টোকিয়ো, 25 জুলাই : চ্যাম্পিয়নের মতোই টোকিয়ো অলিম্পিকসে যাত্রা শুরু হল ভারতীয় বক্সার মেরি কমের ৷ ওমেনস ফ্লাইওয়েটের 51 কেজি বিভাগে দুরন্ত জয় পেলেন মেরি ৷ তাঁর প্রতিপক্ষ ছিল ডমিনিকান রিপাবলিকের মিগুইলিনা হার্নান্ডেজ ৷ প্রতিপক্ষকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে চলে গেলেন মেরি ৷
ছ‘বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 2012 সালের অলিম্পিকস পদক জয়ী মেরি ৷ বয়স ও অভিজ্ঞতায় প্রতিপক্ষ মিগুইলিনা হার্নান্ডেজের থেকে কয়েক গুণ এগিয়ে ছিলেন ৷ ফলে সহজ জয় পেতে সময় লাগেনি ৷ যদিও 15 বছরের ছোট প্রতিপক্ষ লড়াই দেওয়ার বেশ চেষ্টা করেছেন ৷ প্রথম রাউন্ডে লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি ৷ ওপেনিং রাউন্ডে মেরির পক্ষে ফলাফল ছিল 3-2 ৷ 38 বছরের মেরি দ্বিতীয় রাউন্ডটা বেশ সতর্ক হয়ে শুরু করেন ৷ অন্যদিকে ম্যাচের রং পাল্টাতে মরিয়া হয়ে নেমেছিলেন হার্নান্ডেজ ৷ কিন্তু রাউন্ডটি দুটো কার্ডে জিতে নেন মেরি ৷
তৃতীয় রাউন্ড থেকে আক্রমণাত্মক খেলা শুরু করেন মেরি ৷ অবশেষে 4-1 ব্যবধানে জয় নিয়ে রিং ছাড়েন ৷ কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য কলম্বিয়ার বক্সার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবেন তিনি ৷ 29 জুলাই ফের রিংয়ে নামবেন মেরি ৷
-
𝐌𝐀𝐆𝐍𝐈𝐅𝐈𝐂𝐄𝐍𝐓 𝐌𝐀𝐑𝐘 🔥
— Boxing Federation (@BFI_official) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
2012 London #Olympics 🥉 medalist @MangteC starts off her @tokyo2020 campaign on a fiery note as she defeats 🇩🇴's M Hernandez 4-1 in 51 kg 🥊#RingKeBaazigar#boxing#Tokyo2020#Cheer4India#TeamIndia pic.twitter.com/dOiBHiOgYu
">𝐌𝐀𝐆𝐍𝐈𝐅𝐈𝐂𝐄𝐍𝐓 𝐌𝐀𝐑𝐘 🔥
— Boxing Federation (@BFI_official) July 25, 2021
2012 London #Olympics 🥉 medalist @MangteC starts off her @tokyo2020 campaign on a fiery note as she defeats 🇩🇴's M Hernandez 4-1 in 51 kg 🥊#RingKeBaazigar#boxing#Tokyo2020#Cheer4India#TeamIndia pic.twitter.com/dOiBHiOgYu𝐌𝐀𝐆𝐍𝐈𝐅𝐈𝐂𝐄𝐍𝐓 𝐌𝐀𝐑𝐘 🔥
— Boxing Federation (@BFI_official) July 25, 2021
2012 London #Olympics 🥉 medalist @MangteC starts off her @tokyo2020 campaign on a fiery note as she defeats 🇩🇴's M Hernandez 4-1 in 51 kg 🥊#RingKeBaazigar#boxing#Tokyo2020#Cheer4India#TeamIndia pic.twitter.com/dOiBHiOgYu
আরও পড়ুন : Tokyo Olympics : টেবিল টেনিসে সুখবর, তৃতীয় রাউন্ডে উঠলেন মণিকা বাত্রা
গতকালই ছিটকে গিয়েছেন ভারতীয় বক্সার বিকাশ কৃষাণ ৷ পুরুষদের বিভাগে হতাশার পর আজ মহিলাদের বক্সিংয়ে হাসি ফোটালেন মেরি ৷ চার সন্তানের জননী দেশের সেরা বক্সার মেরির এটাই হয়ত শেষ অলিম্পিকস ৷ তার মতো বক্সার অলিম্পিকস পদক জিতে কেরিয়ারের ইতি টানুন এটাই চাইছে দেশবাসী ৷ মেরির নিজের ইচ্ছেও তাই ৷