ETV Bharat / sports

French Open 2021 : বেরানকিসকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ - নোভাক জকোভিচ

আগে বেরানকিসের বিরুদ্ধে তিনবার নেমেছিলেন জোকার ৷ প্রতিবারই বেরানকিসকে হারান এই সার্বিয়ান টেনিস তারকা ৷ নিজের 19তম গ্র্যান্ড স্ল্যামের উদ্দেশে নেমেছেন জকোভিচ ৷

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ
ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ
author img

By

Published : Jun 5, 2021, 8:45 PM IST

প্যারিস, 5 জুন : ফ্রেঞ্চ ওপেনের (French Open 2021) চতুর্থ রাউন্ডে নিজের নাম পাকা করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) ৷ আগাগোড়া দাপট দেখিয়ে হারালেন বিশ্বের 93 নম্বর টেনিস প্লেয়ার লিথুয়ানিয়ান রিকার্ডস বেরানকিসকে ৷ খেলার ফলাফল 6-1, 6-4, 6-1 ৷

আগে বেরানকিসের বিরুদ্ধে তিনবার নেমেছিলেন জোকার ৷ প্রতিবারই বেরানকিসকে হারান এই সার্বিয়ান টেনিস তারকা ৷ নিজের 19তম গ্র্যান্ড স্ল্যামের উদ্দেশে নেমেছেন জকোভিচ ৷

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

ম্যাচে প্রতিপক্ষের সার্ভিস 6 বার ব্রেক করেন জোকার ৷ এই নিয়ে 12 বার রোনাল্ড গারোসের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন জকোভিচ ৷ 2016 সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন, চলতি টুর্নামেন্টে এখনও একটিও সেট হারেননি ৷ চতুর্থ রাউন্ডে জকোভিচ মুখোমুখি হবেন ইতালিয়ান টিন এজার লোরেঞ্জো মুসেত্তির ৷

প্যারিস, 5 জুন : ফ্রেঞ্চ ওপেনের (French Open 2021) চতুর্থ রাউন্ডে নিজের নাম পাকা করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) ৷ আগাগোড়া দাপট দেখিয়ে হারালেন বিশ্বের 93 নম্বর টেনিস প্লেয়ার লিথুয়ানিয়ান রিকার্ডস বেরানকিসকে ৷ খেলার ফলাফল 6-1, 6-4, 6-1 ৷

আগে বেরানকিসের বিরুদ্ধে তিনবার নেমেছিলেন জোকার ৷ প্রতিবারই বেরানকিসকে হারান এই সার্বিয়ান টেনিস তারকা ৷ নিজের 19তম গ্র্যান্ড স্ল্যামের উদ্দেশে নেমেছেন জকোভিচ ৷

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

ম্যাচে প্রতিপক্ষের সার্ভিস 6 বার ব্রেক করেন জোকার ৷ এই নিয়ে 12 বার রোনাল্ড গারোসের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন জকোভিচ ৷ 2016 সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন, চলতি টুর্নামেন্টে এখনও একটিও সেট হারেননি ৷ চতুর্থ রাউন্ডে জকোভিচ মুখোমুখি হবেন ইতালিয়ান টিন এজার লোরেঞ্জো মুসেত্তির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.