ETV Bharat / sports

দ্বিতীয় রাউন্ডে হার, দুবাই ওপেনে অভিযান শেষ সানিয়ার - Sania mirza

কামব্যাকের পর হোবার্ট ইন্টারন্যাশনাল জিতেছিলেন সানিয়া মির্জা ৷ এরপর কাফ মাসলের চোটে অস্ট্রেলিয়া ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন ৷ দুবাই ওপেনেও বেশিদূর স্থায়ী হল না টেনিস সুন্দরীর দৌড় ৷ মেয়েদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি ৷

sania mirza
সানিয়া
author img

By

Published : Feb 20, 2020, 1:20 PM IST

দুবাই, 20 ফেব্রুয়ারি: কামব্যাকটা খুব একটা সুখকর হচ্ছে না সানিয়া মির্জার জন্য ৷ কাফ মাসলে চোটের কারণে অস্ট্রেলিয়া ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন ৷ এবার ছিটকে গেলেন দুবাই ওপেন থেকে ৷ মেয়েদের ডাবলসে স্ট্রেট সেটে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি ৷

বেশিদূর গড়াল না দুবাই ওপেনে সানিয়া মির্জার অভিযান ৷ মেয়েদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সানিয়া ও তাঁর ফ্রেঞ্চ জুটি ক্যারোলিনা গ্রেসিয়া ৷ 2-6, 4-6 ব্যবধানে প্রতিযোগিতার পঞ্চম বাছাই জুটি সাইসাই ঝেং এবং বারবোরা ক্রেজসিকোভার কাছে হেরে যায় সানিয়া-ক্যারোলিনা জুটি ৷

গত মঙ্গলবার প্রথম রাউন্ডে সানিয়া এবং গ্রেসিয়া রাশিয়ান জুটি আলা কুদ্রাবাটসেভা এবং স্লোভেনিয়ার ক্যাটরিনা স্রেবোটনিককে হারিয়ে দেন ৷ তিন সেটের ম্যাচের ফলাফল ছিল 6-4, 4-6, 10-8 ৷ কিন্তু দ্বিতীয় রাউন্ডে চিনা-চেক জুটি সাইসাই ঝেং এবং বারবোরা ক্রেজসিকোভার সামনে দাঁড়াতে পারেনি ইন্দো-ফরাসি জুটি৷

দুবাই, 20 ফেব্রুয়ারি: কামব্যাকটা খুব একটা সুখকর হচ্ছে না সানিয়া মির্জার জন্য ৷ কাফ মাসলে চোটের কারণে অস্ট্রেলিয়া ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন ৷ এবার ছিটকে গেলেন দুবাই ওপেন থেকে ৷ মেয়েদের ডাবলসে স্ট্রেট সেটে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি ৷

বেশিদূর গড়াল না দুবাই ওপেনে সানিয়া মির্জার অভিযান ৷ মেয়েদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সানিয়া ও তাঁর ফ্রেঞ্চ জুটি ক্যারোলিনা গ্রেসিয়া ৷ 2-6, 4-6 ব্যবধানে প্রতিযোগিতার পঞ্চম বাছাই জুটি সাইসাই ঝেং এবং বারবোরা ক্রেজসিকোভার কাছে হেরে যায় সানিয়া-ক্যারোলিনা জুটি ৷

গত মঙ্গলবার প্রথম রাউন্ডে সানিয়া এবং গ্রেসিয়া রাশিয়ান জুটি আলা কুদ্রাবাটসেভা এবং স্লোভেনিয়ার ক্যাটরিনা স্রেবোটনিককে হারিয়ে দেন ৷ তিন সেটের ম্যাচের ফলাফল ছিল 6-4, 4-6, 10-8 ৷ কিন্তু দ্বিতীয় রাউন্ডে চিনা-চেক জুটি সাইসাই ঝেং এবং বারবোরা ক্রেজসিকোভার সামনে দাঁড়াতে পারেনি ইন্দো-ফরাসি জুটি৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.