ETV Bharat / sports

রোলাঁ গারোয় রূপকথার ফাইনাল, মুখোমুখি নাদাল-জকোভিচ

author img

By

Published : Oct 10, 2020, 7:33 AM IST

কোরোনা পরবর্তী টেনিস বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ৷

রোলাঁ গ্যারোঁয় রূপকথার ফাইনাল, মুখোমুখি নাদাল-জোকোভিচ
রোলাঁ গ্যারোঁয় রূপকথার ফাইনাল, মুখোমুখি নাদাল-জোকোভিচ

প্যারিস, 10 অক্টোবর : গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ৷ দুই ফাইনালিস্টের নাম রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ ৷ এরকম একটা দ্বৈরথের অপেক্ষায় ছিল টেনিস বিশ্ব ৷ ফরাসি ওপেন সেই সুযোগ করে দিল ৷ রবিবাসরীয় রোলাঁ গারোয় মুখোমুখি হচ্ছেন টেনিস বিশ্বের এই দুই কিংবদন্তি ৷ বলতে গেলে কোরোনা পরবর্তী টেনিস বিশ্বের বড় দ্বৈরথ হতে চলেছে ফরাসি ওপেনে ৷

তবে ফাইনালে উঠতে স্টেফানো সিসিপাসের বিরুদ্ধে বেশ কসরত করতে হয়েছে জকোভিচকে ৷ এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ ছিলেন প্রতিপক্ষ স্টেফানো সিসিপাস ৷ সেমির লড়াইয়ে প্রথম দুটি সেট অনায়াসে জিতে ফেলেন জকোভিচ ৷ দুটি সেট জেতেন 6-3, 6-2 ব্যবধানে ৷ কিন্তু তৃতীয় সেটেই ঘুরে দাঁড়ালেন গ্রিক তারকা ৷ চতুর্থ সেটেও সিসিপাসের দাপট দেখে আশঙ্কা ঘিরে ধরেছিল জকোভিচ ভক্তদের ৷ 5-7, 4-6 ব্যবধানে দুটি সেট হারার পর পঞ্চম তথা ফাইনাল সেটে ঘুরে দাঁড়ান জকোভিচ ৷ অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে 6-1 ব্যবধানে ফাইনাল সেট জিতে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷

দ্বিতীয়বার ফরাসি ওপেন জয়ের দোরগোড়ায় জোকোভিচ
দ্বিতীয়বার ফরাসি ওপেন জয়ের দোরগোড়ায় জকোভিচ

তার আগেই অবশ্য ফাইনালে পা রাখেন রাফায়েল নাদাল ৷ ক্লে কোর্টে সবসময়ই অপ্রতিরোধ্য তিনি ৷ আর ফরাসি ওপেনে একচেটিয়া আধিপত্যও তাঁর ৷ প্রিয় রোলাঁ গারোর ফাইনালে না উঠলেই সেটা হত বড় অঘটন ৷ সেমিফাইনালে তিন সেটে 6-3, 6-3, 7-6 (7/0) দিয়েগো সোয়ার্ৎজ়ম্যানকে হারিয়ে কেরিয়ারের 13তম ফরাসি ওপেন জয়ের মুখে স্প্যানিশ তারকা ৷ পাশাপাশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রেও রজার ফেডেরারকে ছোঁয়ার হাতছানি নাদালের সামনে ৷ এখনও পর্যন্ত পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ 20টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড রয়েছে রজার ফেডেরারের কাছে ৷ রবিবারের ফাইনালে জকোভিচ কাঁটা দূর করতে পারলেই সেটা সম্ভব ৷

সেমিতে সোয়ার্ৎজম্যানকে হারানোর পর নাদাল
সেমিতে সোয়ার্ৎজ়ম্যানকে হারানোর পর নাদাল

রবিবারের ফাইনাল জিতলে দুবার করে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিরল রেকর্ড গড়বেন জকোভিচ ৷ একে ক্লে কোর্ট, তার উপর বিপক্ষের নাম রাফায়েল নাদাল ৷ তাই এই ফাইনাল এত সোজা হবে না, জানেন তিনি ৷ তাই সেমিফাইনাল জিতেই বলে দিলেন, "এটা রাফার বাড়ি ৷ এখানেই 2015 সালে হারিয়েছিলাম ওকে ৷ ফাইনালের আগে এটাই আমার অনুপ্রেরণা ৷ তবে ক্লে কোর্টে নাদালের বিরুদ্ধে খেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷" ক্লে কোর্টে এখনও পর্যন্ত যে দুজন রাফাকে হারাতে পেরেছেন তাঁদের মধ্যে একজন হলেন জকোভিচ ৷

