প্যারিস, 19 এপ্রিল : ফের রোলাঁ গ্যারোয় নামছেন রজার ফেডেরার । টুইট করে এখবর নিশ্চিত করেছেন সুইস টেনিস তারকা । গতবছর ফরাসি ওপেনে খেলতে পারেননি তিনি । কিন্তু এবার ক্লে কোর্টে নামার জন্য প্রস্তুত ফেডেরার । গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতির জন্য জেনেভা ওপেনে খেলবেন বলেও জানিয়েছেন তিনি ।
20বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই বিষয়ে টুইটারে লিখেছেন, "আপনাদের অন্তত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা এবং প্যারিসে খেলব । এরপরের সময়টা ট্রেনিংয়ের পিছনে কাটাব । সুইৎজারল্যান্ডে ফের খেলার জন্য মুখিয়ে রয়েছি ।" অগস্ট মাসে 40 বছরে পা দেবেন ফেডেরার । বয়স বাড়লেও পারফরম্যান্সে ধার কমেনি । এই বয়সেও গ্র্যান্ড স্ল্যাম জেতার অন্যতম দাবিদার তিনি । তার আগে ফরাসি ওপেনে প্রতিদ্বন্দ্বিতার করার কথা জানিয়ে অনুরাগীদের খুশি করে দিয়েছেন ফেডেক্স ।
-
Hi everyone!
— Roger Federer (@rogerfederer) April 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Happy to let you know that I will play Geneva🇨🇭 and Paris 🇫🇷. Until then I will use the time to train. Can’t wait to play in Switzerland again. ❤️🚀
">Hi everyone!
— Roger Federer (@rogerfederer) April 18, 2021
Happy to let you know that I will play Geneva🇨🇭 and Paris 🇫🇷. Until then I will use the time to train. Can’t wait to play in Switzerland again. ❤️🚀Hi everyone!
— Roger Federer (@rogerfederer) April 18, 2021
Happy to let you know that I will play Geneva🇨🇭 and Paris 🇫🇷. Until then I will use the time to train. Can’t wait to play in Switzerland again. ❤️🚀
আরও পড়ুন : কেউ কোচ, কেউ ভাষ্যকার, আইপিএল-এর সূচনা ম্যাচের 11 নাইট-সদস্য আজ কোথায় ?
গতবছর করোনার কারণে পিছিয়ে গিয়েছিল ফরাসি ওপেন । এদিকে চোট আঘাতে ভুগছিলেন ফেডেরার । হাঁটুর অস্ত্রেপচারের কারণে গতবছর ফরাসি ওপেনে অংশ নিতে পারেননি । শেষবার 2019 সালে খেলেছিলেন । তাও বছর চারেক পর । তবে সেমিফাইনালের লড়াইয়ে হারতে হয়েছিল রাফায়েল নাদালের কাছে । এবার ফের ক্লে কোর্টে নাদাল-ফেডেরার দ্বৈরথ দেখা যেতে পারে । দুজনেই 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ।