ETV Bharat / sports

Tokyo Olympics : ফেন্সিংয়ে ভারতের প্রথম জয়, ইতিহাস গড়ে পরের রাউন্ডে ভবানী দেবী - Bhavani Devi wins first ever fencing in olympics

ভারতীয় ফেন্সিং এবং ভবানী দেবী অলিম্পিকসের মঞ্চে দুটোরই অভিষেক ছিল ৷

Tokyo Olympics 2020
Tokyo Olympics 2020
author img

By

Published : Jul 26, 2021, 6:26 AM IST

Updated : Jul 26, 2021, 7:02 AM IST

টোকিয়ো, 26 জুলাই : সোমবার সকালটা শুরু হয় জয়ের আনন্দ দিয়ে ৷ সঙ্গে তৈরি হল ইতিহাস ৷ ফেন্সিংয়ে (fencing) এই প্রথম অলিম্পিকসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন চেন্নাইয়ের সিএ ভবানী দেবী ৷ অভিষেকেই বাজিমাত করলেন ভবানী দেবী (C. A. Bhavani Devi) ৷ ব্যক্তিগত বিভাগে তিউনিসিয়ার প্রতিপক্ষ নাদিয়া বিন আজিজিকে হারিয়ে দিলেন 15-3 ব্যবধানে ৷ সোমবার ভোরে দেশবাসীর ঘুম ভাঙার আগেই ইতিহাসে ঢুকে পড়লেন ভবানী ৷

মহিলাদের সাব্রে ফেন্সিংয়ের প্রথম রাউন্ডে 27 বছরের ভবানী দেবীকে দেখে মনে হয়নি প্রথমবার অলিম্পিকসের মঞ্চে পা রেখেছেন তিনি ৷ তিউনিসিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে নেমেই ইতিহাসে ঢুকে পড়েছিলেন ভবানী দেবী ৷ তাঁর জয় সেই গৌরব কয়েকগুণ বাড়িয়ে দিল ৷ বাউট শুরু হতেই 8-0 পয়েন্টে লিড নেন ভারতীয় ফেন্সার ৷ ব়্যাঙ্কিংয়ে তাঁর নিচে থাকা তিউনিউসিয়ার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ৷ দুটো রাউন্ডেই দারুণ ছন্দে ছিলেন ৷ বাউট জেতেন 15-3 ব্যবধানে ৷ প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়তে সময় নেন 6 মিনিট 14 সেকেন্ড ৷

আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজিতে পদক জয়ের আভাস, কোয়ার্টার ফাইনালে অতনুরা

সাব্রে ফেন্সিংয়ে হাতের তরোয়ালের আগা দিয়ে প্রতিপক্ষের কোমরের উপর থেকে মাথার মধ্যে কোনও জায়গা ছুঁতে পারলে পয়েন্ট যোগ হয় ৷ পরের রাউন্ডে ভবানী দেবীর জন্য কড়া চ্যলেঞ্জ অপেক্ষা করছে ৷ বিশ্ব ক্রমতালিকার তিন নম্বরে থাকা ফেন্সার এবং চতুর্থ বাছাই ফ্রান্সের মেনন ব্রুনেটের মুখোমুখি হবেন তিনি ৷

টোকিয়ো, 26 জুলাই : সোমবার সকালটা শুরু হয় জয়ের আনন্দ দিয়ে ৷ সঙ্গে তৈরি হল ইতিহাস ৷ ফেন্সিংয়ে (fencing) এই প্রথম অলিম্পিকসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন চেন্নাইয়ের সিএ ভবানী দেবী ৷ অভিষেকেই বাজিমাত করলেন ভবানী দেবী (C. A. Bhavani Devi) ৷ ব্যক্তিগত বিভাগে তিউনিসিয়ার প্রতিপক্ষ নাদিয়া বিন আজিজিকে হারিয়ে দিলেন 15-3 ব্যবধানে ৷ সোমবার ভোরে দেশবাসীর ঘুম ভাঙার আগেই ইতিহাসে ঢুকে পড়লেন ভবানী ৷

মহিলাদের সাব্রে ফেন্সিংয়ের প্রথম রাউন্ডে 27 বছরের ভবানী দেবীকে দেখে মনে হয়নি প্রথমবার অলিম্পিকসের মঞ্চে পা রেখেছেন তিনি ৷ তিউনিসিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে নেমেই ইতিহাসে ঢুকে পড়েছিলেন ভবানী দেবী ৷ তাঁর জয় সেই গৌরব কয়েকগুণ বাড়িয়ে দিল ৷ বাউট শুরু হতেই 8-0 পয়েন্টে লিড নেন ভারতীয় ফেন্সার ৷ ব়্যাঙ্কিংয়ে তাঁর নিচে থাকা তিউনিউসিয়ার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ৷ দুটো রাউন্ডেই দারুণ ছন্দে ছিলেন ৷ বাউট জেতেন 15-3 ব্যবধানে ৷ প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়তে সময় নেন 6 মিনিট 14 সেকেন্ড ৷

আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজিতে পদক জয়ের আভাস, কোয়ার্টার ফাইনালে অতনুরা

সাব্রে ফেন্সিংয়ে হাতের তরোয়ালের আগা দিয়ে প্রতিপক্ষের কোমরের উপর থেকে মাথার মধ্যে কোনও জায়গা ছুঁতে পারলে পয়েন্ট যোগ হয় ৷ পরের রাউন্ডে ভবানী দেবীর জন্য কড়া চ্যলেঞ্জ অপেক্ষা করছে ৷ বিশ্ব ক্রমতালিকার তিন নম্বরে থাকা ফেন্সার এবং চতুর্থ বাছাই ফ্রান্সের মেনন ব্রুনেটের মুখোমুখি হবেন তিনি ৷

Last Updated : Jul 26, 2021, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.