নিউ ইয়র্ক, 11 সেপ্টেম্বর : 24 টি গ্রান্ড স্ল্যাম জয়ের লক্ষে US ওপেনে নামা সেরেনা উইলিয়ামসের দৌড় থেমে গেল। সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে 1-6, 6-3, 6-3 গেমে হেরে গেলেন মার্কিন টেনিস সুন্দরী । আর দর্শক শূন্য US ওপেনের কোর্ট সাক্ষী থাকল দুই মা'য়ের লড়াইয়ের ।
দু'বারের গ্রান্ড স্ল্যাম জয়ী আজারেঙ্কা শেষ 7 বছরে মেজর কোনও ফাইনালে উঠলেন । শনিবার US ওপেনের ফাইনালে তিনি মুখোমুখি হবেন 2018 সালের চ্যাম্পিয়ন নাওমি ওসাকার ।
পর পর তিনটি US ওপেনের সেমিফাইনালে পৌঁছানো সেরেনা প্রথম সেট অনায়াসেই জিতে নেন। দুবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে 6-1 ব্যবধানে প্রথম সেট জেতেন ।
কিন্তু দুরন্ত কামব্যাক করেন আজারেঙ্কা । দ্বিতীয় সেটে পরপর 5টি গেমপয়েন্ট জেতেন তিনি। তৃতীয় সেটেও 3-0 লিড নেন তিনি। গ্রান্ড স্লামের 11 বার সাক্ষাতে এই প্রথম সেরেনাকে হারালেন আজারেঙ্কা ।
তবে গোড়ালির চোট ফের ভোগালো সেরেনা উইলিয়ামসকে । তৃতীয় সেট চলাকালীন কোর্টে তাঁর মেডিকেল সাপোর্টের দরকার পড়ে। US ওপেনের সেমিফাইনালে হারের ফলে এখনই মার্গারেট কোর্টকে ধরা হল না সেরেনা উইলিয়ামসের। মা'য়েদের লড়াইয়ে হার মানলেন সেরেনা ।
US ওপেন : মা'য়েদের লড়াইয়ে জয়ী আজারেঙ্কা
দু'বারের গ্রান্ড স্ল্যাম জয়ী আজারেঙ্কা শেষ 7 বছরে মেজর কোনও ফাইনালে উঠলেন । শনিবার US ওপেনের ফাইনালে তিনি মুখোমুখি হবেন 2018 সালের চ্যাম্পিয়ন নাওমি ওসাকার ।
নিউ ইয়র্ক, 11 সেপ্টেম্বর : 24 টি গ্রান্ড স্ল্যাম জয়ের লক্ষে US ওপেনে নামা সেরেনা উইলিয়ামসের দৌড় থেমে গেল। সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে 1-6, 6-3, 6-3 গেমে হেরে গেলেন মার্কিন টেনিস সুন্দরী । আর দর্শক শূন্য US ওপেনের কোর্ট সাক্ষী থাকল দুই মা'য়ের লড়াইয়ের ।
দু'বারের গ্রান্ড স্ল্যাম জয়ী আজারেঙ্কা শেষ 7 বছরে মেজর কোনও ফাইনালে উঠলেন । শনিবার US ওপেনের ফাইনালে তিনি মুখোমুখি হবেন 2018 সালের চ্যাম্পিয়ন নাওমি ওসাকার ।
পর পর তিনটি US ওপেনের সেমিফাইনালে পৌঁছানো সেরেনা প্রথম সেট অনায়াসেই জিতে নেন। দুবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে 6-1 ব্যবধানে প্রথম সেট জেতেন ।
কিন্তু দুরন্ত কামব্যাক করেন আজারেঙ্কা । দ্বিতীয় সেটে পরপর 5টি গেমপয়েন্ট জেতেন তিনি। তৃতীয় সেটেও 3-0 লিড নেন তিনি। গ্রান্ড স্লামের 11 বার সাক্ষাতে এই প্রথম সেরেনাকে হারালেন আজারেঙ্কা ।
তবে গোড়ালির চোট ফের ভোগালো সেরেনা উইলিয়ামসকে । তৃতীয় সেট চলাকালীন কোর্টে তাঁর মেডিকেল সাপোর্টের দরকার পড়ে। US ওপেনের সেমিফাইনালে হারের ফলে এখনই মার্গারেট কোর্টকে ধরা হল না সেরেনা উইলিয়ামসের। মা'য়েদের লড়াইয়ে হার মানলেন সেরেনা ।