প্যারিস, 10 অক্টোবর : গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ৷ দুই ফাইনালিস্টের নাম রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ ৷ এরকম একটা দ্বৈরথের অপেক্ষায় ছিল টেনিস বিশ্ব ৷ ফরাসি ওপেন সেই সুযোগ করে দিল ৷ রবিবাসরীয় রোলাঁ গারোয় মুখোমুখি হচ্ছেন টেনিস বিশ্বের এই দুই কিংবদন্তি ৷ বলতে গেলে কোরোনা পরবর্তী টেনিস বিশ্বের বড় দ্বৈরথ হতে চলেছে ফরাসি ওপেনে ৷

তবে ফাইনালে উঠতে স্টেফানো সিসিপাসের বিরুদ্ধে বেশ কসরত করতে হয়েছে জকোভিচকে ৷ এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ ছিলেন প্রতিপক্ষ স্টেফানো সিসিপাস ৷ সেমির লড়াইয়ে প্রথম দুটি সেট অনায়াসে জিতে ফেলেন জকোভিচ ৷ দুটি সেট জেতেন 6-3, 6-2 ব্যবধানে ৷ কিন্তু তৃতীয় সেটেই ঘুরে দাঁড়ালেন গ্রিক তারকা ৷ চতুর্থ সেটেও সিসিপাসের দাপট দেখে আশঙ্কা ঘিরে ধরেছিল জকোভিচ ভক্তদের ৷ 5-7, 4-6 ব্যবধানে দুটি সেট হারার পর পঞ্চম তথা ফাইনাল সেটে ঘুরে দাঁড়ান জকোভিচ ৷ অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে 6-1 ব্যবধানে ফাইনাল সেট জিতে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷

দ্বিতীয়বার ফরাসি ওপেন জয়ের দোরগোড়ায় জোকোভিচ
দ্বিতীয়বার ফরাসি ওপেন জয়ের দোরগোড়ায় জকোভিচ

তার আগেই অবশ্য ফাইনালে পা রাখেন রাফায়েল নাদাল ৷ ক্লে কোর্টে সবসময়ই অপ্রতিরোধ্য তিনি ৷ আর ফরাসি ওপেনে একচেটিয়া আধিপত্যও তাঁর ৷ প্রিয় রোলাঁ গারোর ফাইনালে না উঠলেই সেটা হত বড় অঘটন ৷ সেমিফাইনালে তিন সেটে 6-3, 6-3, 7-6 (7/0) দিয়েগো সোয়ার্ৎজ়ম্যানকে হারিয়ে কেরিয়ারের 13তম ফরাসি ওপেন জয়ের মুখে স্প্যানিশ তারকা ৷ পাশাপাশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রেও রজার ফেডেরারকে ছোঁয়ার হাতছানি নাদালের সামনে ৷ এখনও পর্যন্ত পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ 20টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড রয়েছে রজার ফেডেরারের কাছে ৷ রবিবারের ফাইনালে জকোভিচ কাঁটা দূর করতে পারলেই সেটা সম্ভব ৷

সেমিতে সোয়ার্ৎজম্যানকে হারানোর পর নাদাল
সেমিতে সোয়ার্ৎজ়ম্যানকে হারানোর পর নাদাল

রবিবারের ফাইনাল জিতলে দুবার করে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিরল রেকর্ড গড়বেন জকোভিচ ৷ একে ক্লে কোর্ট, তার উপর বিপক্ষের নাম রাফায়েল নাদাল ৷ তাই এই ফাইনাল এত সোজা হবে না, জানেন তিনি ৷ তাই সেমিফাইনাল জিতেই বলে দিলেন, "এটা রাফার বাড়ি ৷ এখানেই 2015 সালে হারিয়েছিলাম ওকে ৷ ফাইনালের আগে এটাই আমার অনুপ্রেরণা ৷ তবে ক্লে কোর্টে নাদালের বিরুদ্ধে খেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷" ক্লে কোর্টে এখনও পর্যন্ত যে দুজন রাফাকে হারাতে পেরেছেন তাঁদের মধ্যে একজন হলেন জকোভিচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.