ETV Bharat / sports

ডেভিস কাপ স্কয়্যাডে লি, খেলবেন বেঙ্গালুরু ওপেনও - Leander paes

গতবছর পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে ভারতীয় দলে ফিরে চমকে দিয়েছিলেন ৷ আগামী মার্চে ডেভিস কাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ে ভারতীয় দলে রাখা হয়েছে লিয়েন্ডার পেজ-কে ৷ বেঙ্গালুরু ওপেনে খেলার সম্মতিও দিয়েছেন তিনি ৷

Paes retained in Davis Cup squad
ডেভিস কাপ স্কোয়াডে লি
author img

By

Published : Feb 6, 2020, 9:15 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: টেনিস সার্কিটকে বিদায় জানানোর জন্য প্রস্তুত তিনি ৷ 30 বছরের পেশাদারি টেনিস জীবনের ইতি টানবেন এবছরই ৷ তার আগে ভারতের ডেভিস কাপ টিমে জায়গা ধরে রাখলেন লি ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ছয় সদস্যের টিমে রাখা হয়েছে লিয়েন্ডারকে ৷ পাশাপাশি বেঙ্গালুরু ওপেনেও খেলবেন তিনি ৷

বয়স 46-এর কোঠায় ৷ গত বছর ডাবলস ব়্যাঙ্কিংয়ে একশোর নিচে নেমে গেছিলেন ৷ স্বাভাবিকভাবেই উঠছিল পেজের অবসর জল্পনা ৷ তার মাঝেই পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন লিয়েন্ডার ৷ যদিও তাঁর বিদায়ের সময় যে আগত তা গত বছরের ডিসেম্বরে টুইটের মাধ্যমে নিজেই জানিয়ে দেন ৷ চলতি বছরে তাই বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন লি ৷ তার মধ্যে একটা হল বেঙ্গালুরু ওপেন ATP চ্যালেঞ্জার ৷ দেশের মাটিতে সেটাই হয়ত শেষ টুর্নামেন্ট লি-র ৷ নিজের শহরে পরিচিত দর্শকদের সামনে কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে চাইছেন তিনি ৷ 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বেঙ্গালুরু ওপেন ৷

অন্যদিকে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ারে টাইয়ে 6 এবং 7 মার্চ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ভারত ৷ প্রত্যাশামতোই দলে ফিরেছেন প্রজনেশ গুনেশ্বরণ ৷ ছয় সদস্যের স্কয়্যাডে বাকি সিঙ্গলস খেলোয়াড়রা হলেন সুমিত নাগাল এবং রামকুমার রামানাথান ৷ বাকি তিন ডাবলস খেলোয়াড় হলেন রোহন বোপান্না, দ্বিভিজ শরণ এবং লিয়েন্ডার পেজ ৷ পাকিস্তান যেতে রাজি না হওয়ায় গতবছর মহেশ ভূপতির পরিবর্তে ডেভিস কাপে ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন বাছা হয়েছিল রোহিত রাজপালকে ৷ এবারও তিনি নন প্লেয়িং ক্যাপ্টেন থাকছেন ৷

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: টেনিস সার্কিটকে বিদায় জানানোর জন্য প্রস্তুত তিনি ৷ 30 বছরের পেশাদারি টেনিস জীবনের ইতি টানবেন এবছরই ৷ তার আগে ভারতের ডেভিস কাপ টিমে জায়গা ধরে রাখলেন লি ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ছয় সদস্যের টিমে রাখা হয়েছে লিয়েন্ডারকে ৷ পাশাপাশি বেঙ্গালুরু ওপেনেও খেলবেন তিনি ৷

বয়স 46-এর কোঠায় ৷ গত বছর ডাবলস ব়্যাঙ্কিংয়ে একশোর নিচে নেমে গেছিলেন ৷ স্বাভাবিকভাবেই উঠছিল পেজের অবসর জল্পনা ৷ তার মাঝেই পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন লিয়েন্ডার ৷ যদিও তাঁর বিদায়ের সময় যে আগত তা গত বছরের ডিসেম্বরে টুইটের মাধ্যমে নিজেই জানিয়ে দেন ৷ চলতি বছরে তাই বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন লি ৷ তার মধ্যে একটা হল বেঙ্গালুরু ওপেন ATP চ্যালেঞ্জার ৷ দেশের মাটিতে সেটাই হয়ত শেষ টুর্নামেন্ট লি-র ৷ নিজের শহরে পরিচিত দর্শকদের সামনে কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে চাইছেন তিনি ৷ 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বেঙ্গালুরু ওপেন ৷

অন্যদিকে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ারে টাইয়ে 6 এবং 7 মার্চ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ভারত ৷ প্রত্যাশামতোই দলে ফিরেছেন প্রজনেশ গুনেশ্বরণ ৷ ছয় সদস্যের স্কয়্যাডে বাকি সিঙ্গলস খেলোয়াড়রা হলেন সুমিত নাগাল এবং রামকুমার রামানাথান ৷ বাকি তিন ডাবলস খেলোয়াড় হলেন রোহন বোপান্না, দ্বিভিজ শরণ এবং লিয়েন্ডার পেজ ৷ পাকিস্তান যেতে রাজি না হওয়ায় গতবছর মহেশ ভূপতির পরিবর্তে ডেভিস কাপে ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন বাছা হয়েছিল রোহিত রাজপালকে ৷ এবারও তিনি নন প্লেয়িং ক্যাপ্টেন থাকছেন ৷


Lucknow (Uttar Pradesh), Feb 06 (ANI): Army Chief General Manoj Mukund Naravane on February 06 informed that his troops will get indigenously made Sharang artillery guns on February 07. "The Sharang artillery gun would be inducted into the Indian Army tomorrow. 155 mm Sharang is an upgraded version of the 130 mm M-46 field guns," said Army Chief General MM Naravane while speaking to ANI in Lucknow.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.