ETV Bharat / sports

ফেডেরারের প্রশংসা আদায় করেই কোর্ট ছাড়লেন নাগাল

author img

By

Published : Aug 27, 2019, 1:13 PM IST

নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে বিশ্বের 190 স্থানাধিকারী সুমিত নাগাল প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে এই ইতিহাস রচনা কেউই ভাবতে পেরেছিল কি না সন্দেহ আছে । অবশ্য প্রথমে চমক দিয়েও শেষ রক্ষা হয়নি । ম্যাচ শেষে হাসিটি হাসলেন 20টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেডেরার ।

ফেডেরারের প্রশংসা আদায় করেই কোর্ট ছাড়লেন নাগাল

নিউ ইয়র্ক, 27 অগাস্ট : কনিষ্ঠতম ভারতীয় হিসাবে গ্র্যন্ডস্ল্যাম খেলতে নেমেই প্রথম সেটে হারালেন রজার ফেডেরারকে । নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে বিশ্বের 190 স্থানাধিকারী সুমিত নাগাল প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে এই ইতিহাস রচনা কেউই ভাবতে পেরেছিল কি না সন্দেহ আছে । অবশ্য প্রথমে চমক দিয়েও শেষ রক্ষা হয়নি । ম্যাচ শেষে হাসিটি হাসলেন 20টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেডেরার । আড়াই ঘণ্টার লড়াইয় শেষে ফেডেরারের পক্ষে ম্যাচে ফল দাঁড়ায় 4-6, 6-1, 6-2, 6-4 ।

প্রথম সেটেই 22 বছরের নাগালের সামনে 19টি আনফোর্সড এরর করে বসেন রাজা রজার । সেই ভুলটিকে কাজে লাগিয়েই প্রথম সেট পকেটে পুরে নেন হরিয়ানার নাগাল । তবে এই ধাক্কা খেয়েই জেগে ওঠেন ফেডেরার । এরপর ভারতীয় টেনিসের উঠতি তারকাকে আর ম্যাচে ফিরতে দেননি ফেডেরার । পরের তিনটি সেটই সহজে জিতে নেন রজার ।

ম্যাচ শেষে নাগালের প্রশংসা করেন ফেডেরার । বলেন, "প্রথম সেটটি আমার জন্য বেশ কঠিন ছিল । ও খুব ভালো খেলেছিল প্রথম সেটে । ম্যাচের শুরুটা আমার ঠিক ছিল না ।"

এদিকে ঐতিহাসিক ম্যাচ খেলে উঠে নাগাল বলেন, "আমি রজারের বিরুদ্ধে খেলতে চেয়েছিলাম । সব সময় হার বা জিতের কোনও অর্থ থাকে না । রজারের বিরুদ্ধে খেলার যে অভিজ্ঞতা, তা আমি কখনও ভুলব না । 20টি গ্র্যন্ডস্ল্যম জয়ীর বিরুদ্ধে মেজর টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে পারায় আমি আপ্লুত ।"

নিউ ইয়র্ক, 27 অগাস্ট : কনিষ্ঠতম ভারতীয় হিসাবে গ্র্যন্ডস্ল্যাম খেলতে নেমেই প্রথম সেটে হারালেন রজার ফেডেরারকে । নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে বিশ্বের 190 স্থানাধিকারী সুমিত নাগাল প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে এই ইতিহাস রচনা কেউই ভাবতে পেরেছিল কি না সন্দেহ আছে । অবশ্য প্রথমে চমক দিয়েও শেষ রক্ষা হয়নি । ম্যাচ শেষে হাসিটি হাসলেন 20টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেডেরার । আড়াই ঘণ্টার লড়াইয় শেষে ফেডেরারের পক্ষে ম্যাচে ফল দাঁড়ায় 4-6, 6-1, 6-2, 6-4 ।

প্রথম সেটেই 22 বছরের নাগালের সামনে 19টি আনফোর্সড এরর করে বসেন রাজা রজার । সেই ভুলটিকে কাজে লাগিয়েই প্রথম সেট পকেটে পুরে নেন হরিয়ানার নাগাল । তবে এই ধাক্কা খেয়েই জেগে ওঠেন ফেডেরার । এরপর ভারতীয় টেনিসের উঠতি তারকাকে আর ম্যাচে ফিরতে দেননি ফেডেরার । পরের তিনটি সেটই সহজে জিতে নেন রজার ।

ম্যাচ শেষে নাগালের প্রশংসা করেন ফেডেরার । বলেন, "প্রথম সেটটি আমার জন্য বেশ কঠিন ছিল । ও খুব ভালো খেলেছিল প্রথম সেটে । ম্যাচের শুরুটা আমার ঠিক ছিল না ।"

এদিকে ঐতিহাসিক ম্যাচ খেলে উঠে নাগাল বলেন, "আমি রজারের বিরুদ্ধে খেলতে চেয়েছিলাম । সব সময় হার বা জিতের কোনও অর্থ থাকে না । রজারের বিরুদ্ধে খেলার যে অভিজ্ঞতা, তা আমি কখনও ভুলব না । 20টি গ্র্যন্ডস্ল্যম জয়ীর বিরুদ্ধে মেজর টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে পারায় আমি আপ্লুত ।"

Mumbai, Aug 27 (ANI): Bollywood actor Ishan Khatter was spotted outside a gym in Bandra. Clad in a casual gym outfit, actor posed with fans outside the gym. Actor Sanjay Kapoor's daughter Shanaya Kapoor was also spotted at Khar. Young Kapoor looked camera ready in her fresh look. Shanaya is rumoured to be making her Bollywood debut soon.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.