ETV Bharat / sports

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, আজ নামছেন সেরেনা ও সুমিত

211 দিন পর ফিরেছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস ৷ জৈব সুরক্ষিত স্টেডিয়ামে মাস্ক ও দর্শকের অনুপস্থিতিতে নিউইয়র্কে শুরু হয়েছে US ওপেনের আসর ৷

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, আজ নামছেন সেরেনা ও সুমিত
দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, আজ নামছেন সেরেনা ও সুমিত
author img

By

Published : Sep 1, 2020, 6:16 PM IST

নিউইয়র্ক, 1 সেপ্টেম্বর : কোরোনার মধ্যে নিজের দেশ সার্বিয়ায় টেনিস টুর্নামেন্ট আয়োজন করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ৷ নিজেও কোরোনায় আক্রান্ত হন ৷ সেসব এখন অতীত ৷ সমালোচনা ঝেড়ে ফেলে রজার ফেডেরার, রাফায়েল নাদালবিহীন US ওপেনের দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন নোভাক জোকোভিচ ৷ প্রথম রাউন্ডে সার্ব তারকার প্রতিপক্ষ ছিলেন বসনিয়া ও হার্জেগোভেনিয়ার দামির জ়ুমহুর ৷ 6-1, 6-4, 6-1 স্ট্রেট সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষকে ৷

211 দিন পর ফিরেছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস ৷ জৈব সুরক্ষিত স্টেডিয়ামে মাস্ক ও দর্শকের অনুপস্থিতিতে নিউইয়র্কে শুরু হয়েছে US ওপেনের আসর ৷ গোটা বিশ্বের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা যেখানে সবচেয়ে বেশি ৷ মঙ্গলবার জায়ান্ট আর্থার অ্যাশ স্টেডিয়ামের নিস্তব্ধ গ্যালারির সামনে খেলতে নেমে তেমন সমস্যা হয়নি জোকোভিচের ৷ 17বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী প্রথম সেটে (6-1) দাঁড়াতেই দেননি জ়ুমুহুরকে ৷ দ্বিতীয় সেটে জুমুহুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ৷ তবে সফল হননি ৷ 6-1 ব্যবধানে তৃতীয় তথা শেষ সেট জিতে ম্যাচ বের করে নেন জোকার ৷ বুধবার দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ডের কাইলি এডমুন্ড ৷

24তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সামনে দাঁড়িয়ে বারবার ব্যর্থ হয়েছেন ৷ 2017 সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস ৷ সেটি ছিল কেরিয়ারের 23 নম্বর গ্র্যান্ড স্ল্যাম ৷ 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেই ছুঁয়ে ফেলবেন সর্বকালের সেরা মহিলা টেনিস তারকা মার্গারেট কোর্টের রেকর্ড ৷ আজ ঘরের মাটিতে ফের একবার মাইলস্টোন গড়ার লক্ষ্য নিয়ে নামছেন সেরেনা ৷ প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ সেদেশেরই অনামী প্লেয়াম ক্রিস্টি অহন ৷ গতবছর ফ্ল্যাশিং মেডোয় চতুর্থ রাউন্ডে পা রেখেছিলেন বছর আঠাশের ক্রিস্টি ৷

স্থানীয় প্রতিপক্ষ ব্র্যাডলি ক্লাহানের বিরুদ্ধে আজ US ওপেন অভিযান শুরু করছেন ভারতের সুমিত নাগাল ৷ বছর তিরিশের প্রতিদ্বন্দ্বীর চেয়ে একটু এগিয়ে সুমিত ৷ বিশ্ব টেনিসের সিঙ্গলসের ক্রমতালিকায় 122 নম্বরে রয়েছেন সুমিত ৷ ক্লাহানের র্যাঙ্কিং 128 ৷ US ওপেনের মূলপর্বে খেলার সুযোগ পেয়ে উচছ্বসিত দেশের একনম্বর সিঙ্গলস তারকা ৷

নিউইয়র্ক, 1 সেপ্টেম্বর : কোরোনার মধ্যে নিজের দেশ সার্বিয়ায় টেনিস টুর্নামেন্ট আয়োজন করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ৷ নিজেও কোরোনায় আক্রান্ত হন ৷ সেসব এখন অতীত ৷ সমালোচনা ঝেড়ে ফেলে রজার ফেডেরার, রাফায়েল নাদালবিহীন US ওপেনের দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন নোভাক জোকোভিচ ৷ প্রথম রাউন্ডে সার্ব তারকার প্রতিপক্ষ ছিলেন বসনিয়া ও হার্জেগোভেনিয়ার দামির জ়ুমহুর ৷ 6-1, 6-4, 6-1 স্ট্রেট সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষকে ৷

211 দিন পর ফিরেছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস ৷ জৈব সুরক্ষিত স্টেডিয়ামে মাস্ক ও দর্শকের অনুপস্থিতিতে নিউইয়র্কে শুরু হয়েছে US ওপেনের আসর ৷ গোটা বিশ্বের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা যেখানে সবচেয়ে বেশি ৷ মঙ্গলবার জায়ান্ট আর্থার অ্যাশ স্টেডিয়ামের নিস্তব্ধ গ্যালারির সামনে খেলতে নেমে তেমন সমস্যা হয়নি জোকোভিচের ৷ 17বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী প্রথম সেটে (6-1) দাঁড়াতেই দেননি জ়ুমুহুরকে ৷ দ্বিতীয় সেটে জুমুহুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ৷ তবে সফল হননি ৷ 6-1 ব্যবধানে তৃতীয় তথা শেষ সেট জিতে ম্যাচ বের করে নেন জোকার ৷ বুধবার দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ডের কাইলি এডমুন্ড ৷

24তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সামনে দাঁড়িয়ে বারবার ব্যর্থ হয়েছেন ৷ 2017 সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস ৷ সেটি ছিল কেরিয়ারের 23 নম্বর গ্র্যান্ড স্ল্যাম ৷ 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেই ছুঁয়ে ফেলবেন সর্বকালের সেরা মহিলা টেনিস তারকা মার্গারেট কোর্টের রেকর্ড ৷ আজ ঘরের মাটিতে ফের একবার মাইলস্টোন গড়ার লক্ষ্য নিয়ে নামছেন সেরেনা ৷ প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ সেদেশেরই অনামী প্লেয়াম ক্রিস্টি অহন ৷ গতবছর ফ্ল্যাশিং মেডোয় চতুর্থ রাউন্ডে পা রেখেছিলেন বছর আঠাশের ক্রিস্টি ৷

স্থানীয় প্রতিপক্ষ ব্র্যাডলি ক্লাহানের বিরুদ্ধে আজ US ওপেন অভিযান শুরু করছেন ভারতের সুমিত নাগাল ৷ বছর তিরিশের প্রতিদ্বন্দ্বীর চেয়ে একটু এগিয়ে সুমিত ৷ বিশ্ব টেনিসের সিঙ্গলসের ক্রমতালিকায় 122 নম্বরে রয়েছেন সুমিত ৷ ক্লাহানের র্যাঙ্কিং 128 ৷ US ওপেনের মূলপর্বে খেলার সুযোগ পেয়ে উচছ্বসিত দেশের একনম্বর সিঙ্গলস তারকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.