ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : প্যারাঅলিম্পিয়ানদের হয়ে সমর্থন চাইলেন সচিন তেন্ডুলকর

প্যারাঅলিম্পিয়ানদের সমর্থনে বার্তা দিলেন সচিন তেন্ডুলকর ৷ 24 অগস্ট থেকে টোকিয়োতে শুরু হচ্ছে প্যারাঅলিম্পিকস ৷ যেখানে ভারতের হয়ে 54 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন ৷

author img

By

Published : Aug 23, 2021, 3:33 PM IST

Sachin Tendulkar seeks support for Indian Para Athletes in Tokyo Paralympic
প্যারা অলিম্পিয়ানদের হয়ে সমর্থন চাইলেন সচিন তেন্ডুলকর

মুম্বই, 23 অগস্ট : টোকিয়ো প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলিটদের মন খুলে সমর্থন করার আবেদন জানালেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ সেই সঙ্গে ভারতীয় প্যারাঅলিম্পিয়ানদের ‘আসল জীবনের নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন তিনি ৷ মঙ্গলবার 24 অগস্ট থেকে টোকিয়োতে প্যারাঅলিম্পিকস শুরু হবে ৷ সোমবার একটি বিবৃতি দিয়ে সচিন জানান, ‘‘এটা প্যারালিম্পিকসের সময় এবং আমি সকল ভারতীয়র কাছে আবেদন করব, আমাদের 54 জন প্যারাঅলিম্পিয়ানদের সঙ্গে থাকুন ৷’’

তিনি আরও জানান, ‘‘আমি সবসময় বিশ্বাস করি এই সকল মহিলা এবং পুরুষ বিশেষ ক্ষমতাসম্পন্ন অ্যাথলিট নন ৷ তার বদলে তাঁরা অসাধারণ ক্ষমতাসম্পন্ন মহিলা এবং পুরুষ ৷ যাঁরা আমাদের সকলের কাছে আসল জীবনের নায়ক ৷’’ তিনি মনে করেন, প্যারাঅ্যাথলিটদের সফর সাধারণ মানুষের চোখ খুলে দিতে পারে ৷ কারণ তাঁরা দেখিয়ে দিয়েছেন, আবেগ ও একাগ্রতা থাকলে সব করা যায় ৷

সচিন বলেন, ‘‘তাঁদের পথচলা সাধারণের চোখ খুলে দিতে পারে, কারণ তাঁরা দেখিয়ে দিয়েছেন আবেগ, একাগ্রতা এবং অঙ্গীকার করে নিলে সব করা সম্ভব ৷’’ তিনি প্যারাঅলিম্পিয়ানদের সমর্থনে এও জানিয়েছেন, সবার উচিত সব ধরনের খেলাকে উপভোগ করা ৷ কারণ যাঁরা প্যারাঅলিম্পিকসে অংশ নিচ্ছেন, তাঁরা সবাই ফলাফলের দিকে তাকিয়ে নেই ৷ সচিন বলেন, ‘‘আমি মনে করি, আমরা যেভাবে আমাদের অলিম্পিক অ্যাথলিট এবং ক্রিকেটারদের সাফল্যকে উপভোগ করি ৷ একইভাবে সবাই যদি প্যারাঅ্যাথলিটদের খেলাকেও উপভোগ এবং সমর্থন করি তাহলে আমরা একটা ভাল সমাজ গড়ে তুলতে পারব ৷’’

আরও পড়ুন : India at Paralympics : প্যারাঅলিম্পিকসে ভারতের পদক জয়ীরা

তিনি এও জানিয়েছেন যে, সকল অ্যাথলিট যে মেডেল জিতবেন তা কখনই হতে পারে না ৷ আর শুধুমাত্র মেডেল জয়ীদের সাফল্যকেই উপভোগ করব, তাও নয় ৷ সচিনের মতে, প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া 54 জনের সকলেই পদক জিতবেন, এমনটা সম্ভব নয় ৷ তাই সবাইকে সমর্থন করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব বলে মনে করেন সচিন ৷

মুম্বই, 23 অগস্ট : টোকিয়ো প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলিটদের মন খুলে সমর্থন করার আবেদন জানালেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ সেই সঙ্গে ভারতীয় প্যারাঅলিম্পিয়ানদের ‘আসল জীবনের নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন তিনি ৷ মঙ্গলবার 24 অগস্ট থেকে টোকিয়োতে প্যারাঅলিম্পিকস শুরু হবে ৷ সোমবার একটি বিবৃতি দিয়ে সচিন জানান, ‘‘এটা প্যারালিম্পিকসের সময় এবং আমি সকল ভারতীয়র কাছে আবেদন করব, আমাদের 54 জন প্যারাঅলিম্পিয়ানদের সঙ্গে থাকুন ৷’’

তিনি আরও জানান, ‘‘আমি সবসময় বিশ্বাস করি এই সকল মহিলা এবং পুরুষ বিশেষ ক্ষমতাসম্পন্ন অ্যাথলিট নন ৷ তার বদলে তাঁরা অসাধারণ ক্ষমতাসম্পন্ন মহিলা এবং পুরুষ ৷ যাঁরা আমাদের সকলের কাছে আসল জীবনের নায়ক ৷’’ তিনি মনে করেন, প্যারাঅ্যাথলিটদের সফর সাধারণ মানুষের চোখ খুলে দিতে পারে ৷ কারণ তাঁরা দেখিয়ে দিয়েছেন, আবেগ ও একাগ্রতা থাকলে সব করা যায় ৷

সচিন বলেন, ‘‘তাঁদের পথচলা সাধারণের চোখ খুলে দিতে পারে, কারণ তাঁরা দেখিয়ে দিয়েছেন আবেগ, একাগ্রতা এবং অঙ্গীকার করে নিলে সব করা সম্ভব ৷’’ তিনি প্যারাঅলিম্পিয়ানদের সমর্থনে এও জানিয়েছেন, সবার উচিত সব ধরনের খেলাকে উপভোগ করা ৷ কারণ যাঁরা প্যারাঅলিম্পিকসে অংশ নিচ্ছেন, তাঁরা সবাই ফলাফলের দিকে তাকিয়ে নেই ৷ সচিন বলেন, ‘‘আমি মনে করি, আমরা যেভাবে আমাদের অলিম্পিক অ্যাথলিট এবং ক্রিকেটারদের সাফল্যকে উপভোগ করি ৷ একইভাবে সবাই যদি প্যারাঅ্যাথলিটদের খেলাকেও উপভোগ এবং সমর্থন করি তাহলে আমরা একটা ভাল সমাজ গড়ে তুলতে পারব ৷’’

আরও পড়ুন : India at Paralympics : প্যারাঅলিম্পিকসে ভারতের পদক জয়ীরা

তিনি এও জানিয়েছেন যে, সকল অ্যাথলিট যে মেডেল জিতবেন তা কখনই হতে পারে না ৷ আর শুধুমাত্র মেডেল জয়ীদের সাফল্যকেই উপভোগ করব, তাও নয় ৷ সচিনের মতে, প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া 54 জনের সকলেই পদক জিতবেন, এমনটা সম্ভব নয় ৷ তাই সবাইকে সমর্থন করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব বলে মনে করেন সচিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.