ETV Bharat / sports

মাংসপেশিতে চোট নিয়েই দাপুটে জয়ে কোয়ার্টারে জোকারের

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ৷ চতুর্থ রাউন্ডে 7-6 (7-4), 4-6, 6-1, 6-4 স্কোর লাইনে হারালেন কানাডিয়ান প্রতিপক্ষ মিলস রাউনিককে ৷

novak djokovic win in fourth round of australian open
মাংসপেশীতে চোট নিয়েই দাপুটে জয় জোকারের
author img

By

Published : Feb 14, 2021, 7:12 PM IST

Updated : Feb 14, 2021, 8:02 PM IST

মেলবোর্ন, 14 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটাই করেছিলেন চোট নিয়ে ৷ টুর্নামেন্ট যত এগিয়েছে সেই চোট আরও ভুগিয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে ৷ যা তৃতীয় রাউন্ডের খেলায় বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় ৷ ম্যাচ চলাকালীনই পেটের মাংসপেশিতে টান ধরে তাঁর ৷ এই পরিস্থিতিতে প্রি-কোয়ার্টার ফাইনালের আগে অনুশীলনও বন্ধ করে দিয়েছিলেন বিশ্রাম নেওয়ার জন্য ৷ জটিল এই পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত পারফরমেন্স করে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক ৷ প্রতিপক্ষ কানাডিয়ান খেলোয়াড় মিলস রাউনিককে 7-6 (7-4), 4-6, 6-1, 6-4 স্কোর লাইনে হারালেন তিনি ৷

আজ রড লেভার এরিনায় শুরু থেকে জোকারের দাপট দেখা যায়নি ৷ চোটের কারণেই হোক বা অন্য কিছু, শুরু থেকেই আরষ্ঠ ছিলেন নোভাক ৷ প্রথম সেটের গেম টাইব্রেকারে চলে যায় ৷ 7-6 (7-4) গেমে প্রথম সেট জেতেন তিনি ৷ তবে, দ্বিতীয় সেটে রাউনিক পালটা চাপ তৈরি করেন ৷ 4-6 গেমে বিশ্বের এক নম্বরকে সেট খোয়াতে বাধ্য করেন ৷ এখানেই বোধহয় সেরারা তাঁদের সেরার হওয়ার উদাহরণ পেশ করেন ৷ এরপর তৃতীয় সেটে কানাডার রাউনিককে কার্যত উড়িয়ে দেন জোকার ৷ 1-6-র দাপটে সেট নিজের নামে করেন তিনি ৷ চতুর্থ তথা শেষ সেটেও রাউনিক প্রথমটায় ভালো শুরু করেছিলেন ৷ কিন্তু, কথায় আছে রাজা একজনই হয় ৷ আর রড লেভার এরিনায় আজকের রাজা যে নোভাক জোকোভিচ তা দ্রুতই প্রমাণ হয়ে যায় ৷ পিছিয়ে গিয়েও ঝড়ের গতিতে 6-4 ফলে সেট এবং ম্যাচ নিজের নামে করেন নোভাক জোকোভিচ ৷

আরও পড়ুন : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে জয় নাদালের

আজকের খেলায় জিতে নোভাক অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন ৷ সেখানে তাঁর প্রতিপক্ষ জার্মানির অ্যালেকজ়ান্ডার জ়েভরেভ ৷ আগামী মঙ্গলবার সেই খেলা রয়েছে ৷

মেলবোর্ন, 14 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটাই করেছিলেন চোট নিয়ে ৷ টুর্নামেন্ট যত এগিয়েছে সেই চোট আরও ভুগিয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে ৷ যা তৃতীয় রাউন্ডের খেলায় বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় ৷ ম্যাচ চলাকালীনই পেটের মাংসপেশিতে টান ধরে তাঁর ৷ এই পরিস্থিতিতে প্রি-কোয়ার্টার ফাইনালের আগে অনুশীলনও বন্ধ করে দিয়েছিলেন বিশ্রাম নেওয়ার জন্য ৷ জটিল এই পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত পারফরমেন্স করে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক ৷ প্রতিপক্ষ কানাডিয়ান খেলোয়াড় মিলস রাউনিককে 7-6 (7-4), 4-6, 6-1, 6-4 স্কোর লাইনে হারালেন তিনি ৷

আজ রড লেভার এরিনায় শুরু থেকে জোকারের দাপট দেখা যায়নি ৷ চোটের কারণেই হোক বা অন্য কিছু, শুরু থেকেই আরষ্ঠ ছিলেন নোভাক ৷ প্রথম সেটের গেম টাইব্রেকারে চলে যায় ৷ 7-6 (7-4) গেমে প্রথম সেট জেতেন তিনি ৷ তবে, দ্বিতীয় সেটে রাউনিক পালটা চাপ তৈরি করেন ৷ 4-6 গেমে বিশ্বের এক নম্বরকে সেট খোয়াতে বাধ্য করেন ৷ এখানেই বোধহয় সেরারা তাঁদের সেরার হওয়ার উদাহরণ পেশ করেন ৷ এরপর তৃতীয় সেটে কানাডার রাউনিককে কার্যত উড়িয়ে দেন জোকার ৷ 1-6-র দাপটে সেট নিজের নামে করেন তিনি ৷ চতুর্থ তথা শেষ সেটেও রাউনিক প্রথমটায় ভালো শুরু করেছিলেন ৷ কিন্তু, কথায় আছে রাজা একজনই হয় ৷ আর রড লেভার এরিনায় আজকের রাজা যে নোভাক জোকোভিচ তা দ্রুতই প্রমাণ হয়ে যায় ৷ পিছিয়ে গিয়েও ঝড়ের গতিতে 6-4 ফলে সেট এবং ম্যাচ নিজের নামে করেন নোভাক জোকোভিচ ৷

আরও পড়ুন : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে জয় নাদালের

আজকের খেলায় জিতে নোভাক অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন ৷ সেখানে তাঁর প্রতিপক্ষ জার্মানির অ্যালেকজ়ান্ডার জ়েভরেভ ৷ আগামী মঙ্গলবার সেই খেলা রয়েছে ৷

Last Updated : Feb 14, 2021, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.