ETV Bharat / sports

হচ্ছে না উইম্বলডন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার বাতিল ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম

author img

By

Published : Apr 1, 2020, 6:07 PM IST

2020 উইম্বলডনের ভবিষ্যত নিয়ে বুধবার জরুরি বৈঠকে বসে অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ । সেখানে টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

হচ্ছে না উইম্বলডন
হচ্ছে না উইম্বলডন

লন্ডন, 1 এপ্রিল: ধবধবে সাদা পোশাকে এবার সবুজ কোর্টে দাপট দেখা যাবে না নাদাল, ফেডেরার, জকোভিচ কিংবা সেরেনাদের । কারণ কোরোনার দাপটে বাতিল হতে চলেছে ঐতিহ্যবাহী উইম্বলডন টুর্নামেন্ট । চলতি বছরের ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের । আপাতত তা হচ্ছে না । লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের বৈঠকে তেমনই ইঙ্গিত মিলেছে ।

বিশ্বজুড়ে স্তব্ধ খেলাধুলো । একবছরের জন্য পিছিয়ে গিয়েছে টোকিয়ো অলিম্পিক । ফুটবল লিগ থেকে ক্রিকেট টুর্নামেন্ট সব বন্ধ । পিছিয়ে গিয়েছে ফরাসি ওপেন । স্থগিত হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ওপেনও । এই অবস্থায় 2020 উইম্বলডনের ভবিষ্যৎ নিয়ে বুধবার জরুরি বৈঠকে বসে অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ । সেখানে টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার বাতিল হল রানির দেশের ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ।

এরকম যে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল । এই মুহূর্তে বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ । মারা গিয়েছে চল্লিশ হাজারের মতো মানুষ । ইংল্যান্ডেও পরিস্থিতি ভয়াবহ । প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস সহ বহু মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত ।

লন্ডন, 1 এপ্রিল: ধবধবে সাদা পোশাকে এবার সবুজ কোর্টে দাপট দেখা যাবে না নাদাল, ফেডেরার, জকোভিচ কিংবা সেরেনাদের । কারণ কোরোনার দাপটে বাতিল হতে চলেছে ঐতিহ্যবাহী উইম্বলডন টুর্নামেন্ট । চলতি বছরের ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের । আপাতত তা হচ্ছে না । লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের বৈঠকে তেমনই ইঙ্গিত মিলেছে ।

বিশ্বজুড়ে স্তব্ধ খেলাধুলো । একবছরের জন্য পিছিয়ে গিয়েছে টোকিয়ো অলিম্পিক । ফুটবল লিগ থেকে ক্রিকেট টুর্নামেন্ট সব বন্ধ । পিছিয়ে গিয়েছে ফরাসি ওপেন । স্থগিত হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ওপেনও । এই অবস্থায় 2020 উইম্বলডনের ভবিষ্যৎ নিয়ে বুধবার জরুরি বৈঠকে বসে অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ । সেখানে টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার বাতিল হল রানির দেশের ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ।

এরকম যে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল । এই মুহূর্তে বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ । মারা গিয়েছে চল্লিশ হাজারের মতো মানুষ । ইংল্যান্ডেও পরিস্থিতি ভয়াবহ । প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস সহ বহু মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.