ETV Bharat / sports

Mary Kom : অবসরের ভাবনা নেই, 40-এও খেলতে চাই ; হারলেও মেরি জোশ হাই - মেরি কমের নতুন স্বপ্ন

টোকিয়ো অলিম্পিকস থেকে খালি হাতে ফিরতে হয়েছে মেরি কমকে ৷ কিন্তু হার দমাতে পারেনি তাঁকে ৷ এখনও খেলে যেতে চান 38-এর মেরি ৷

mc mary kom
mc mary kom
author img

By

Published : Aug 1, 2021, 4:07 PM IST

টোকিয়ো, 1 অগস্ট : হেরে গিয়েছেন ঠিকই ৷ কিন্তু উৎসাহ হারাননি একটুও ৷ টোকিয়ো অলিম্পিকস থেকে পদক আনতে পারেননি দেশের তারকা বক্সার মেরি কম ৷ খারাপ লেগেছে ৷ চোখের জলে ভেসেছেন ৷ কিন্তু এখানেই শেষ নয় ৷ দেশে ফিরে তা স্পষ্ট করে দিয়েছেন ৷ ফের বক্সিং রিংয়ে নামার স্বপ্ন বুনছেন মেরি ৷ দেশে ফিরেই বলে দিলেন, "আমার এখনও খেলার মতো বয়স আছে ৷ আমি চল্লিশেও খেলতে পারি ৷"

মণিপুরের এই বক্সারের বয়স এখন 38 ৷ আর দু'বছর পর হবে চল্লিশ ৷ একজন খেলোয়াড়ের কাছে কেরিয়ারের অন্তিম সময় ৷ কারণ বয়স বাড়ার সঙ্গে ফিটনেসে ঘাটতি দেখা দেয় ৷ পারফরম্যান্সে আগের মতো ধার দেখা যায় না ৷ মেরি কমের ক্ষেত্রে অবশ্য তা খাটে না ৷ পঁয়ত্রিশের পরও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ৷ আটত্রিশ বছর বয়সে অলিম্পিকসে প্রতিনিধিত্ব করেছেন ৷ সর্বোপরী নিজের উপর বিশ্বাস রয়েছে মেরির ৷ সকলেই ভেবেছিলেন টোকিয়ো অলিম্পিকসের পর কেরিয়ারের ইতি টানবেন ৷ কিন্তু এখনই মাথায় অবসরের ভাবনা আনতে চান না ৷ চার সন্তানের জননী, ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিকস পদক ও এশিয়ান গেমসে সোনা জয়ী বক্সারের আরও দুটো বছর খেলে যেতে চান ৷ চল্লিশেও বক্সিং রিংয়ে বিপক্ষকে মাত দেওয়ার ক্ষমতা রয়েছে বলে মনে করেন তিনি ৷

অলিম্পিকসে মেরির প্রি কোয়ার্টারের বাউট নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে ৷ নিজের পারফরম্যান্স নিয়ে মেরি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে ম্যাচ শেষে রেফারি কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার হাত তুলে ধরলেও মেরি বুঝতে পারেননি তিনি হেরে গিয়েছেন ৷ মুখে হাসি নিয়ে দর্শকদের উদ্দেশে হাতজোড় করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ পরে বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন ৷ দেশে ফিরেই মেরি অভিযোগ, তাঁর সঙ্গে চিটিং করা হয়েছে ৷ বিচারকদের মত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷ মেরির কথায়, "আমি প্রথম দুটো রাউন্ড (শেষ ষোলো) জিতে গিয়েছিলাম ৷ তারপরও কি করে হেরে যেতে পারি ? অতীতে এই প্রতিপক্ষকে দু'বার হারিয়েছি ৷ তাই রেফারি ওর হাত তুললেও বুঝতে পারিনি ৷ আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷"

শুনুন মেরি কমের বক্তব্য

আরও পড়ুন : Satish Kumar : কপালে-চিবুকে চোট, সতীশের লড়াইয়ে ভারতীয় সেনার মনোবলের পরিচয় পেল বিশ্ব

এরই সঙ্গে রিং পোশাক নিয়েও প্রশ্ন তুলেছেন মেরি ৷ তাঁর অভিযোগ, বাউট শুরুর একদম শেষ মুহূর্তে তাঁকে পোশাক বদলাতে বলা হয় ৷ টুইটারে তাঁর প্রশ্ন, "কেউ কি বলতে পারবেন বক্সিং রিংয়ের আসল পোশাক কোনটা ?" অলিম্পিকসের নিয়ম অনুযায়ী জার্সির পিছনে শুধু প্রতিযোগীর নাম লেখা থাকবে ৷ তবে মেরির জার্সির পিছনে 'মেরি কম' লেখা ছিল ৷ ফলে বাউট শুরু হওয়ার মিনিটখানেক আগে মেরিকে পোশাক বদলানোর নির্দেশ দেওয়া হয় ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেরি ৷

