ETV Bharat / sports

কামব্যাক টুর্নামেন্টের ফাইনালে সানিয়া - হবার্ট ওপেনের ফাইনালে সানিয়া

হবার্ট ওপেনে এক অন্য রূপে দেখা দিয়েছেন সানিয়া । কোর্টে সেই চেনা মেজাজের সঙ্গে ম্যাচের ফাঁকে ফাঁকে ছেলের সঙ্গে খুনসুটি ৷ দু'দিক সামলে রূপকথার মত পৌঁছে গেছেন ফাইনালে ৷

সানিয়া মির্জ়া
sania mirza
author img

By

Published : Jan 17, 2020, 1:34 PM IST

হবার্ট, 17 জানুযারি : হবার্ট ওপেনের মহিলাদের ডাবলসের ফাইনালে ইন্দো-ইউক্রেনিয়ান জুটি সানিয়া মির্জা় ও নাদিয়া কিচেনক । সেমিফাইনালে অ্যামেরিকান জুটি ক্রিস্টিয়ানা ম্যাকহেল ও ভানিয়া কিং-কে 7-6 (7-3), 6-2 সেটে হারেলেন সানিয়া-কিচেনক জুটি ।

1 ঘণ্টা 24 মিনিটের ম্যাচে প্রথম সেটে সানিয়া ও কিচেনক জুটিকে বেশ চাপে ফেলে দেয় ম্যাকহেল কিং জুটি ৷ 6-6 হওয়ার পর প্রথম সেট গড়ায় টাইব্রেকারে । সেখানেই মুনশিয়ানা দেখান সানিয়া । টাইব্রেকারে 7-3 এ সেট ছিনিয়ে নেয় সানিয়া-কিচেনক জুটি । দ্বিতীয় সেটে অবশ্য দাঁড়াতে পারেনি ম্যাকহেল-ভিনায় জুটি । তিন বার বিপক্ষের সার্ভিস ভেঙে ম্য়াচ নিজেদের পকেটে পুরে নেন সানিয়া ও কিচেনক ।

কামব্যাক টুর্নামেন্টে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন প্রাক্তন ডাবলস নম্বর ওয়ান । প্রতিদিন ম্যাচের সময় উপস্থিত থাকছে তাঁর ছেলে ইজ়হান । হবার্ট ওপেনে এক অন্য রূপে দেখা দিয়েছেন সানিয়া । কোর্টে সেই চেনা মেজাজের সঙ্গে ম্যাচের ফাঁকে ফাঁকে ছেলের সঙ্গে খুনসুটি ৷ দু'দিক সামলে রূপকথার মত পৌঁছে গেছেন ফাইনালে ৷

শনিবার ফাইনালে সানিয়াদের সামনে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চিনের সুয়াই জ্যাং ও সুয়াই পেংয় । পরপর দুটি ম্যাচে ওয়াক-ওভার পেয়ে ফাইনালে পৌঁছেছে চিনা জুটি । খেতাবি ম্যাচে অবশ্য তাঁদের পড়তে হবে কড়া চ্যালেঞ্জের সামনে ।

হবার্ট, 17 জানুযারি : হবার্ট ওপেনের মহিলাদের ডাবলসের ফাইনালে ইন্দো-ইউক্রেনিয়ান জুটি সানিয়া মির্জা় ও নাদিয়া কিচেনক । সেমিফাইনালে অ্যামেরিকান জুটি ক্রিস্টিয়ানা ম্যাকহেল ও ভানিয়া কিং-কে 7-6 (7-3), 6-2 সেটে হারেলেন সানিয়া-কিচেনক জুটি ।

1 ঘণ্টা 24 মিনিটের ম্যাচে প্রথম সেটে সানিয়া ও কিচেনক জুটিকে বেশ চাপে ফেলে দেয় ম্যাকহেল কিং জুটি ৷ 6-6 হওয়ার পর প্রথম সেট গড়ায় টাইব্রেকারে । সেখানেই মুনশিয়ানা দেখান সানিয়া । টাইব্রেকারে 7-3 এ সেট ছিনিয়ে নেয় সানিয়া-কিচেনক জুটি । দ্বিতীয় সেটে অবশ্য দাঁড়াতে পারেনি ম্যাকহেল-ভিনায় জুটি । তিন বার বিপক্ষের সার্ভিস ভেঙে ম্য়াচ নিজেদের পকেটে পুরে নেন সানিয়া ও কিচেনক ।

কামব্যাক টুর্নামেন্টে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন প্রাক্তন ডাবলস নম্বর ওয়ান । প্রতিদিন ম্যাচের সময় উপস্থিত থাকছে তাঁর ছেলে ইজ়হান । হবার্ট ওপেনে এক অন্য রূপে দেখা দিয়েছেন সানিয়া । কোর্টে সেই চেনা মেজাজের সঙ্গে ম্যাচের ফাঁকে ফাঁকে ছেলের সঙ্গে খুনসুটি ৷ দু'দিক সামলে রূপকথার মত পৌঁছে গেছেন ফাইনালে ৷

শনিবার ফাইনালে সানিয়াদের সামনে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চিনের সুয়াই জ্যাং ও সুয়াই পেংয় । পরপর দুটি ম্যাচে ওয়াক-ওভার পেয়ে ফাইনালে পৌঁছেছে চিনা জুটি । খেতাবি ম্যাচে অবশ্য তাঁদের পড়তে হবে কড়া চ্যালেঞ্জের সামনে ।

Mathura (Uttar Pradesh), Jan 17 (ANI): An Uttar Pradesh Power Corporation Limited (UPPCL) junior engineer was shot dead by unidentified assailants in Mathura on January 16. The deceased has been identified as a resident of Agra, Pradeep Kumar. The body has been sent for the post-mortem. Soon after receiving the information of murder, Deputy Inspector General of Police (DIG) of Mathura Shalabh Mathur reached the spot to investigate the matter. While speaking to ANI, Shalabh Mathur said, "An acquaintance of Pradeep Kumar is involved in his murder. However, we will clear things once we get a post-mortem report. The probe is underway."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.