ETV Bharat / sports

মা হওয়ার পর প্রথম কোর্টে নেমেই জয় ছিনিয়ে নিলেন সানিয়া - হবার্ট ওপেন 2020

প্রায় দু'বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন । মাঝের সময়টা তাঁর জীবনে এসেছে পুত্র ইজ়হান ৷ সন্তান হওয়ার পর কোর্টে ফিরেছেন অনেকেই । সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন সানিয়াও ।

sania steal the show
সানিয়া মির্জা
author img

By

Published : Jan 14, 2020, 6:53 PM IST

Updated : Jan 18, 2020, 3:32 PM IST

হবার্ট , 14 জানুয়ারি : 2 বছর পর কোর্টে ফিরেই বাজিমাত সানিয়া মির্জ়ার । হবার্ট ওপেনের শেষ আটে জায়গা পাকা করলেন ভারতীয় টেনিস সুন্দরী । নাদিয়া কিচেনককে সঙ্গী করে ওকসানা কালাশনিকোভা ও মিয়ু কাটো জুটিকে হারালেন 2-6 , 7-6 (10-3) সেটে ৷

  • Today was one of the most special days of my https://t.co/OmE4Vq7KlQ have my parents and my little baby boy wit me in my first match after so long..and we WON our first round.feel very grateful for the love I am receiving.. BELIEF!! Takes you places 🙃YES my baby boy,we did it💪🏽 pic.twitter.com/xxPQ4E2IFE

    — Sania Mirza (@MirzaSania) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম সেটে চেনা মেজাজে পাওয়া যায়নি সানিয়াকে । প্রায় দু'বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন । মাঝের সময়টা তাঁর জীবনে এসেছে পুত্র ইজ়হান ৷ সন্তান হওয়ার পর কোর্টে ফিরেছেন অনেকেই । সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন সানিয়াও । সুধু ফিরলেনই না জয়ও ছিনিয়ে নিলেন ৷

sania mirza
ম্যাচের মাঝে ছেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত সানিয়া ।

দাদু -দিদিমার সঙ্গে ইজ়হানও হাজির ছিল মায়ের খেলা দেখতে ৷ ম্যাচের মাঝে বার বার ছেলের সঙ্গে সানিয়াকে খুনসুটি করতে দেখা যায় ৷ ম্যাচ শেষে টুইট করে নিজের উচ্ছাসের কথা প্রকাশ করেন সানিয়া ৷ লেখেন, " আজ আমার জীবনের বিশেষ দিন ৷ দীর্ঘ বিরতির পর খেলতে নেমে মা-বাবার সঙ্গে ছেলের সমর্থন পেয়েছি , এবং প্রথম রাউন্ডে জিতেছি ৷ সবার ভালবাসা পেয়ে গর্বিত ৷ "

হবার্ট , 14 জানুয়ারি : 2 বছর পর কোর্টে ফিরেই বাজিমাত সানিয়া মির্জ়ার । হবার্ট ওপেনের শেষ আটে জায়গা পাকা করলেন ভারতীয় টেনিস সুন্দরী । নাদিয়া কিচেনককে সঙ্গী করে ওকসানা কালাশনিকোভা ও মিয়ু কাটো জুটিকে হারালেন 2-6 , 7-6 (10-3) সেটে ৷

  • Today was one of the most special days of my https://t.co/OmE4Vq7KlQ have my parents and my little baby boy wit me in my first match after so long..and we WON our first round.feel very grateful for the love I am receiving.. BELIEF!! Takes you places 🙃YES my baby boy,we did it💪🏽 pic.twitter.com/xxPQ4E2IFE

    — Sania Mirza (@MirzaSania) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম সেটে চেনা মেজাজে পাওয়া যায়নি সানিয়াকে । প্রায় দু'বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন । মাঝের সময়টা তাঁর জীবনে এসেছে পুত্র ইজ়হান ৷ সন্তান হওয়ার পর কোর্টে ফিরেছেন অনেকেই । সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন সানিয়াও । সুধু ফিরলেনই না জয়ও ছিনিয়ে নিলেন ৷

sania mirza
ম্যাচের মাঝে ছেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত সানিয়া ।

দাদু -দিদিমার সঙ্গে ইজ়হানও হাজির ছিল মায়ের খেলা দেখতে ৷ ম্যাচের মাঝে বার বার ছেলের সঙ্গে সানিয়াকে খুনসুটি করতে দেখা যায় ৷ ম্যাচ শেষে টুইট করে নিজের উচ্ছাসের কথা প্রকাশ করেন সানিয়া ৷ লেখেন, " আজ আমার জীবনের বিশেষ দিন ৷ দীর্ঘ বিরতির পর খেলতে নেমে মা-বাবার সঙ্গে ছেলের সমর্থন পেয়েছি , এবং প্রথম রাউন্ডে জিতেছি ৷ সবার ভালবাসা পেয়ে গর্বিত ৷ "

New Delhi, Jan 14 (ANI): After Supreme Court rejected curative petition of convicts in 2012 Nirbhaya gang rape case, convicts' lawyer AP Singh said that further legal remedies will be sought. He said, "We will talk to our client and take further legal remedies. It is a media trial." Meanwhile, Nirbhaya's mother Asha Devi, termed it 'big day'. She said, "This is a big day for me. I had been struggling for the last 7 years. But the biggest day will be 22nd January when they (convicts) will be hanged." A Delhi court has pronounced execution of convicts to be held on January 22, at 7 AM. The last resort for convicts is a mercy plea.
Last Updated : Jan 18, 2020, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.