ETV Bharat / sports

Tokyo Olympic : দুই বারের কোরিয়ান সোনা জয়ীকে হারিয়ে প্রি-কোয়ার্টারে অতনু - প্রি-কোয়ার্টারে অতনু

মোট পাঁচ সেটের লড়াইয়ে কোরিয়ান-এর প্রতিকক্ষকে হারালেন বাঙালি এই তিরন্দাজ ৷ পঞ্চম রাউন্ড পর্যন্ত দু’জনের পয়েন্ট সমান ছিল ৷ শেষে ট্রাইব্রেকারে বাজিমাত করেন অতনু ৷ পাঁচ সেটে অতনু মোট স্কোর করেন 136 ৷ অন্যদিকে তাঁর কোরিয়ান প্রতিপক্ষ পাঁচ রাউন্ডে মোট স্কোর করেন 130 ৷

অতনু দাস
অতনু দাস
author img

By

Published : Jul 29, 2021, 8:53 AM IST

Updated : Jul 29, 2021, 9:05 AM IST

টোকিয়ো, 29 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে বাঙালি তিরন্দাজ অতনু দাস ৷ রাউন্ড অফ 16-এ জয় পেলেন ভারতীয় তিরন্দাজ ৷ হারালেন দুই বারের সোনা জয়ী ওহ জিনহেকে ৷ খেলার ফলাফল 6-5 ৷

মোট পাঁচ সেটের লড়াইয়ে কোরিয়ান-এর প্রতিকক্ষকে হারালেন বাঙালি এই তিরন্দাজ ৷ পঞ্চম রাউন্ড পর্যন্ত দু’জনের পয়েন্ট সমান ছিল ৷ শেষে ট্রাইব্রেকারে বাজিমাত করেন অতনু ৷ পাঁচ সেটে অতনু মোট স্কোর করেন 136 ৷ অন্যদিকে তাঁর কোরিয়ান প্রতিপক্ষ পাঁচ রাউন্ডে মোট স্কোর করেন 130 ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের শেষ আটে সিন্ধু

গতকাল টোকিয়ো অলিম্পিকস থেকে বিদায় নেন ভারতের দুই তিরন্দাজ তরুণদীপ রাই ও প্রবীণ যাদব ৷ দুজনেই শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে যান ৷ তবে মহিলা তিরন্দাজ দীপিকা কুমারী পৌঁছেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে ৷ তাই তাঁর কাছে পদকের প্রত্যাশা সর্বাধিক ৷

টোকিয়ো, 29 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে বাঙালি তিরন্দাজ অতনু দাস ৷ রাউন্ড অফ 16-এ জয় পেলেন ভারতীয় তিরন্দাজ ৷ হারালেন দুই বারের সোনা জয়ী ওহ জিনহেকে ৷ খেলার ফলাফল 6-5 ৷

মোট পাঁচ সেটের লড়াইয়ে কোরিয়ান-এর প্রতিকক্ষকে হারালেন বাঙালি এই তিরন্দাজ ৷ পঞ্চম রাউন্ড পর্যন্ত দু’জনের পয়েন্ট সমান ছিল ৷ শেষে ট্রাইব্রেকারে বাজিমাত করেন অতনু ৷ পাঁচ সেটে অতনু মোট স্কোর করেন 136 ৷ অন্যদিকে তাঁর কোরিয়ান প্রতিপক্ষ পাঁচ রাউন্ডে মোট স্কোর করেন 130 ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের শেষ আটে সিন্ধু

গতকাল টোকিয়ো অলিম্পিকস থেকে বিদায় নেন ভারতের দুই তিরন্দাজ তরুণদীপ রাই ও প্রবীণ যাদব ৷ দুজনেই শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে যান ৷ তবে মহিলা তিরন্দাজ দীপিকা কুমারী পৌঁছেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে ৷ তাই তাঁর কাছে পদকের প্রত্যাশা সর্বাধিক ৷

Last Updated : Jul 29, 2021, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.