ETV Bharat / sports

Tokyo Olympics : গল্ফে পদকের স্বপ্ন দেখাচ্ছেন অদিতি - গল্ফার অদিতি অশোক

আজ মহিলাদের গল্ফের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের তৃতীয় রাউন্ডে 2 নম্বরে শেষ করেন অদিতি অশোক ৷

Tokyo Olympics
Tokyo Olympics
author img

By

Published : Aug 6, 2021, 4:21 PM IST

টোকিয়ো, 6 অগস্ট : যে কয়েকটি খেলায় ভারতের ঘরে অলিম্পিকস পদক আসেনি তার মধ্যে অন্যতম হল গল্ফ ৷ ভাগ্য ভাল থাকলে টোকিয়ো অলিম্পিকসেই সেই আক্ষেপ পূরণ হতে পারে ৷ কারণ পদকের স্বপ্ন দেখাচ্ছেন দেশের মহিলা গল্ফার অদিতি অশোক ৷ দেশের প্রথম মহিলা গল্ফার হিসেবে অলিম্পিকসে দেশের প্রতিনিধিত্ব করছেন অদিতি ৷ সেই অদিতির হাত ধরে গল্ফে পদকের আশায় ভারত ৷

টোকিয়োয় প্রথম থেকেই ছন্দে পাওয়া গিয়েছে অদিতিকে ৷ আজ মহিলাদের গল্ফের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের তৃতীয় রাউন্ডে 2 নম্বরে শেষ করেন তিনি ৷ আগামীকাল চতুর্থ রাউন্ড তথা ফাইনাল রাউন্ডে খেলা রয়েছে ৷ চতুর্থ রাউন্ডে পারফরম্যান্স ধরে রাখতে পারলে পদক নিশ্চিত অদিতির ৷ তবে পদক জয়ের আরও একটি পথ রয়েছে ৷ খারাপ আবহাওয়ার কারণে আগামীকাল ফাইনাল রাউন্ডের খেলা নাও হতে পারে ৷ সেক্ষেত্রে তৃতীয় রাউন্ডের পারফরম্যান্সের মান অনুযায়ী প্রতিযাগীদের পদক নিশ্চিত হবে ৷ তেমনটা হলে অদিতির রুপো জয় নিশ্চিত ৷

  • This is just WOW 😍😍
    Aditi Ashok continues her smashing form; at 2nd spot after 3 rounds.
    Weather looks dicey for tomorrow's final round. There is a possibility if weather plays spoilsport, scores till 3rd round would be counted and she will win Silver! #Tokyo2020 pic.twitter.com/z7cQ0690YJ

    — India_AllSports (@India_AllSports) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Olympics : বজরংয়ের ধোবি পছাড়, ইরানের প্রতিপক্ষকে হারিয়ে উঠলেন সেমিফাইনালে

এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিকসে দেশকে প্রতিনিধিত্ব করছেন অদিতি ৷ এর আগে রিও অলিম্পিকসেও অংশ নিয়েছিলেন তিনি ৷

টোকিয়ো, 6 অগস্ট : যে কয়েকটি খেলায় ভারতের ঘরে অলিম্পিকস পদক আসেনি তার মধ্যে অন্যতম হল গল্ফ ৷ ভাগ্য ভাল থাকলে টোকিয়ো অলিম্পিকসেই সেই আক্ষেপ পূরণ হতে পারে ৷ কারণ পদকের স্বপ্ন দেখাচ্ছেন দেশের মহিলা গল্ফার অদিতি অশোক ৷ দেশের প্রথম মহিলা গল্ফার হিসেবে অলিম্পিকসে দেশের প্রতিনিধিত্ব করছেন অদিতি ৷ সেই অদিতির হাত ধরে গল্ফে পদকের আশায় ভারত ৷

টোকিয়োয় প্রথম থেকেই ছন্দে পাওয়া গিয়েছে অদিতিকে ৷ আজ মহিলাদের গল্ফের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের তৃতীয় রাউন্ডে 2 নম্বরে শেষ করেন তিনি ৷ আগামীকাল চতুর্থ রাউন্ড তথা ফাইনাল রাউন্ডে খেলা রয়েছে ৷ চতুর্থ রাউন্ডে পারফরম্যান্স ধরে রাখতে পারলে পদক নিশ্চিত অদিতির ৷ তবে পদক জয়ের আরও একটি পথ রয়েছে ৷ খারাপ আবহাওয়ার কারণে আগামীকাল ফাইনাল রাউন্ডের খেলা নাও হতে পারে ৷ সেক্ষেত্রে তৃতীয় রাউন্ডের পারফরম্যান্সের মান অনুযায়ী প্রতিযাগীদের পদক নিশ্চিত হবে ৷ তেমনটা হলে অদিতির রুপো জয় নিশ্চিত ৷

  • This is just WOW 😍😍
    Aditi Ashok continues her smashing form; at 2nd spot after 3 rounds.
    Weather looks dicey for tomorrow's final round. There is a possibility if weather plays spoilsport, scores till 3rd round would be counted and she will win Silver! #Tokyo2020 pic.twitter.com/z7cQ0690YJ

    — India_AllSports (@India_AllSports) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Olympics : বজরংয়ের ধোবি পছাড়, ইরানের প্রতিপক্ষকে হারিয়ে উঠলেন সেমিফাইনালে

এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিকসে দেশকে প্রতিনিধিত্ব করছেন অদিতি ৷ এর আগে রিও অলিম্পিকসেও অংশ নিয়েছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.