টোকিয়ো, 1 অগস্ট : পারলেন না বক্সার সতীশ কুমার ৷ বক্সিংয়ে 91 কেজি বিভাগে হারলেন উজবেকিস্তানের বক্সার বাখোদির জালোলভের কাছে ৷
আজ সতীশ মাঠে নেমেছিলেন কপাল ও চিবুকে একাধিক স্টিচ নিয়ে ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে এই চোটগুলি পেয়েছিলেন তিনি ৷ স্কোর লাইন অনুযায়ী সতীশ 5-0-তে ম্যাচটি হেরেছেন ঠিকই, তবে তাঁর সাহসিকতা আপামর ভারতীয় মন জয় করে নিয়েছে ৷
প্রি-কোয়ার্টার ফাইনালে পাওয়া চোটের জন্য এই রাউন্ডে একসময় সতীশের মাঠে নামা নিয়েই সংশয় ছিল ৷ তবে চিকিৎসকরের থেকে খেলার অনুমতি পাওয়ার পরই রিংয়ে নামেন তিনি ৷ তবে গোটা ম্যাচ জুড়েই দাপট দেখান জালোলভ ৷
তৃতীয় রাউন্ডে খেলার সময় সতীশের কপালে স্টিচ ছিঁড়ে যায় ৷ কিন্তু তা সত্ত্বেও লড়াই ছাড়েননি ভারতীয় সেনা বাহিনীর এই জওয়ান ৷ ফুটবলার থেকে বক্সার হওয়া জালোলভ নিজের প্রথম অলিম্পিক পদক নিশ্চিত করেন ৷ এহেন জালোলভের মুখেও প্রতিপক্ষের প্রশংসা ৷
আরও পড়ুন : Tokyo Olympics : ব্যর্থ বক্সার পূজা রানিও, একপেশে লড়াইয়ে ছিটকে গেলেন
যদিও আগেই ইতিহাস তৈরি করেছিলেন সতীশ কুমার ৷ প্রথম ভারতীয় সুপার হেভিওয়েট বক্সার হিসেবে অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেন ৷