নিউইয়র্ক, 2 সেপ্টেম্বর: US ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের সুমিত নাগাল৷ 2013 সালের পর ফের কোনও ভারতীয় খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন৷
প্রতিপক্ষ অ্যামেরিকার ব্র্যাডলি ক্লাহানেকে 6-1, 3-6, 6-1 পয়েন্টে হারালেন সুমিত৷ এইসঙ্গে পরের রাউন্ডে পৌঁছে গেলেন৷ স্থানীয় প্রতিপক্ষ ব্র্যাডলি ক্লাহানের বিরুদ্ধে সুমিত খানিকটা এগিয়ে আছেন বলেন মনে করেছিল বিশেষজ্ঞরা ৷ বিশ্ব টেনিসের সিঙ্গলসের ক্রমতালিকায় 122 নম্বরে রয়েছেন সুমিত ৷ ক্লাহানের ব়্যাঙ্কিং সেখানে 128 ৷ ব়্যাঙ্কিংয়ের প্রভাব পড়ল লন টেনসি কোর্টেও!
উল্লেখ্য, এর আগে 2013 সালে সোমদেব দেববর্মন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও US ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন৷ এরপর ইতিহাস লিখলেন সুমিত নাগাল৷