নয়াদিল্লি, 5 অগস্ট : 75তম স্বাধীনতা দিবসের আগেই অলিম্পিকসের মঞ্চে উড়ছে তেরঙ্গা ৷ টোকিয়োয় একের পর এক সাফল্যে দেশকে গর্বিত করছেন ভারতীয় খেলোয়াড়রা ৷ আজ হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ হকিতে 41 বছর পর ভারতের ঘরে অলিম্পিকস পদক এসেছে ৷ মনপ্রীত সিংদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে লিখলেন, "এটাই নতুন ভারত ৷ আত্মবিশ্বাসে ভরপুর ভারত ৷" ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
ব্রোঞ্জ জেতার লক্ষ্যে নেমে প্রতিপক্ষ জার্মানিকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেননি দেশের ছেলেরা ৷ বারবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছেন ৷ আত্মবিশ্বাস টাল খায়নি ৷ চোখে চোখ রেখে লড়াই করেছে ভারত ৷ শেষমেশ 5-4 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নীল জার্সিধারীরা ৷ ম্যাচ দেখতে হয়ত আগের দিনের মতোই টিভির সামনে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই রেফারি শেষ বাঁশি বাজাতেই টুইটারে মোদির শুভেচ্ছাবার্তা ভেসে ওঠে ৷ লেখেন, "ঐতিহাসিক ! এমন একটা দিন যা প্রতিটি ভারতীয়র স্মৃতিতে থেকে যাবে ৷ ব্রোঞ্জ নিয়ে আসার জন্য পুরুষ হকি দলকে শুভেচ্ছা ৷ এই সাফল্যে তাঁরা গোটা দেশের কল্পনাকে ধারণ করেছে ৷ বিশেষ করে যুব সমাজের প্রেরণা এই সাফল্য ৷ তোমাদের জন্য গর্বিত দেশ ৷"
পরে হিন্দিতে আরও একটি টুইট করেন তিনি ৷ যেখানে আত্মবিশ্বাসে ভরপুর মনপ্রীতদের যুব সমাজের অনুপ্রেরণা বলেছেন তিনি ৷ প্রধানমন্ত্রী লেখেন, "প্রফুল্লিত ভারত ! প্রেরিত ভারত ! গর্বিত ভারত ! টোকিয়োয় হকি দলের এই দারুণ জয় গোটা দেশের গর্ব ৷ এটাই নতুন ভারত ৷ আত্মবিশ্বাসে ভরপুর ভারত ৷ হকি দলকে আবারও অভিনন্দন এবং শুভকামনা জানাই ৷"
-
Historic! A day that will be etched in the memory of every Indian.
— Narendra Modi (@narendramodi) August 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to our Men’s Hockey Team for bringing home the Bronze. With this feat, they have captured the imagination of the entire nation, especially our youth. India is proud of our Hockey team. 🏑
">Historic! A day that will be etched in the memory of every Indian.
— Narendra Modi (@narendramodi) August 5, 2021
Congratulations to our Men’s Hockey Team for bringing home the Bronze. With this feat, they have captured the imagination of the entire nation, especially our youth. India is proud of our Hockey team. 🏑Historic! A day that will be etched in the memory of every Indian.
— Narendra Modi (@narendramodi) August 5, 2021
Congratulations to our Men’s Hockey Team for bringing home the Bronze. With this feat, they have captured the imagination of the entire nation, especially our youth. India is proud of our Hockey team. 🏑
শুভেচ্ছা বার্তা এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও ৷ টুইটারে তিনি লিখেছেন, "দেশের জন্য আরও একটি গর্বের মুহূর্ত ৷ টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ জেতার জন্য ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা ৷ যে মানসিক দৃঢ়তা এবং জেতার মনোভাব নিয়ে তোমরা খেলেছ তা আগামী প্রজন্ম মনে রাখবে ৷ ওয়েলডান !"
-
Yet another proud moment for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to the men's hockey team for winning the bronze medal at #Olympics2020. The grit and passion with which you played will be remembered by generations to come. Well done!
">Yet another proud moment for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2021
Congratulations to the men's hockey team for winning the bronze medal at #Olympics2020. The grit and passion with which you played will be remembered by generations to come. Well done!Yet another proud moment for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2021
Congratulations to the men's hockey team for winning the bronze medal at #Olympics2020. The grit and passion with which you played will be remembered by generations to come. Well done!
আরও পড়ুন : Tokyo Olympics : সোনার স্বপ্নভঙ্গ ! সেমিফাইনালে উঠতে পারলেন না ভিনেশ
ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন, "এমন একটা মুহূর্তে স্থির থাকতে পারছি না ৷ তোমরা করে দেখিয়েছ ৷ অলিম্পিকসের ইতিহাসে নিজেদের নাম খোদাই করে ফেলল আমাদের পুরুষ হকি দল ৷ আমরা তোমাদের নিয়ে গর্বিত ৷" প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু লিখেছেন, "41 বছর পর ! ভারতীয় হকি এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনার মুহূর্ত ৷ অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ৷ জার্মানিকে হারিয়ে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছে ৷ গোটা দেশ এখন সেলিব্রেশনের মুডে ৷ ভারতীয় হকি দলকে শুভেচ্ছা ৷"