ETV Bharat / sports

ফাইনালে সেরাটাই দিয়েছেন, ফ্রেঞ্চ ওপেন হেরে আক্ষেপ নেই সিসিপাসের

হেরে গেলেও কোনও আক্ষেপ নেই গ্রিসের টেনিস তারকা স্তেফানোস সিসিপাসের ৷ ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর আক্ষেপ করার কোনও কারণ নেই ৷ কারণ তিনি নিজের সেরাটা দিয়েছেন ৷ সেই সঙ্গে এও জানিয়েছেন, ভবিষ্যতে তিনি গ্র্যান্ড স্লাম অবশ্যই জিতবেন ৷

Stefanos Tsitsipas does not have any regrets as he gave it all against Novak Djokovic in French Open final
ফাইনালে নিজের সেরাটা দিয়েছেন, ফ্রেঞ্চ ওপেন হেরে তাই আক্ষেপ নেই সিসিপাসের
author img

By

Published : Jun 14, 2021, 2:11 PM IST

প্যারিস, 14 জুন : ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নোভাক জোকভিচের বিরুদ্ধে হেরে কোনও আক্ষেপ নেই স্তেফানোস সিসিপাসের (Stefanos Tsitsipas) ৷ কারণ ম্যাচ হারলেও, তিনি চেষ্টায় কোনও খামতি রাখেননি ৷ প্রসঙ্গত, রবিবার ফ্রেঞ্চ ওপেনের (French Open 2021) ফাইনালে পাঁচ সেটের ম্যারাথন ব়্যালিতে গ্রিসের স্তেফানোস সিসিপাসকে 6-7 (6-8) 2-6 6-3 6-2 6-4 হারিয়েছেন নোভাক জোকভিচ (Novak Djokovic) ৷ সেই সঙ্গে 19তম গ্র্যান্ড স্লাম জিতেছেন সার্বিয়ান তারকা ৷

প্রথমবার গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ পেয়েও তা হারিয়েছেন স্তেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas) ৷ কারণ, প্রথম দু’টি সেটে জোকভিচকে হারিয়ে দিয়েছিলেন স্তেফানোস ৷ সেখান থেকে জোকভিচ পরপর তিনটি সেট জিতে গ্রিক টেনিস খেলোয়াড়কে হারিয়ে দেন ৷ তবে, এতে তাঁর কোনও আক্ষেপ নেই বলে জানিয়েছেন স্তেফানোস ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি না আমার কোনও আপশোস করার প্রয়োজন আছে ৷ আমি হয়তো সহজেই কেঁদে ফেলতে পারতাম ৷ কিন্তু, আমি এখানে কাঁদার কোনও কারণ খুঁজে পেলাম না ৷ কারণ আমি সবরকম চেষ্টা করেছি ৷ এর থেকে ভাল আমি খেলতে পারতাম না ৷’’

ফ্রেঞ্চ ওপেন (French Open 2021) ফাইনালে স্তেফানোসের খেলাই এখনও পর্যন্ত কোনও গ্রিক টেনিস খেলোয়াড়ের সেরা পারফর্মেন্স ৷ এ নিয়ে স্তেফানোস সিসিপাস বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি যে, আমি এই ধরনের টুর্নামেন্ট খেলার যোগ্য ৷ আজকের হারকে বাদ দিলে, আমার নিজের খেলার প্রতি আস্থা রয়েছে ৷ আমি অন্তর থেকে বিশ্বাস করি যে, খুব শীঘ্রই আমার লক্ষ্যে পৌঁছতে পারব ৷ এই না জেতার কোনও কারণ আমি দেখতে পাচ্ছি না ৷’’

আরও পড়ুন : French open : পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি জোকারের

