টোকিয়ো , 28 জুলাই : চলছে টোকিয়ো অলিম্পিকস ৷ তাও আবার করোনা আবহের মধ্যে ৷ তাই শঙ্কায় সবাই ৷ সেই শঙ্কা আরও বাড়ল বুধবার ৷ অলিম্পিকস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গেমস সম্পর্কিত আরও 16 জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের হদিস ৷ যদিও আশ্বস্ত করেছে গেমস কর্তৃপক্ষ ৷ জানানো হয়েছে, যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে নেই কোনও অ্যাথলিট ৷
নতুন করে 16 জন আক্রান্ত হওয়ায়, টোকিয়ো অলিম্পিকস সম্পর্কিত মোট 169 জন করোনা আক্রান্ত হলেন ৷ তবে শেষ চার দিনে কোনও অ্যাথলিটের দেহে করোনার সংক্রমণ হয়নি ৷
নতুন করে আক্রান্ত হওয়া মোট 16 জনের মধ্যে চার জন গেমস সম্পর্কিত আধিকারিক, দু‘জন মিডিয়ার লোক, কনট্রাক্টর আছেন 9 জন ও একজন স্বেচ্ছাসেবী আছেন ৷ তবে এদের মধ্যে কেউ অলিম্পিকস ভিলেজে থাকছেন না ৷
গতকালই টোকিয়ো শহরে মোট 2 হাজার 848 জন করোনা আক্রান্তের হদিস পাওয়া গিয়েছিল ৷ তার পরদিনই এই রিপোর্ট প্রকাশ করল গেমস কর্তৃপক্ষ ৷ বর্তমানে গেমস ভিলেজে মোট করোনা আক্রান্তের সংখ্যা 19 ৷
আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু
আয়োজকরা জানাচ্ছেন, সোমবার পর্যন্ত অলিম্পিকসের উদ্দেশ্যে মোট 38 হাজার 484 জন লোক জাপানে প্রবেশ করেছেন ৷