টোকিয়ো, 1 অগস্ট : হেরে গিয়েছেন ঠিকই ৷ কিন্তু উৎসাহ হারাননি একটুও ৷ টোকিয়ো অলিম্পিকস থেকে পদক আনতে পারেননি দেশের তারকা বক্সার মেরি কম ৷ খারাপ লেগেছে ৷ চোখের জলে ভেসেছেন ৷ কিন্তু এখানেই শেষ নয় ৷ দেশে ফিরে তা স্পষ্ট করে দিয়েছেন ৷ ফের বক্সিং রিংয়ে নামার স্বপ্ন বুনছেন মেরি ৷ দেশে ফিরেই বলে দিলেন, "আমার এখনও খেলার মতো বয়স আছে ৷ আমি চল্লিশেও খেলতে পারি ৷"

মণিপুরের এই বক্সারের বয়স এখন 38 ৷ আর দু'বছর পর হবে চল্লিশ ৷ একজন খেলোয়াড়ের কাছে কেরিয়ারের অন্তিম সময় ৷ কারণ বয়স বাড়ার সঙ্গে ফিটনেসে ঘাটতি দেখা দেয় ৷ পারফরম্যান্সে আগের মতো ধার দেখা যায় না ৷ মেরি কমের ক্ষেত্রে অবশ্য তা খাটে না ৷ পঁয়ত্রিশের পরও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ৷ আটত্রিশ বছর বয়সে অলিম্পিকসে প্রতিনিধিত্ব করেছেন ৷ সর্বোপরী নিজের উপর বিশ্বাস রয়েছে মেরির ৷ সকলেই ভেবেছিলেন টোকিয়ো অলিম্পিকসের পর কেরিয়ারের ইতি টানবেন ৷ কিন্তু এখনই মাথায় অবসরের ভাবনা আনতে চান না ৷ চার সন্তানের জননী, ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিকস পদক ও এশিয়ান গেমসে সোনা জয়ী বক্সারের আরও দুটো বছর খেলে যেতে চান ৷ চল্লিশেও বক্সিং রিংয়ে বিপক্ষকে মাত দেওয়ার ক্ষমতা রয়েছে বলে মনে করেন তিনি ৷

অলিম্পিকসে মেরির প্রি কোয়ার্টারের বাউট নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে ৷ নিজের পারফরম্যান্স নিয়ে মেরি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে ম্যাচ শেষে রেফারি কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার হাত তুলে ধরলেও মেরি বুঝতে পারেননি তিনি হেরে গিয়েছেন ৷ মুখে হাসি নিয়ে দর্শকদের উদ্দেশে হাতজোড় করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ পরে বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন ৷ দেশে ফিরেই মেরি অভিযোগ, তাঁর সঙ্গে চিটিং করা হয়েছে ৷ বিচারকদের মত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷ মেরির কথায়, "আমি প্রথম দুটো রাউন্ড (শেষ ষোলো) জিতে গিয়েছিলাম ৷ তারপরও কি করে হেরে যেতে পারি ? অতীতে এই প্রতিপক্ষকে দু'বার হারিয়েছি ৷ তাই রেফারি ওর হাত তুললেও বুঝতে পারিনি ৷ আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷"

শুনুন মেরি কমের বক্তব্য

আরও পড়ুন : Satish Kumar : কপালে-চিবুকে চোট, সতীশের লড়াইয়ে ভারতীয় সেনার মনোবলের পরিচয় পেল বিশ্ব

এরই সঙ্গে রিং পোশাক নিয়েও প্রশ্ন তুলেছেন মেরি ৷ তাঁর অভিযোগ, বাউট শুরুর একদম শেষ মুহূর্তে তাঁকে পোশাক বদলাতে বলা হয় ৷ টুইটারে তাঁর প্রশ্ন, "কেউ কি বলতে পারবেন বক্সিং রিংয়ের আসল পোশাক কোনটা ?" অলিম্পিকসের নিয়ম অনুযায়ী জার্সির পিছনে শুধু প্রতিযোগীর নাম লেখা থাকবে ৷ তবে মেরির জার্সির পিছনে 'মেরি কম' লেখা ছিল ৷ ফলে বাউট শুরু হওয়ার মিনিটখানেক আগে মেরিকে পোশাক বদলানোর নির্দেশ দেওয়া হয় ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেরি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.