মেলবোর্ন, 30 জানুয়ারি : অঘটনের অস্ট্রেলিয়ান ওপেনে ফের অঘটন ৷ বিশ্বের একনম্বর মহিলা টেনিস তারকা অ্যাশ ব্রেটি ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে ৷ 21 বছরের রাশিয়ান তারকা সোফিয়া কেনিনের কাছে স্ট্রেট সেটে হারলেন তিনি ৷ খেলার ফলাফল 7-6(8-6), 7-5 ৷
রাশিয়ান কেনিন তাঁর কেরিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন ৷ কোয়ার্টার ফাইনালে তিনি হারান চলতি অস্ট্রেলিয়ান ওপেনে 15 বছরের বিস্ময় বালিকা কোক গাফকে ৷ ব্রেটিকে হারিয়ে তিনি বলেন, ‘‘ আমি বাকরুদ্ধ, সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না ৷ আমি পাঁচ বছর বয়স থেকে এর স্বপ্ন দেখছি ৷ আমি এখানে আসার জন্য কঠিন পরিশ্রম করেছি ৷’’
ফাইনালে কেনিনের প্রতিপক্ষ স্পেনের গারবাইন মুগুরুজ়া ৷ সেমিতে মুগুরুজ়া হারান সিমোনা হেলেপকে ৷ খেলার ফলাফল ছিল 7-6(10-8), 7-5 ৷