টোকিয়ো, 4 অগস্ট : টোকিয়ো আলিম্পিকসে দিনের শুরুতেই ভাল খবর ভারতের ৷ জ্যাভলিন থ্রো-র ফাইনালে যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া ৷ নিজের প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জন করলেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার ৷
যোগ্যতা অর্জনের জন্য 83.50 মিটার থ্রো করতে হত, অথবা দুটি গ্রুপ মিলিয়ে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ গ্রুপ এ -র প্রতিযোগিতায় নিজের প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় দূরত্ব অতিক্রম করে নেন নীরজ ৷ ভারতীয় অ্যথলিট নীরজ প্রথম থ্রো করেন 86.65 মিটার ৷
আরও পড়ুন : India vs England : করোনা থেকে চোট, একাধিক চ্যালেঞ্জ সামলে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ব্লু টাইগাররা
ভারতের আরও এক জ্যাভলার থ্রোয়ার আজ মাঠে নামবেন ৷ ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বি তে আজ মাঠে নামবেন শিবপাল সিং ৷ অন্যদিকে আজ বক্সিংয়ের সেমিফাইনালের রিং-এ নামবেন ভারতীয় বক্সার লভলিনা বর্গোহায়িন ৷ আগেই পদক জয় নিশ্চিত করেছেন তিনি ৷ এবার সোনা জয়ের দৌড়ে নামবেন তিনি ৷