কলকাতা, 26 জুলাই : আশা জাগিয়েও অলিম্পিকস আসরে চিরাচরিত ব্যর্থতার করুন ছবি । তিরন্দাজিতে পদক জয়ের প্রত্যাশা ধাক্কা খাওয়ায় হতাশ অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় । নিজেও গ্রেটেস্ট শো অন দ্য আর্থে অংশ নিয়েছেন একসময় । কিন্তু, কেন অলিম্পিকস আশার তরী ডুবে যায় তার সঠিক ব্যাখ্যা নেই দোলা বন্দ্যোপাধ্যাের কাছেও । এ বছর আশা করেছিলেন দীপিকা কুমারি, অতনু দাসরা ব্যর্থতার কাহানিতে ইতি টানবেন । কিন্তু, মিক্সড ডাবলসের পরে ছেলেদের দলগত ইভেন্টে ব্যর্থতায় বড়সড় ধাক্কা খেয়েছেন তিনি ।
দোলা বন্দ্যোপাধ্যায়ের মতে, মিক্সড ডাবলসে দীপিকা কুমারির নেতৃত্ব দেওয়া উচিত ছিল । বিশ্বের এক নম্বর তিরন্দাজ, সদ্য বিশ্বমঞ্চে সোনা জিতে অলিম্পিকস প্রতিযোগিতায় নেমেছিলেন । দীপিকা কুমারি অতনু দাসের বদলে প্রবীণের সঙ্গে জুটি বেঁধেছিলেন । কিন্তু, জুটি বদলেও পারফরম্যান্স কেন ধাক্কা খাবে ? তারও কোনও ব্যাখ্যা নেই দোলার কাছে । নিয়ম অনুসারে যাঁরা বেশি স্কোর করবেন, তাঁরাই জুটি বাঁধবেন । অতনুর তুলনায় প্রবীণ বেশি স্কোর করেছিলেন অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্বে ৷
কিন্তু, জুটি বদল করেও ব্যর্থ হতে হল দীপিকা কুমারিকে ৷ দোলা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এই ধরনের পরিস্থিতির জন্য দলকে তৈরি থাকতে হয় ৷ তাঁদের সময়েও তাঁরা সেভাবেই তৈরি থাকতেন । দোলা জানান, ‘‘ছেলেদের দল অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেছে । মেয়েদের মধ্যে কেবল দীপিকা গিয়েছে । যদি দল যেত তাহলে তো ওই দলের সেরা স্কোরার মিক্সড ডাবলসে অংশ নিত । আমাদের সময় তো এই সম্ভাবনার কথা চিন্তা করে প্রস্তুতি হত । এখানে দীপিকার আরও বেশি সাহসী হয়ে শুটিং করা দরকার ছিল । তিন নম্বর অলিম্পিকে অংশ নিচ্ছে । প্রবীণ সেখানে প্রথমবার অংশ নিচ্ছে । এক্ষেত্রে দীপিকার নেতৃত্ব দেওয়া উচিত ছিল ৷’’
আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজিতে অতনুদের হার, অলিম্পিকস থেকে বিদায় তিন বাঙালির
ভারতীয় তিরন্দাজদের ব্যর্থতায় হতাশ হলেও আশা ছাড়ছেন না দোলা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায় ‘‘ছেলেদের দল ব্যর্থ হল সেই কোরিয়ার কাছে ৷ প্রতিপক্ষ সুযোগ দিচ্ছে না তা নয় । আমরা কাজে লাগাতে পারছি না । এখনও ছেলে-মেয়েদের ব্যক্তিগত ইভেন্ট বাকি রয়েছে । সমস্যা হল ক্রমতালিকায় নিচের দিকে আমরা রয়েছি ৷ তাই কোরিয়ার চ্যালেঞ্জ প্রথমেই সামলাতে হচ্ছে । যাই হোক আশা তো করতেই হবে । দেখা যাক কি হয় ৷’’