ETV Bharat / sports

Tokyo Paralympics : প্যারা অলিম্পিকসে অংশ নিতে রওনা 54 অ্যাথলিটের, উৎসাহ বাড়ালেন ক্রীড়ামন্ত্রী

প্যারা অলিম্পিকসে অংশ নিতে টোকিয়ো উড়ে গেলেন ভারতীয় অ্যাথলিটরা ৷ তার আগে ভারতীয় অ্যাথলিটদের উষ্ণ বিদায় জানাল ভারতীয় ক্রীড়া মন্ত্রক ৷ প্রতিযোগীদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তাও পাঠিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

author img

By

Published : Aug 12, 2021, 10:03 PM IST

54-member-indian-team-for-tokyo-paralympics-accorded-warm-send-off-by-sports-minister-anurag-thakur
Tokyo Paralympics : প্যারা অলিম্পিয়ানদের উষ্ণ বিদায় জানাল ভারত সরকার

নয়াদিল্লি, 12 অগস্ট : বৃহস্পতিবার টোকিয়ো প্যারা অলিম্পিকস (Tokyo Paralympics)-র জন্য 54 জন অ্যাথলিটকে উষ্ণ বিদায় জানালেন ভারতের ক্রীড়ামন্ত্রী (Sports Minister) অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এবং জাতীয় গভর্নিং বডির সদস্যরা ৷ এই আশায় যে প্যারা অলিম্পিকসেও সেরা পারফরমেন্স করেই ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা ৷ এবার ভারতের প্যারা অলিম্পিয়ানদের মধ্যে রয়েছেন এফ-46 জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ যিনি তাঁর তৃতীয় প্যারা অলিম্পিকস সোনা জেতার অপেক্ষায় রয়েছেন ৷ এর আগে 2004 সাল এবং 2016 সালে প্যারা অলিম্পিকসে এফ-46 জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া ৷

দেবেন্দ্র ঝাঝারিয়া ছাড়াও রয়েছেন এফ-64 জ্যাভলিন বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার সন্দীপ চৌধুরি ৷ টি-63 হাই জাম্প বিভাগে মারিয়াপ্পান থাঙ্গাভেলুর মতো অ্যাথলিটরাও পদকের দাবিদার টোকিয়ো প্যারা অলিম্পিকসে ৷ প্রসঙ্গত, ভারত এবার মোট 9টি প্রতিযোগিতায় অংশ নেবে ৷ 24 অগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকের দায়িত্ব পালন করবেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ গত প্য়ারা অলিম্পিকসে রিও-তে সোনা জেতায় তিনি এই সুযোগ পাচ্ছেন ৷ টোকিয়ো প্যারা অলিম্পিকস 5 সেপ্টেম্বর শেষ হবে ৷ টোকিয়োতে প্যারা অলিম্পিয়ানরা ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ৷ কারণ হিসেবে জানা গিয়েছে, সে দেশে অ্যাথলিটদের বায়ো-বাবলে কঠোর নিয়মের মধ্যে থাকতে হবে ৷

আরও পড়ুন : National Sports Awards : জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান পিছিয়ে দিল ক্রীড়া মন্ত্রক

এ দিন প্যারা অলিম্পিয়ানদের ভার্চুয়ালি বিদায় জানান ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ সেখানে একটি ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, ‘‘আমাদের প্যারা অ্যাথলিটদের উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাস 130 কোটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে ৷ তাঁদের মনোবলের সামনে বড় বড় সমস্যাও বয়ে চলে যাবে ৷ আর এর প্রতিটি মুহূর্ত তাঁদের প্রাপ্য ৷ আসন্ন প্যারা অলিম্পিকসে অংশ নেওয়া আমাদের অলিম্পিয়ানদের সংখ্যা গতবারের থেকে তিনগুণ ৷ আমার আপনাদের ক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ আমি বিশ্বাস করি আপনাদের পারফরমেন্স গতবারের থেকে আরও ভাল হবে ৷’’

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : শুরু হচ্ছে প্যারালিম্পিকস, পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন দেবেন্দ্র-সাকিনারা

