ETV Bharat / sports

Tokyo Olympics : দারুণ শুরু, চানুর সাফল্যে উচ্ছ্বসিত দেশ, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - ram nath kovind

শুভেচ্ছায় ভাসছেন টোকিয়োয় রুপো জয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গোটা দেশ আজ তাঁকে নিয়ে গর্বিত ৷

Olympics
Olympics
author img

By

Published : Jul 24, 2021, 1:23 PM IST

নয়াদিল্লি, 24 জুলাই : সকাল সকাল সুখবর ৷ টোকিয়ো অলিম্পিকসে রুপো জিতে ইতিহাস গড়েছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ মণিপুরী ভারোত্তোলকের এই সাফল্যে উচ্ছ্বসিত 130 কোটির দেশ ৷ পদক জয় নিশ্চিত হতেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন তিনি ৷ ক্রীড়াগজত থেকে রাজনীতি, বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষরা শুভেচ্ছা জানিয়েছেন ৷ চানুর পদক জয়ে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা ৷

রাষ্ট্রপতি লেখেন, "রুপো জয়ের জন্য মীরাবাঈ চানু তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাই ৷" চানুর পদক জয়ের খবর নিশ্চিত হতেই টুইট করেন মোদি ৷ টুইটারে রুপো জয়ী ভারোত্তোলককে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "টোকিয়ো অলিম্পিকসে এর চেয়ে ভাল শুরু আর হয় না ৷ মীরাবাঈ চানুর অসাধারণ সাফল্যে গর্বিত দেশ ৷ ভারোত্তোলনে রুপো জেতার জন্য অনেক শুভেচ্ছা ৷ তোমার সাফল্য প্রতিটি ভারতীয়কে প্রেরণা জোগাবে ৷"

  • Heartiest congratulations to Mirabai Chanu for starting the medal tally for India in the Tokyo Olympics 2020 by winning silver medal in weightlifting.

    — President of India (@rashtrapatibhvn) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Olympics : প্রথম পদক, ভারোত্তোলনে রুপো জিতলেন মীরাবাঈ চানু

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর লেখেন, "ভারতের প্রথম পদক এল ৷ মীরা তোমাকে অনেক শুভেচ্ছা ৷" তাঁর আশা চানুর দেখানো পথ ধরে বাকি খেলোয়াড়রাও টোকিয়োয় পদক জিতবেন ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন, "কঠিন পরিশ্রম করে রুপোর পদক জয়ের জন্য মীরাবাঈ চানুকে অনেক শুভেচ্ছা ৷ এই পদক তোমার প্রাপ্য ৷ এই সাফল্যে গোটা দেশ গর্বিত ৷"

নয়াদিল্লি, 24 জুলাই : সকাল সকাল সুখবর ৷ টোকিয়ো অলিম্পিকসে রুপো জিতে ইতিহাস গড়েছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ মণিপুরী ভারোত্তোলকের এই সাফল্যে উচ্ছ্বসিত 130 কোটির দেশ ৷ পদক জয় নিশ্চিত হতেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন তিনি ৷ ক্রীড়াগজত থেকে রাজনীতি, বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষরা শুভেচ্ছা জানিয়েছেন ৷ চানুর পদক জয়ে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা ৷

রাষ্ট্রপতি লেখেন, "রুপো জয়ের জন্য মীরাবাঈ চানু তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাই ৷" চানুর পদক জয়ের খবর নিশ্চিত হতেই টুইট করেন মোদি ৷ টুইটারে রুপো জয়ী ভারোত্তোলককে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "টোকিয়ো অলিম্পিকসে এর চেয়ে ভাল শুরু আর হয় না ৷ মীরাবাঈ চানুর অসাধারণ সাফল্যে গর্বিত দেশ ৷ ভারোত্তোলনে রুপো জেতার জন্য অনেক শুভেচ্ছা ৷ তোমার সাফল্য প্রতিটি ভারতীয়কে প্রেরণা জোগাবে ৷"

  • Heartiest congratulations to Mirabai Chanu for starting the medal tally for India in the Tokyo Olympics 2020 by winning silver medal in weightlifting.

    — President of India (@rashtrapatibhvn) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Olympics : প্রথম পদক, ভারোত্তোলনে রুপো জিতলেন মীরাবাঈ চানু

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর লেখেন, "ভারতের প্রথম পদক এল ৷ মীরা তোমাকে অনেক শুভেচ্ছা ৷" তাঁর আশা চানুর দেখানো পথ ধরে বাকি খেলোয়াড়রাও টোকিয়োয় পদক জিতবেন ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন, "কঠিন পরিশ্রম করে রুপোর পদক জয়ের জন্য মীরাবাঈ চানুকে অনেক শুভেচ্ছা ৷ এই পদক তোমার প্রাপ্য ৷ এই সাফল্যে গোটা দেশ গর্বিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.