ETV Bharat / sports

US open 2021 : পাঁচ সেট, সাড়ে তিন ঘণ্টার লড়াই জিতে ইতিহাসের দোরগোড়ায় জকোভিচ

ইউএস ওপেন জিতলেই ইতিহাস গড়বেন জকোভিচ ৷ পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন তিনি ৷ এই মুহূর্তে রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং জকোভিচের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা 20 ৷

novak-djokovic-beats-alexander-zverev-in-us-open-semifinal
পাঁচ সেট, সাড়ে তিন ঘণ্টার লড়াই জিতে ইতিহাসের দোরগোড়ায় জকোভিচ
author img

By

Published : Sep 11, 2021, 8:54 AM IST

Updated : Sep 11, 2021, 10:25 AM IST

নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর : তাঁর দুই প্রতিদ্বন্দ্বী মাঠের বাইরে ৷ তিনি দৌড়ে চলেছেন ৷ স্বপ্নের দৌড় ৷ টোকিয়ো অলিম্পিকস বাদ দিলে 2021-এ তাঁর জয়রথ অব্যাহত ৷ ইউএস ওপেনেও অপ্রতিরোধ্য তিনি ৷ প্রতিপক্ষ লড়াই করছেন ৷ কিন্তু, জয়ের ধ্বজা ওড়াচ্ছেন তিনি ৷ আজও সেমি ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে পাঁচ সেটের তীব্র লড়াইয়ের শেষে হাসি ফুটল তাঁরই মুখে ৷ তিনি, নোভাক জকোভিচ ৷

তবে সব জয় সহজে আসেনি জোকারের কাছে ৷ কখনও দু'সেটে পিছিয়ে থেকে জিতেছেন ৷ কখনও শারীরিক যন্ত্রণা নিয়ে খেলে জিতেছেন ৷ আজকের ম্যাচও যেমন গড়াল পঞ্চম সেট পর্যন্ত ৷ তীব্র লড়াই করলেন জেরেভ ৷ প্রথম সেটও জিতলেন ৷ তার পরের সেটে জেরেভকে দাঁড়াতে দিলেন না জোকার ৷ পরের সেটও জিতলেন ৷ চতুর্থ সেটে আবার ফিরলেন জেরেভ ৷ জিতলেন 6-4 এ ৷ পঞ্চম তথা ম্যাচের নির্ণায়ক সেটে জোকারের গতির কাছে হার মানতে হল 24 বছরের জেরেভকে ৷ ম্যাচ শেষ হতে লাগল 3 ঘণ্টা 34 মিনিট ৷

এই সংক্রান্ত খবর : প্রথম সেট হেরে দুর্দান্ত প্রত্যাবর্তন, ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম থেকে দুধাপ দূরে জকোভিচ

ইউএস ওপেনের ফাইনালে জকোভিচের সামনে বিশ্বের 2 নম্বর টেনিস খেলোয়াড় দানিল মেদভেদেভ ৷ ওই ম্যাচ জিতলে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জকোভিচ ৷ এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন জিতেছেন তিনি ৷ আর একটা বাধা টপকালেই ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম ৷

আর ফাইনাল জিতলে আরও একটা রেকর্ড করবেন ৷ ফেডেরার ও নাদালকে টপকে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের দখলে নেওয়া ৷ তিনজনেই 20 টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ জোকারের দুই প্রতিদ্বন্দ্বী বেশ কিছুদিন মাঠের বাইরে ৷ অলিম্পিকস এবং ইউএস ওপেনেও অংশ নেননি তাঁরা ৷

ইউএস ওপেন জিতলে দুই প্রতিদ্বন্দ্বীর রেকর্ড ভাঙার পাশাপাশি সর্বকালের সেরার লড়াইটাও একপেশে করে ফেলবেন টেনিস দুনিয়ার জোকার ৷

নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর : তাঁর দুই প্রতিদ্বন্দ্বী মাঠের বাইরে ৷ তিনি দৌড়ে চলেছেন ৷ স্বপ্নের দৌড় ৷ টোকিয়ো অলিম্পিকস বাদ দিলে 2021-এ তাঁর জয়রথ অব্যাহত ৷ ইউএস ওপেনেও অপ্রতিরোধ্য তিনি ৷ প্রতিপক্ষ লড়াই করছেন ৷ কিন্তু, জয়ের ধ্বজা ওড়াচ্ছেন তিনি ৷ আজও সেমি ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে পাঁচ সেটের তীব্র লড়াইয়ের শেষে হাসি ফুটল তাঁরই মুখে ৷ তিনি, নোভাক জকোভিচ ৷

তবে সব জয় সহজে আসেনি জোকারের কাছে ৷ কখনও দু'সেটে পিছিয়ে থেকে জিতেছেন ৷ কখনও শারীরিক যন্ত্রণা নিয়ে খেলে জিতেছেন ৷ আজকের ম্যাচও যেমন গড়াল পঞ্চম সেট পর্যন্ত ৷ তীব্র লড়াই করলেন জেরেভ ৷ প্রথম সেটও জিতলেন ৷ তার পরের সেটে জেরেভকে দাঁড়াতে দিলেন না জোকার ৷ পরের সেটও জিতলেন ৷ চতুর্থ সেটে আবার ফিরলেন জেরেভ ৷ জিতলেন 6-4 এ ৷ পঞ্চম তথা ম্যাচের নির্ণায়ক সেটে জোকারের গতির কাছে হার মানতে হল 24 বছরের জেরেভকে ৷ ম্যাচ শেষ হতে লাগল 3 ঘণ্টা 34 মিনিট ৷

এই সংক্রান্ত খবর : প্রথম সেট হেরে দুর্দান্ত প্রত্যাবর্তন, ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম থেকে দুধাপ দূরে জকোভিচ

ইউএস ওপেনের ফাইনালে জকোভিচের সামনে বিশ্বের 2 নম্বর টেনিস খেলোয়াড় দানিল মেদভেদেভ ৷ ওই ম্যাচ জিতলে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জকোভিচ ৷ এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন জিতেছেন তিনি ৷ আর একটা বাধা টপকালেই ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম ৷

আর ফাইনাল জিতলে আরও একটা রেকর্ড করবেন ৷ ফেডেরার ও নাদালকে টপকে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের দখলে নেওয়া ৷ তিনজনেই 20 টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ জোকারের দুই প্রতিদ্বন্দ্বী বেশ কিছুদিন মাঠের বাইরে ৷ অলিম্পিকস এবং ইউএস ওপেনেও অংশ নেননি তাঁরা ৷

ইউএস ওপেন জিতলে দুই প্রতিদ্বন্দ্বীর রেকর্ড ভাঙার পাশাপাশি সর্বকালের সেরার লড়াইটাও একপেশে করে ফেলবেন টেনিস দুনিয়ার জোকার ৷

Last Updated : Sep 11, 2021, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.