ETV Bharat / sports

সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়তে চান জোকোভিচ - Novak Djokovic confident of beating slam title & world number one record

সার্বিয়ান তারকার ঝুলিতে 17টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে । এক্ষেত্রে রজার ফেডেরারের থেকে তিন ও রাফায়েল নাদালের থেকে দু কদম পিছিয়ে আছেন জোকোভিচ ।

জোকোভিচ
জোকোভিচ
author img

By

Published : May 16, 2020, 7:01 PM IST

প্যারিস, 16 মে: সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়ার পরই অবসর নিতে চান টেনিস তারকা নোভাক জোকোভিচ । 17টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ এই নজির গড়ার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী । পাশাপাশি সবচেয়ে বেশি সপ্তাহ ধরে র‌্যাঙ্কিংয়ে একনম্বর স্থান ধরে রাখার বিশ্বরেকর্ডও ভেঙে ফেলতে চান তিনি ।

বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস হানা দেওয়ার আগে পর্যন্ত জোকোভিচকে অপ্রতিরোধ্য গতিতে এগোতে দেখা গিয়েছিল । বছরের শুরুটা করেছিলেন রেকর্ড আটবার অস্ট্রেলিয়া ওপেন জিতে । একবছর ধরে টানা 18টি ম্যাচে অপরাজিত ছিলেন তিনি । তারপরই কোরোনা আতঙ্কে সব স্তব্ধ হয়ে যায় । তাই গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাটা বাড়াতে অপেক্ষা করতে হবে তাঁকে । সম্প্রতি টিভিতে একটি অনুষ্ঠানে জোকার বলেন, "টেনিসে এখনও আমার অনেক কিছু দেওয়ার আছে । সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়তে পারি বলে বিশ্বাস করি । পাশাপাশি সবচেয়ে বেশি সপ্তাহ ধরে এক নম্বর স্থান ধরে রাখার রেকর্ডও ভেঙে দিতে পারি বলেই আমার বিশ্বাস । এগুলোই এখন আমার লক্ষ্য ।"

সার্বিয়ান তারকার ঝুলিতে 17টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে । সেখানে পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক 20টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জয়ের নজির রয়েছে রজার ফেডেরারের । এছাড়া সর্বাধিক 310 সপ্তাহ র‌্যাঙ্কিংয়ে একনম্বর স্থানে থাকার বিশ্বরেকর্ডও রয়েছে সুইস মায়েস্ত্রোর দখলে । সেখানে পয়লা নম্বর টেনিস তারকার সিংহাসনে টানা 282 সপ্তাহ থেকেছেন নোভাক । এই দিক থেকে ফেডেরারের থেকে অনেকটাই পিছিয়ে জোকোভিচ । 22 মে 33 বছরে পা দেবেন সার্বিয়ান টেনিস তারকা । 40 পর্যন্ত অনায়াসে খেলা চালিয়ে যেতে পারবেন বলে মনে করেন তিনি । জোকোভিচের কথায়, "আমি সীমায় বিশ্বাস করি না । আরও অনেক দূর পর্যন্ত এগোতে চাই ।"

প্যারিস, 16 মে: সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়ার পরই অবসর নিতে চান টেনিস তারকা নোভাক জোকোভিচ । 17টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ এই নজির গড়ার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী । পাশাপাশি সবচেয়ে বেশি সপ্তাহ ধরে র‌্যাঙ্কিংয়ে একনম্বর স্থান ধরে রাখার বিশ্বরেকর্ডও ভেঙে ফেলতে চান তিনি ।

বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস হানা দেওয়ার আগে পর্যন্ত জোকোভিচকে অপ্রতিরোধ্য গতিতে এগোতে দেখা গিয়েছিল । বছরের শুরুটা করেছিলেন রেকর্ড আটবার অস্ট্রেলিয়া ওপেন জিতে । একবছর ধরে টানা 18টি ম্যাচে অপরাজিত ছিলেন তিনি । তারপরই কোরোনা আতঙ্কে সব স্তব্ধ হয়ে যায় । তাই গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাটা বাড়াতে অপেক্ষা করতে হবে তাঁকে । সম্প্রতি টিভিতে একটি অনুষ্ঠানে জোকার বলেন, "টেনিসে এখনও আমার অনেক কিছু দেওয়ার আছে । সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়তে পারি বলে বিশ্বাস করি । পাশাপাশি সবচেয়ে বেশি সপ্তাহ ধরে এক নম্বর স্থান ধরে রাখার রেকর্ডও ভেঙে দিতে পারি বলেই আমার বিশ্বাস । এগুলোই এখন আমার লক্ষ্য ।"

সার্বিয়ান তারকার ঝুলিতে 17টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে । সেখানে পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক 20টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জয়ের নজির রয়েছে রজার ফেডেরারের । এছাড়া সর্বাধিক 310 সপ্তাহ র‌্যাঙ্কিংয়ে একনম্বর স্থানে থাকার বিশ্বরেকর্ডও রয়েছে সুইস মায়েস্ত্রোর দখলে । সেখানে পয়লা নম্বর টেনিস তারকার সিংহাসনে টানা 282 সপ্তাহ থেকেছেন নোভাক । এই দিক থেকে ফেডেরারের থেকে অনেকটাই পিছিয়ে জোকোভিচ । 22 মে 33 বছরে পা দেবেন সার্বিয়ান টেনিস তারকা । 40 পর্যন্ত অনায়াসে খেলা চালিয়ে যেতে পারবেন বলে মনে করেন তিনি । জোকোভিচের কথায়, "আমি সীমায় বিশ্বাস করি না । আরও অনেক দূর পর্যন্ত এগোতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.