সেই সঙ্গে এই ম্যাচ থেকে শিক্ষাও নিয়েছেন সিসিপাস ৷ তিনি বলেন, ‘‘আজকে আমি যেটা শিখলাম তা হল, নিয়ম অনুযায়ী ম্যাচ শেষ করতে গেলে এবং নিজেকে জিততে হলে দু’টি সেট নয়, তিন সেটে জিততে হবে ৷’’ কারণ দু’টো সেটে জেতার কোনও মূল্য নেই ৷ যতক্ষণ না তিন নম্বর সেট জেতা যাচ্ছে ৷ তাই আগামী দিনে এই বিষয়টিকে তিনি মাথায় রাখবেন বলে জানিয়েছেন স্তেফানোস সিসিপাস ৷

প্যারিস, 14 জুন : ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নোভাক জোকভিচের বিরুদ্ধে হেরে কোনও আক্ষেপ নেই স্তেফানোস সিসিপাসের (Stefanos Tsitsipas) ৷ কারণ ম্যাচ হারলেও, তিনি চেষ্টায় কোনও খামতি রাখেননি ৷ প্রসঙ্গত, রবিবার ফ্রেঞ্চ ওপেনের (French Open 2021) ফাইনালে পাঁচ সেটের ম্যারাথন ব়্যালিতে গ্রিসের স্তেফানোস সিসিপাসকে 6-7 (6-8) 2-6 6-3 6-2 6-4 হারিয়েছেন নোভাক জোকভিচ (Novak Djokovic) ৷ সেই সঙ্গে 19তম গ্র্যান্ড স্লাম জিতেছেন সার্বিয়ান তারকা ৷

প্রথমবার গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ পেয়েও তা হারিয়েছেন স্তেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas) ৷ কারণ, প্রথম দু’টি সেটে জোকভিচকে হারিয়ে দিয়েছিলেন স্তেফানোস ৷ সেখান থেকে জোকভিচ পরপর তিনটি সেট জিতে গ্রিক টেনিস খেলোয়াড়কে হারিয়ে দেন ৷ তবে, এতে তাঁর কোনও আক্ষেপ নেই বলে জানিয়েছেন স্তেফানোস ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি না আমার কোনও আপশোস করার প্রয়োজন আছে ৷ আমি হয়তো সহজেই কেঁদে ফেলতে পারতাম ৷ কিন্তু, আমি এখানে কাঁদার কোনও কারণ খুঁজে পেলাম না ৷ কারণ আমি সবরকম চেষ্টা করেছি ৷ এর থেকে ভাল আমি খেলতে পারতাম না ৷’’

ফ্রেঞ্চ ওপেন (French Open 2021) ফাইনালে স্তেফানোসের খেলাই এখনও পর্যন্ত কোনও গ্রিক টেনিস খেলোয়াড়ের সেরা পারফর্মেন্স ৷ এ নিয়ে স্তেফানোস সিসিপাস বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি যে, আমি এই ধরনের টুর্নামেন্ট খেলার যোগ্য ৷ আজকের হারকে বাদ দিলে, আমার নিজের খেলার প্রতি আস্থা রয়েছে ৷ আমি অন্তর থেকে বিশ্বাস করি যে, খুব শীঘ্রই আমার লক্ষ্যে পৌঁছতে পারব ৷ এই না জেতার কোনও কারণ আমি দেখতে পাচ্ছি না ৷’’

আরও পড়ুন : French open : পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি জোকারের

সেই সঙ্গে এই ম্যাচ থেকে শিক্ষাও নিয়েছেন সিসিপাস ৷ তিনি বলেন, ‘‘আজকে আমি যেটা শিখলাম তা হল, নিয়ম অনুযায়ী ম্যাচ শেষ করতে গেলে এবং নিজেকে জিততে হলে দু’টি সেট নয়, তিন সেটে জিততে হবে ৷’’ কারণ দু’টো সেটে জেতার কোনও মূল্য নেই ৷ যতক্ষণ না তিন নম্বর সেট জেতা যাচ্ছে ৷ তাই আগামী দিনে এই বিষয়টিকে তিনি মাথায় রাখবেন বলে জানিয়েছেন স্তেফানোস সিসিপাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.