ETV Bharat / sports

Tokyo Olympics : ব্য়ক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা - Tokyo Olympics

ভুটানের প্রতিযোগী কর্মাকে 6-0 ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন দীপিকা ৷

Tokyo Olympics
Tokyo Olympics
author img

By

Published : Jul 28, 2021, 3:00 PM IST

Updated : Jul 28, 2021, 3:46 PM IST

টোকিয়ো, 28 জুলাই : মেয়েদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের প্রথম রাউন্ড অনায়াসে জিতে নিলেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷ ভুটানের প্রতিযোগী কর্মাকে 6-0 ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেন ৷ প্রথম সেট জেতেন 26-23 ব্যবধানে ৷ দ্বিতীয় সেট 26-23 ও তৃতীয় সেট 27-24 ব্যবধানে জেতেন ৷ এরপর পরের রাউন্ডে আমেরিকার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রি কেয়ার্টার ফাইনালে পা রাখেন ৷

দলগত বিভাগে হতাশ করেছে ভারতীয় তিরন্দাজরা ৷ ছেলেদের দলগত বিভাগ ও মিশ্র বিভাগ থেকে ছিটকে গিয়েছে ভারত ৷ ব্যক্তিগত বিভাগে আজ প্রতিযোগিতায় নামেন প্রবীণ যাদব, তরুণদীপ রাই এবং দীপিকা কুমারী ৷ প্রবীণ ও তরুণদীপ প্রথম রাউন্ডের গণ্ডি টপকালেও দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান ৷ মহিলাদের ব্যক্তিগত বিভাগের প্রথম রাউন্ডে ভুটানের কর্মাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেন দীপিকা ৷ এরপর আমেরিকার তিরন্দাজ জেনিফার মুনিকো ফার্নান্ডেজকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : দারুণ শুরু পূজা রানির, পদক জয়ের মাত্র একধাপ দূরে হরিয়ানার বক্সার

দ্বিতীয় রাউন্ডের প্রথম সেট 25-26 ব্যবধানে হেরে যান দীপিকা ৷ ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট 28-25 ব্যবধানে জিতে 2-2 করে ফেলেন ৷ মার্কিন প্রতিদ্বন্দ্বীকে তৃতীয় সেটেও 27-25 পিছনে ফেলে দেন ৷ তবে চতুর্থ সেটে কামব্যক করে ব্যবধান 4-4 করে ফেলেন জেনিফার মুনিকো ৷ রুদ্ধশ্বাস লড়াইয়ে পঞ্চম সেট 26-25 ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে চলে যান দীপিকা ৷

টোকিয়ো, 28 জুলাই : মেয়েদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের প্রথম রাউন্ড অনায়াসে জিতে নিলেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷ ভুটানের প্রতিযোগী কর্মাকে 6-0 ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেন ৷ প্রথম সেট জেতেন 26-23 ব্যবধানে ৷ দ্বিতীয় সেট 26-23 ও তৃতীয় সেট 27-24 ব্যবধানে জেতেন ৷ এরপর পরের রাউন্ডে আমেরিকার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রি কেয়ার্টার ফাইনালে পা রাখেন ৷

দলগত বিভাগে হতাশ করেছে ভারতীয় তিরন্দাজরা ৷ ছেলেদের দলগত বিভাগ ও মিশ্র বিভাগ থেকে ছিটকে গিয়েছে ভারত ৷ ব্যক্তিগত বিভাগে আজ প্রতিযোগিতায় নামেন প্রবীণ যাদব, তরুণদীপ রাই এবং দীপিকা কুমারী ৷ প্রবীণ ও তরুণদীপ প্রথম রাউন্ডের গণ্ডি টপকালেও দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান ৷ মহিলাদের ব্যক্তিগত বিভাগের প্রথম রাউন্ডে ভুটানের কর্মাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেন দীপিকা ৷ এরপর আমেরিকার তিরন্দাজ জেনিফার মুনিকো ফার্নান্ডেজকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : দারুণ শুরু পূজা রানির, পদক জয়ের মাত্র একধাপ দূরে হরিয়ানার বক্সার

দ্বিতীয় রাউন্ডের প্রথম সেট 25-26 ব্যবধানে হেরে যান দীপিকা ৷ ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট 28-25 ব্যবধানে জিতে 2-2 করে ফেলেন ৷ মার্কিন প্রতিদ্বন্দ্বীকে তৃতীয় সেটেও 27-25 পিছনে ফেলে দেন ৷ তবে চতুর্থ সেটে কামব্যক করে ব্যবধান 4-4 করে ফেলেন জেনিফার মুনিকো ৷ রুদ্ধশ্বাস লড়াইয়ে পঞ্চম সেট 26-25 ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে চলে যান দীপিকা ৷

Last Updated : Jul 28, 2021, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.