প্রসঙ্গত, এখনও পর্যন্ত জাতীয় ক্রীড়া ক্ষেত্রে প্যারা অলিম্পিয়ানরা 3টি খেলরত্ন, 7টি পদ্মশ্রী এবং 33টি অর্জুন সম্মানে ভূষিত হয়েছেন ৷ আর এ নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘এটা কখনই সহজ কাজ নয় ৷ এর পুরোটাই আপনাদের কঠোর পরিশ্রমের ফল ৷ আপনাদের জয়ের খিদে এবং প্যাশন সকল প্রতিকূলতাকে জয়ে পরিণত করেছে ৷ আমার বিশ্বাস যখন আপনারা টোকিয়োতে ভারতের হয়ে নামবেন, তখন আপনাদের একটাই চিন্তা কাজ করবে ৷ কীভাবে আগের থেকে পদকের তালিকায় ভারতের স্থানকে উন্নত করা যায় ৷’’

নয়াদিল্লি, 12 অগস্ট : বৃহস্পতিবার টোকিয়ো প্যারা অলিম্পিকস (Tokyo Paralympics)-র জন্য 54 জন অ্যাথলিটকে উষ্ণ বিদায় জানালেন ভারতের ক্রীড়ামন্ত্রী (Sports Minister) অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এবং জাতীয় গভর্নিং বডির সদস্যরা ৷ এই আশায় যে প্যারা অলিম্পিকসেও সেরা পারফরমেন্স করেই ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা ৷ এবার ভারতের প্যারা অলিম্পিয়ানদের মধ্যে রয়েছেন এফ-46 জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ যিনি তাঁর তৃতীয় প্যারা অলিম্পিকস সোনা জেতার অপেক্ষায় রয়েছেন ৷ এর আগে 2004 সাল এবং 2016 সালে প্যারা অলিম্পিকসে এফ-46 জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া ৷

দেবেন্দ্র ঝাঝারিয়া ছাড়াও রয়েছেন এফ-64 জ্যাভলিন বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার সন্দীপ চৌধুরি ৷ টি-63 হাই জাম্প বিভাগে মারিয়াপ্পান থাঙ্গাভেলুর মতো অ্যাথলিটরাও পদকের দাবিদার টোকিয়ো প্যারা অলিম্পিকসে ৷ প্রসঙ্গত, ভারত এবার মোট 9টি প্রতিযোগিতায় অংশ নেবে ৷ 24 অগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকের দায়িত্ব পালন করবেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ গত প্য়ারা অলিম্পিকসে রিও-তে সোনা জেতায় তিনি এই সুযোগ পাচ্ছেন ৷ টোকিয়ো প্যারা অলিম্পিকস 5 সেপ্টেম্বর শেষ হবে ৷ টোকিয়োতে প্যারা অলিম্পিয়ানরা ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ৷ কারণ হিসেবে জানা গিয়েছে, সে দেশে অ্যাথলিটদের বায়ো-বাবলে কঠোর নিয়মের মধ্যে থাকতে হবে ৷

আরও পড়ুন : National Sports Awards : জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান পিছিয়ে দিল ক্রীড়া মন্ত্রক

এ দিন প্যারা অলিম্পিয়ানদের ভার্চুয়ালি বিদায় জানান ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ সেখানে একটি ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, ‘‘আমাদের প্যারা অ্যাথলিটদের উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাস 130 কোটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে ৷ তাঁদের মনোবলের সামনে বড় বড় সমস্যাও বয়ে চলে যাবে ৷ আর এর প্রতিটি মুহূর্ত তাঁদের প্রাপ্য ৷ আসন্ন প্যারা অলিম্পিকসে অংশ নেওয়া আমাদের অলিম্পিয়ানদের সংখ্যা গতবারের থেকে তিনগুণ ৷ আমার আপনাদের ক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ আমি বিশ্বাস করি আপনাদের পারফরমেন্স গতবারের থেকে আরও ভাল হবে ৷’’

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : শুরু হচ্ছে প্যারালিম্পিকস, পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন দেবেন্দ্র-সাকিনারা

প্রসঙ্গত, এখনও পর্যন্ত জাতীয় ক্রীড়া ক্ষেত্রে প্যারা অলিম্পিয়ানরা 3টি খেলরত্ন, 7টি পদ্মশ্রী এবং 33টি অর্জুন সম্মানে ভূষিত হয়েছেন ৷ আর এ নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘এটা কখনই সহজ কাজ নয় ৷ এর পুরোটাই আপনাদের কঠোর পরিশ্রমের ফল ৷ আপনাদের জয়ের খিদে এবং প্যাশন সকল প্রতিকূলতাকে জয়ে পরিণত করেছে ৷ আমার বিশ্বাস যখন আপনারা টোকিয়োতে ভারতের হয়ে নামবেন, তখন আপনাদের একটাই চিন্তা কাজ করবে ৷ কীভাবে আগের থেকে পদকের তালিকায় ভারতের স্থানকে উন্নত করা যায় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.