ETV Bharat / sports

Wimbledon : প্রথম রাউন্ডেই বিদায় তৃতীয় বাছাই সিসিপাসের - ফরাসি ওপেন ফাইনালিস্ট স্টিফানোস সিসিপাস

ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকভিচের কাছে হারার পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৷ আগেরবারও অর্থাৎ 2019 উইম্বলডন ওপেনেও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তৎকালীন সপ্তম বাছাই সিসিপাস ৷

ফ্রান্সিস টিয়াফো
ফ্রান্সিস টিয়াফো
author img

By

Published : Jun 29, 2021, 9:41 AM IST

লন্ডন, 29 জুন : সপ্তাহের শুরুতেই উইম্বলনডনে অঘটন ৷ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন উইম্বলডনের তৃতীয় বাছাই ও সদ্য শেষ হওয়া ফরাসি ওপেন ফাইনালিস্ট স্টিফানোস সিসিপাস ৷ অবাছাই আমেরিকান টেনিস খেলোয়াড় ফ্রান্সিস টিয়াফোর কাছে হারলেন 6-4, 6-4, 6-3 সেটে ৷

ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকভিচের কাছে হারার পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৷ আগেরবারও অর্থাৎ 2019 উইম্বলডন ওপেনেও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তৎকালীন সপ্তম বাছাই সিসিপাস ৷

ওপেনিং গেমেই সিসিপাসের সার্ভিস ভাঙেন ফ্রান্সিস ৷ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সিসিপাস ৷ বিশ্বের 57 নম্বরের এক খেলোয়াড় ও 6000 দর্শকের সামনে সিসিপাসকে অসহায় দেখায় ৷ অন্যদিকে উইম্বলডনের মতো মঞ্চে তৃতীয় বাছাই সিসিপাসকে হারিয়ে স্বপ্নের মতো টুর্নামেন্ট শুরু করেছেন টিয়াফো ৷ পরের রাউন্ডে কানাডার টেনিস তারকা ভাসেক পসপিসিলের মুখোমুখি হবেন তিনি ৷

আরও পড়ুন : Euro 2020 : ফেডেরার দেশে ফুটবলের সূর্যোদয়, ফ্রান্সকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

অন্যদিকে 2017 সালের পর উইম্বলডনে প্রথম সিঙ্গেল ম্যাচ জিতলেন অ্যান্ডি মারে ৷ চার সেটের লড়াইয়ে জর্জিয়ার নিকোলাজ বাসিলাশভিলিকে হারান তিনি ৷ খেলার ফলাফল 6-4, 6-3, 5-7, ও 6-3 ৷

ম্যাচের পর মারে বলেন, ‘‘ শেষ কয়েক মাস সত্যিই খুব কঠিন ছিল ৷ চোট তেমন বেশি ছিল না, তবে আমি হতাশ ছিলাম কোর্টে ফিরতে পারিনি বলে ৷’’

লন্ডন, 29 জুন : সপ্তাহের শুরুতেই উইম্বলনডনে অঘটন ৷ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন উইম্বলডনের তৃতীয় বাছাই ও সদ্য শেষ হওয়া ফরাসি ওপেন ফাইনালিস্ট স্টিফানোস সিসিপাস ৷ অবাছাই আমেরিকান টেনিস খেলোয়াড় ফ্রান্সিস টিয়াফোর কাছে হারলেন 6-4, 6-4, 6-3 সেটে ৷

ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকভিচের কাছে হারার পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৷ আগেরবারও অর্থাৎ 2019 উইম্বলডন ওপেনেও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তৎকালীন সপ্তম বাছাই সিসিপাস ৷

ওপেনিং গেমেই সিসিপাসের সার্ভিস ভাঙেন ফ্রান্সিস ৷ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সিসিপাস ৷ বিশ্বের 57 নম্বরের এক খেলোয়াড় ও 6000 দর্শকের সামনে সিসিপাসকে অসহায় দেখায় ৷ অন্যদিকে উইম্বলডনের মতো মঞ্চে তৃতীয় বাছাই সিসিপাসকে হারিয়ে স্বপ্নের মতো টুর্নামেন্ট শুরু করেছেন টিয়াফো ৷ পরের রাউন্ডে কানাডার টেনিস তারকা ভাসেক পসপিসিলের মুখোমুখি হবেন তিনি ৷

আরও পড়ুন : Euro 2020 : ফেডেরার দেশে ফুটবলের সূর্যোদয়, ফ্রান্সকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

অন্যদিকে 2017 সালের পর উইম্বলডনে প্রথম সিঙ্গেল ম্যাচ জিতলেন অ্যান্ডি মারে ৷ চার সেটের লড়াইয়ে জর্জিয়ার নিকোলাজ বাসিলাশভিলিকে হারান তিনি ৷ খেলার ফলাফল 6-4, 6-3, 5-7, ও 6-3 ৷

ম্যাচের পর মারে বলেন, ‘‘ শেষ কয়েক মাস সত্যিই খুব কঠিন ছিল ৷ চোট তেমন বেশি ছিল না, তবে আমি হতাশ ছিলাম কোর্টে ফিরতে পারিনি বলে ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.