তারকার প্রত্যাবর্তনকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা ৷ টেবিল টেনিসের মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে মণিকার জয়ের পর থেকেই টুইটারে ট্রেন্ডিং 'হোয়াট আ কামব্যাক' (what a comeback) ৷ সেই ট্রেন্ডিংয়ের জোয়ারে গা ভাসিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও ৷ মণিকার লড়াইয়ে মুগ্ধ সচিন টুইট করে অভিনন্দন জানিয়েছেন ৷
22 গজে বহুবার দলকে খাদের কিনারা থেকে টেনে এনেছেন ৷ অন্তিম ওভার, শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জেতার অনুভূতি তিনি জানেন ৷ মণিকা বাত্রার ম্যাচ দেখতে যখন বসে হয়তো নিজেকে মেলাতে পারছিলেন ৷ একটা সময় মনে হচ্ছিল ইউক্রেনের প্রতিযোগীর জেতাটা শুধু সময়ের অপেক্ষা ৷ কিন্তু সেখানেই এল টুইস্ট ৷ চাপের মুখে সেরাটা উজাড় করে দিয়ে শেষ দুটি সেট জিতে পরের রাউন্ডে পা রাখেন মণিকা ৷ 0-2 ব্যবধানে পিছিয়ে থেকে 4-3 এ মণিকার জয়কে কুর্নিশ জানিয়েছেন সচিন ৷
টুইটারে তিনি লেখেন, "মণিকার দারুণ কামব্যাক ৷ প্রতিটি পয়েন্ট খুঁটিয়ে দেখেছি ৷ প্রথম দুটি গেমে মারগারইয়াতার দাপট ছিল ৷ শর্ট ব়্যালি এবং ব্যাকহ্যান্ডে ভাল খেলছিল ৷ ধীরে হলেও মণিকা প্রত্যাবর্তন করেছে ৷ এবং ম্যাচের গতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ৷" পরে আরও একটি টুইট করেন তিনি ৷ লেখেন, "খুব চাতুরি দেখিয়ে প্ল্যান এ থেকে প্ল্যান বি-তে চলে গিয়েছে মণিকা ৷ প্রতিপক্ষকে বেশি ফোরহ্যান্ড খেলতে বাধ্য করেছে ৷ ব়্যালির সময়ও দীর্ঘ করেছে ৷ ইউক্রেনের খেলোয়াড় ওঁর ফাঁদে পা দিয়ে খেলেছে ৷ দারুণ গেম প্ল্যানিংয়ে প্রতিপক্ষকে হারিয়েছে মণিকা ৷ ওঁর ম্যাচের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা অসাধারণ ৷"
আরও পড়ুন : Tokyo Olympics : টেবিল টেনিসে সুখবর, তৃতীয় রাউন্ডে উঠলেন মণিকা বাত্রা
-
What a fantastic comeback Manika! 🤯 🏓
— Sachin Tendulkar (@sachin_rt) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watched every single point.. the first couple of games were dominated by Margaryta, who kept the rallies short & played her backhand well.
Slowly but surely Manika came back & started controlling the pace of the game..(1/2)#Olympics pic.twitter.com/XiBtZ0e1LX
">What a fantastic comeback Manika! 🤯 🏓
— Sachin Tendulkar (@sachin_rt) July 25, 2021
Watched every single point.. the first couple of games were dominated by Margaryta, who kept the rallies short & played her backhand well.
Slowly but surely Manika came back & started controlling the pace of the game..(1/2)#Olympics pic.twitter.com/XiBtZ0e1LXWhat a fantastic comeback Manika! 🤯 🏓
— Sachin Tendulkar (@sachin_rt) July 25, 2021
Watched every single point.. the first couple of games were dominated by Margaryta, who kept the rallies short & played her backhand well.
Slowly but surely Manika came back & started controlling the pace of the game..(1/2)#Olympics pic.twitter.com/XiBtZ0e1LX
দেশের ক্রিকেট কিংবদন্তির এই প্রশংসা নিঃসন্দেহে মণিকার কাছে বড় পাওনা ৷ পাল্টা টুইট করে মাস্টার ব্লাস্টারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ আগামীকাল প্রি কোয়ার্টারে ওঠার ম্যাচে মণিকার প্রতিপক্ষ অস্ট্রিয়ার সোফিয়া পোলকানোভা ৷ বিশ্ব টিটি ক্রমতালিকার 16 নম্বরে থাকা সোফিয়ার বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে ৷ তবে এই কড়া চ্যালেঞ্জের আগে সচিনের প্রশংসা মণিকার বড় প্রেরণা ৷