ETV Bharat / sports

Tokyo Olympics :মহিলা টেনিসের সিঙ্গেলসে সোনা জিতে ইতিহাসের পাতায় বেলিন্ডা বেনসিস - রজার ফেডেরার

টুর্নামেন্টের 12 তম বাছাইবেলিন্ডা বেনসিস চেক প্রজাতন্ত্রের মারকেতা ভনদ্রুসোভকে 7-5, 2-6 ও 6-3 ব্যাবধানে হারিয়ে মহিলা দের সিঙ্গেলসে দেশের হয়ে সোনা জিতলেন ৷ যা তাঁর কেরিয়ারে প্রথম বড় খেতাব ৷ তবে এখানেই শেষ নয় ৷ রবিবার মহিলাদের ডবলসে সোনার লক্ষ্যে নামছেন তিনি ৷

বেলিন্ডা বেনসিস
বেলিন্ডা বেনসিস
author img

By

Published : Aug 1, 2021, 7:29 AM IST

টোকিয়ো, 1 অগস্ট : একজন সুইস টেনিস খেলোয়াড় অলিম্পিকসের মঞ্চে সোনা জিতলেন ৷ বিশ্বাস করুন, ইনি রজার ফেডেরার নন, মার্টিনা হিঙ্গিসও নন ৷ এমনকি স্ট্যান ওয়ারিঙ্কাও নন ৷ শনিবার জাপানের রাজধানীতে বেলিন্ডা বেনসিস এমন একটি সাফল্য অর্জন করেছেন, যা তাঁর পূর্বসূরিরাও পারেননি ৷

টুর্নামেন্টের 12 তম বাছাই বেলিন্ডা চেক প্রজাতন্ত্রের মারকেতা ভনদ্রুসোভকে 7-5, 2-6 ও 6-3 ব্যাবধানে হারিয়ে মহিলাদের সিঙ্গেলসে দেশের হয়ে সোনা জিতলেন ৷ যা তাঁর কেরিয়ারে প্রথম বড় খেতাব ৷ তবে এখানেই শেষ নয় ৷ রবিবার মহিলাদের ডবলসে সোনার লক্ষ্যে নামছেন তিনি ৷

সোনা জেতার পর বেলিন্ডা বলেন, ‘‘ দুটি পদক জেতা অবিশ্বাস্য ৷ একটি স্বর্ণ পদক, দ্বিতীয়টি এখনও নিশ্চিত হয়নি ৷ আমি শেষ শক্তি দিয়েও চেষ্টা করব ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়োয় 'চক দে', হকিতে প্রথমবার কোয়ার্টার ফাইনালে রানি রামপালরা

রজার ফেডেরার ও স্ট্যান ওয়ারিঙ্কা 2008 সালে পুরুষদের ডবলসে সোনা জেতেন ৷ তারপর 2012 সালে পুরুষদের সিঙ্গেলসে অ্যান্ডি মারের কাছে ফাইনালে হেরে যান ফেডেরার ৷ বেলিন্ডার আইডল মার্টিনা হিঙ্গিস ৷ এহেন হিঙ্গিসও অলিম্পিকসে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেননি ৷ তবে ডবলসে 2016 রিও অলিম্পিকসে রুপো জেতেন তিনি ৷

টোকিয়ো, 1 অগস্ট : একজন সুইস টেনিস খেলোয়াড় অলিম্পিকসের মঞ্চে সোনা জিতলেন ৷ বিশ্বাস করুন, ইনি রজার ফেডেরার নন, মার্টিনা হিঙ্গিসও নন ৷ এমনকি স্ট্যান ওয়ারিঙ্কাও নন ৷ শনিবার জাপানের রাজধানীতে বেলিন্ডা বেনসিস এমন একটি সাফল্য অর্জন করেছেন, যা তাঁর পূর্বসূরিরাও পারেননি ৷

টুর্নামেন্টের 12 তম বাছাই বেলিন্ডা চেক প্রজাতন্ত্রের মারকেতা ভনদ্রুসোভকে 7-5, 2-6 ও 6-3 ব্যাবধানে হারিয়ে মহিলাদের সিঙ্গেলসে দেশের হয়ে সোনা জিতলেন ৷ যা তাঁর কেরিয়ারে প্রথম বড় খেতাব ৷ তবে এখানেই শেষ নয় ৷ রবিবার মহিলাদের ডবলসে সোনার লক্ষ্যে নামছেন তিনি ৷

সোনা জেতার পর বেলিন্ডা বলেন, ‘‘ দুটি পদক জেতা অবিশ্বাস্য ৷ একটি স্বর্ণ পদক, দ্বিতীয়টি এখনও নিশ্চিত হয়নি ৷ আমি শেষ শক্তি দিয়েও চেষ্টা করব ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়োয় 'চক দে', হকিতে প্রথমবার কোয়ার্টার ফাইনালে রানি রামপালরা

রজার ফেডেরার ও স্ট্যান ওয়ারিঙ্কা 2008 সালে পুরুষদের ডবলসে সোনা জেতেন ৷ তারপর 2012 সালে পুরুষদের সিঙ্গেলসে অ্যান্ডি মারের কাছে ফাইনালে হেরে যান ফেডেরার ৷ বেলিন্ডার আইডল মার্টিনা হিঙ্গিস ৷ এহেন হিঙ্গিসও অলিম্পিকসে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেননি ৷ তবে ডবলসে 2016 রিও অলিম্পিকসে রুপো জেতেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.