টোকিয়ো, 26 জুলাই : মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসে পদক জয়ের আশা শেষ ৷ দিনের প্রথমে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান সুতীর্থা মুখোপাধ্যায় ৷ এরপর সিঙ্গলসে মণিকা বাত্রার দৌড়ও শেষ হয়ে গেল ৷ টিটি বোর্ডে আজ তেমন লড়াই দিতে পারেননি মণিকা ৷ গতকালের ম্যাচে অসাধারণ কামব্যাক করে জিতেছিলেন ৷ নেটিজেনদের প্রশংসায় ভেসে গিয়েছিলেন ৷ একটা দিনের ব্যবধানে পাল্টে গেল সব ৷ কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করছিলেন ৷ কিন্তু অস্ট্রিয়ার প্রতিপক্ষ সোফিয়া পোলকানোভার বিরুদ্ধে 4-0তে হারতে হল ৷ মণিকার বিপক্ষে ম্যাচের ফলাফল 8-11, 2-11, 5-11, 7-11 ৷
কয়েকদিন ধরে শোনা গিয়েছে, অলিম্পিকসে ভারতীয় টেবিল টেনিস শিবিরে 'অল ইজ নট ওয়েল' ৷ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ম্যাচ চলাকালীন কোচ সৌম্যদীপ রায়ের মতামত নিতে অস্বীকার করেছেন মণিকা ৷ মণিকার ম্যাচ চালাকালীন সৌম্যদীপকে দেখা যায়নি ৷ বরং টিভির পর্দায় গ্যালারি থেকে মণিকাকে কোচিং করাতে দেখা গিয়েছে ব্যক্তিগত কোচ সন্ময় পরাঞ্জপেকে ৷ তাহলে কি কোচ-প্রতিযোগীর ঠান্ডা লড়াইয়ের প্রতিফলনই টিটি বোর্ডে পড়ল ? প্রশ্ন টেনিস মহলে ৷
আরও পড়ুন : Tokyo Olympics : আজই ফিরছেন রুপোর মেয়ে, চানুকে স্বাগত জানাতে তৈরি দেশ
গুঞ্জন সত্যি হলে সরকারি কোচের কথা অমান্য করায় মণিকার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে টেবিল টেনিস ফেডারেশন ৷ অলিম্পিকস চলার কারণে হয়তো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি ৷ টোকিয়ো থেকে ফেরার পর মণিকার বিরুদ্ধে টিটি ফেডারেশন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার ৷