ETV Bharat / sports

"স্বপ্ন সত্যি" শিয়নটেকের, ফরাসি ওপেনের ফাইনালে সোফিয়াও - grand slam

চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারান শিয়নটেক । অন্যদিকে, সোফিয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন ।

Sofia Kenin
Sofia Kenin
author img

By

Published : Oct 9, 2020, 10:58 AM IST

প্যারিস, 9 অক্টোবর : একজনের স্বপ্নের দৌড় অব্যাহত । অন্যজন এবছর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন । আগামীকাল দু'জনে মুখোমুখি হবেন ফরাসি ওপেন জয়ের লড়াইয়ে । প্রথমজন 19 বছরের ইগা শিয়নটেক । দ্বিতীয়জন 21 বছরের সোফিয়া কেনিন ।

গতকাল সেমিফাইনালে ইগা শিয়নটেক হারান নাদিয়া পোদোরোস্কাকে । তাঁর পক্ষে ম্যাচের ফল 6-2, 6-1 । প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন তিনি ।

অন্য সেমিফাইনালে সোফিয়া কেনিন হারান পেট্রা কিটোভাকে । তাঁর পক্ষে ম্যাচের ফল 6-4, 7-5 । এবছর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন তিনি । বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন । এবার ফরাসি ওপেন জিতে বছর শেষ করতে মরিয়া তিনি ।

সোফিয়া যেখানে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিততে চান, সেখানে যেন এখনও স্বপ্নের মধ্যে রয়েছেন শিয়নটেক । চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারিয়েছেন । এখন গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে । সেমিফাইনালে জয়ের পর শিয়নটেক বলেন, এটা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত । তাঁর কথায়, "মনে হচ্ছে বাস্তব নয় । একদিকে আমি জানি ভালো টেনিস খেলতে পারি । আবার আমার বিস্ময়ও লাগছে । আমি ভাবিনি ফাইনালে উঠব । এটা আমার কাছে বিস্ময়কর, যেন স্বপ্ন সত্যি হল ।"

প্যারিস, 9 অক্টোবর : একজনের স্বপ্নের দৌড় অব্যাহত । অন্যজন এবছর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন । আগামীকাল দু'জনে মুখোমুখি হবেন ফরাসি ওপেন জয়ের লড়াইয়ে । প্রথমজন 19 বছরের ইগা শিয়নটেক । দ্বিতীয়জন 21 বছরের সোফিয়া কেনিন ।

গতকাল সেমিফাইনালে ইগা শিয়নটেক হারান নাদিয়া পোদোরোস্কাকে । তাঁর পক্ষে ম্যাচের ফল 6-2, 6-1 । প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন তিনি ।

অন্য সেমিফাইনালে সোফিয়া কেনিন হারান পেট্রা কিটোভাকে । তাঁর পক্ষে ম্যাচের ফল 6-4, 7-5 । এবছর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন তিনি । বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন । এবার ফরাসি ওপেন জিতে বছর শেষ করতে মরিয়া তিনি ।

সোফিয়া যেখানে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিততে চান, সেখানে যেন এখনও স্বপ্নের মধ্যে রয়েছেন শিয়নটেক । চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারিয়েছেন । এখন গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে । সেমিফাইনালে জয়ের পর শিয়নটেক বলেন, এটা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত । তাঁর কথায়, "মনে হচ্ছে বাস্তব নয় । একদিকে আমি জানি ভালো টেনিস খেলতে পারি । আবার আমার বিস্ময়ও লাগছে । আমি ভাবিনি ফাইনালে উঠব । এটা আমার কাছে বিস্ময়কর, যেন স্বপ্ন সত্যি হল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.