প্যারিস, 14 জুন : ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নোভাক জোকভিচের বিরুদ্ধে হেরে কোনও আক্ষেপ নেই স্তেফানোস সিসিপাসের (Stefanos Tsitsipas) ৷ কারণ ম্যাচ হারলেও, তিনি চেষ্টায় কোনও খামতি রাখেননি ৷ প্রসঙ্গত, রবিবার ফ্রেঞ্চ ওপেনের (French Open 2021) ফাইনালে পাঁচ সেটের ম্যারাথন ব়্যালিতে গ্রিসের স্তেফানোস সিসিপাসকে 6-7 (6-8) 2-6 6-3 6-2 6-4 হারিয়েছেন নোভাক জোকভিচ (Novak Djokovic) ৷ সেই সঙ্গে 19তম গ্র্যান্ড স্লাম জিতেছেন সার্বিয়ান তারকা ৷
প্রথমবার গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ পেয়েও তা হারিয়েছেন স্তেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas) ৷ কারণ, প্রথম দু’টি সেটে জোকভিচকে হারিয়ে দিয়েছিলেন স্তেফানোস ৷ সেখান থেকে জোকভিচ পরপর তিনটি সেট জিতে গ্রিক টেনিস খেলোয়াড়কে হারিয়ে দেন ৷ তবে, এতে তাঁর কোনও আক্ষেপ নেই বলে জানিয়েছেন স্তেফানোস ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি না আমার কোনও আপশোস করার প্রয়োজন আছে ৷ আমি হয়তো সহজেই কেঁদে ফেলতে পারতাম ৷ কিন্তু, আমি এখানে কাঁদার কোনও কারণ খুঁজে পেলাম না ৷ কারণ আমি সবরকম চেষ্টা করেছি ৷ এর থেকে ভাল আমি খেলতে পারতাম না ৷’’
ফ্রেঞ্চ ওপেন (French Open 2021) ফাইনালে স্তেফানোসের খেলাই এখনও পর্যন্ত কোনও গ্রিক টেনিস খেলোয়াড়ের সেরা পারফর্মেন্স ৷ এ নিয়ে স্তেফানোস সিসিপাস বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি যে, আমি এই ধরনের টুর্নামেন্ট খেলার যোগ্য ৷ আজকের হারকে বাদ দিলে, আমার নিজের খেলার প্রতি আস্থা রয়েছে ৷ আমি অন্তর থেকে বিশ্বাস করি যে, খুব শীঘ্রই আমার লক্ষ্যে পৌঁছতে পারব ৷ এই না জেতার কোনও কারণ আমি দেখতে পাচ্ছি না ৷’’
আরও পড়ুন : French open : পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি জোকারের
সেই সঙ্গে এই ম্যাচ থেকে শিক্ষাও নিয়েছেন সিসিপাস ৷ তিনি বলেন, ‘‘আজকে আমি যেটা শিখলাম তা হল, নিয়ম অনুযায়ী ম্যাচ শেষ করতে গেলে এবং নিজেকে জিততে হলে দু’টি সেট নয়, তিন সেটে জিততে হবে ৷’’ কারণ দু’টো সেটে জেতার কোনও মূল্য নেই ৷ যতক্ষণ না তিন নম্বর সেট জেতা যাচ্ছে ৷ তাই আগামী দিনে এই বিষয়টিকে তিনি মাথায় রাখবেন বলে জানিয়েছেন স্তেফানোস সিসিপাস ৷