মেলবোর্ন,18 ফেব্রুয়ারি : একেই বলে বিশ্বের এক নম্বর টেনিস তারকার পারফর্মেন্স ৷ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ৷ 6-3, 6-4, 6-2 স্কোরে রাশিয়ার আসলান কারাতসেভকে হারালেন জোকার ৷ রড লেভার এরিনায় দাপটের সঙ্গে ফাইনালে প্রবেশ করলেন তিনি ৷ গ্রিগর দিমিত্রভকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতে ওঠা কারাতসেভকে এদিন নোভাকের সামনে দাঁড়াতেই পারেননি ৷
প্রি-কোয়ার্টার হোক বা কোয়ার্টার ফাইনাল পেটের পেশিতে চোটের জন্য শুরু থেকে ছন্দে ছিলেন না নোভাক জকোভিচ ৷ প্রতিপক্ষের বিরুদ্ধে ওই ম্যাচগুলি জিততে হয়েছিল সার্বিয়ান তারকাকে ৷ কিন্তু, খেতাব জয়ের যত কাছে আসছে, তত নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছেন নোভাক ৷ সেই ছন্দই যেন আজকের সেমিফাইনালে ফিরে পেলেন জোকার ৷ 6-3, 6-4, 6-2 স্কোর লাইনে রাশিয়ান প্রতিপক্ষ আসলান কারাতসেভকে হারালেন তিনি ৷
আরও পড়ুন : নাদালের হার, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে স্টিসিপাস
এর আগের প্রতিটি ম্যাচে এক বা দু’টি করে সেট টাইব্রেকারে গিয়েছিল ৷ ফলে প্রায় প্রতি ম্যাচেই চোট নিয়ে ম্যারাথন সেট খেলতে হয়েছিল নোভাককে ৷ এই পরিস্থিতিতে আজকের স্ট্রেট সেটে তাঁর জয় ফাইনালে নোভাককেই এগিয়ে রাখবে সেটা বলার অপেক্ষা রাখে না ৷