ETV Bharat / sports

স্ট্রেট সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল - স্ট্রেট সেট

রড লেভার এরিনায় অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন রাফায়েল নাদাল ৷ 6-1, 6-4 এবং 6-3 স্কোরে জিতলেন তিনি ৷ মার্কিন টেনিস প্লেয়ার মাইকেল মোহ-কে হারালেন তিনি ৷ 13 ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ডের ম্যাচ নাদালের ।

under-the-lights-rafael-nadal-shines-bright-against-mmoh
http://10.10.50.85:6060///finalout4/west-bengal-nle/finalout/11-February-2021/10586779_nadal_win.JPG
author img

By

Published : Feb 11, 2021, 8:54 PM IST

Updated : Feb 11, 2021, 9:29 PM IST

মেলবোর্ন, 11 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন স্প্যানিশ তারকা টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল ৷ মার্কিন প্রতিদ্বন্দ্বী মাইকেল মোহ-কে 1-6, 4-6, 2-6 স্কোর লাইনে হেলায় হারালেন ।

এদিন রড লেভার এরিনায় শুরু থেকে পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন ৷ তা সত্ত্বেও কেন তিনি এই মঞ্চে সেরা, তার ঝলক দেখিয়েছেন দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে ৷ যেখানে প্রথম সেটে মার্কিন প্রতিদ্বন্দ্বীকে 1-6 গেমে উড়িয়ে দেন রাফায়েল নাগাদ ৷ দ্বিতীয় সেটে মাইকেল মোহ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখালেও তেমন সুবিধা করে উঠতে পারেননি তিনি ৷ দ্বিতীয় সেটে 4-6 জেতেন তিনি ৷ তবে, তৃতীয় তথা শেষ সেটে আর মার্কিন খেলোয়াড়কে ঘুরে দাঁড়াতে দেননি নাদাল ৷ 3-6 স্কোরে জিতে ম্যাচ নিজের নামে করে নেন তিনি ৷

আজকের ম্যাচে এগারোটা ব্রেক পয়েন্টের সুযোগে 5 টাই প্রথমবারে নিয়েছেন রাফায়েল নাদাল ৷ এমনকী 52 টি সার্ভিস পয়েন্ট জিতেছেন তিনি ৷ অন্যদিকে, দ্বিতীয় সেটের খেলা চলাকালীন ম্যাচে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ৷ কারণ এক মহিলা দর্শক আসন থেকে নাদালকে উদ্দেশ্য করে অভদ্র আচরণ করতে থাকেন ৷ ওই মহিলাকে স্টেডিয়াম থেকে বার না করা পর্যন্ত ম্যাচ বন্ধ থাকে ৷ এই সুযোগে নাদাল ফুটবল খেলতে থাকেন ৷ যে দৃশ্য স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা উপভোগও করেছেন ৷

আরও পড়ুন : দ্বিতীয় রাউন্ডে ধৈর্যের পরীক্ষা দিয়ে জয় জোকোভিচের

এই ঘটনা নিয়ে নাদালকে ম্যাচে পরে জিজ্ঞাসা করে হলে তিনি জানান, ওই মহিলাকে স্প্যানিশ তারকা চেনে না ৷ অন্যদিকে, আজকের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘‘আমি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি ৷ কিছু কিছু সময় সেটা কাজ করে ৷ আবার কখনও করে না ৷ আজকের রাতটা আমার কাছে একটি ইতিবাচক দিন, তাই স্ট্রেট সেটে জিতলাম ৷"

মেলবোর্ন, 11 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন স্প্যানিশ তারকা টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল ৷ মার্কিন প্রতিদ্বন্দ্বী মাইকেল মোহ-কে 1-6, 4-6, 2-6 স্কোর লাইনে হেলায় হারালেন ।

এদিন রড লেভার এরিনায় শুরু থেকে পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন ৷ তা সত্ত্বেও কেন তিনি এই মঞ্চে সেরা, তার ঝলক দেখিয়েছেন দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে ৷ যেখানে প্রথম সেটে মার্কিন প্রতিদ্বন্দ্বীকে 1-6 গেমে উড়িয়ে দেন রাফায়েল নাগাদ ৷ দ্বিতীয় সেটে মাইকেল মোহ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখালেও তেমন সুবিধা করে উঠতে পারেননি তিনি ৷ দ্বিতীয় সেটে 4-6 জেতেন তিনি ৷ তবে, তৃতীয় তথা শেষ সেটে আর মার্কিন খেলোয়াড়কে ঘুরে দাঁড়াতে দেননি নাদাল ৷ 3-6 স্কোরে জিতে ম্যাচ নিজের নামে করে নেন তিনি ৷

আজকের ম্যাচে এগারোটা ব্রেক পয়েন্টের সুযোগে 5 টাই প্রথমবারে নিয়েছেন রাফায়েল নাদাল ৷ এমনকী 52 টি সার্ভিস পয়েন্ট জিতেছেন তিনি ৷ অন্যদিকে, দ্বিতীয় সেটের খেলা চলাকালীন ম্যাচে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ৷ কারণ এক মহিলা দর্শক আসন থেকে নাদালকে উদ্দেশ্য করে অভদ্র আচরণ করতে থাকেন ৷ ওই মহিলাকে স্টেডিয়াম থেকে বার না করা পর্যন্ত ম্যাচ বন্ধ থাকে ৷ এই সুযোগে নাদাল ফুটবল খেলতে থাকেন ৷ যে দৃশ্য স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা উপভোগও করেছেন ৷

আরও পড়ুন : দ্বিতীয় রাউন্ডে ধৈর্যের পরীক্ষা দিয়ে জয় জোকোভিচের

এই ঘটনা নিয়ে নাদালকে ম্যাচে পরে জিজ্ঞাসা করে হলে তিনি জানান, ওই মহিলাকে স্প্যানিশ তারকা চেনে না ৷ অন্যদিকে, আজকের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘‘আমি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি ৷ কিছু কিছু সময় সেটা কাজ করে ৷ আবার কখনও করে না ৷ আজকের রাতটা আমার কাছে একটি ইতিবাচক দিন, তাই স্ট্রেট সেটে জিতলাম ৷"

Last Updated : Feb 11, 2021, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.