মাদ্রিদ, 3 এপ্রিল : মে মাস থেকে শুরু হতে চলা মাদ্রিদ ওপেনে অংশ নেবেন না বিশ্ব টেনিসের 1নং তারকা নোভাক জোকভিচ ৷ সার্বিয়ান মিডিয়ার রিপোর্টে এমনটাই জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 2 মে থেকে 9 মে পর্যন্ত চলা মাদ্রিদ ওপেনে জোকভিচ অংশ নেবেন না ৷ তবে, তিনি গত বছর করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ক্লে-কোর্ট মাস্টার্স 1000 ইভেন্টে তিনি খেলতে পারেন ৷ প্রসঙ্গত, 2019 সালে শেষ মাদ্রিদ ওপেন চ্য়াম্পিয়ন হয়েছিলেন নোভাক ৷
18 বার গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকভিচ আর মাত্র 2টি গ্র্যান্ড স্লাম জিতলেই সুইস তারকা রজার ফেডেরার এবং স্প্যানিশ রাফায়েল নাদালের সঙ্গে এক সারিতে চলে আসবেন ৷ তবে, সম্প্রতি ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জোকভিচ ৷ সেই টুর্নামেন্টে পেশিতে চোট নিয়েই খেলেছিলেন তিনি ৷ তারপর যে তিনি মাঝের বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নেবেন না তা অনুমান করাই গিয়েছিল ৷ সেই মতো আগামী মে মাসে হতে চলা মাদ্রিদ ওপেনে অংশ নিচ্ছেন না জোকার ৷ নোভাক জোকভিচ 2019 সালে আয়োজিত শেষ মাদ্রিদ ওপেনে বিজেতা ছিলেন ৷ সেখানে গ্রিসের স্তেফানোস তিসতিসপাসকে হারিয়ে ট্রফি জিতেছিলেন তিনি ৷
আরও পড়ুন : টপকালেন ফেডেরারকে, বেশি সময় একনম্বর ব়্যাঙ্কের রেকর্ড জোকারের
প্রসঙ্গত, এই মুহূর্তে চলা মায়ামিত ওপেন মাস্টার্স 1000 টুর্নামেন্ট থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সার্বিয়ান এই তারকা ৷ তবে, ক্লে-কোর্টে ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্লামে তিনি অংশ নেবেন ৷ আর সেই কারণেই নিজেকে ফিট রাখতে নিজেকে অধিকাংশ টুর্নামেন্ট থেকে দূরে রাখছেন নোভাক ৷ ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে, মন্টে কার্লো মাস্টার্স, সার্বিয়ান ওপেন এটিপি 250 এবং রোম মাস্টার্সে খেলতে পারেন নোভাক জোকভিচ ৷