ETV Bharat / sports

French open 2021 : দু'বার হাঁটুতে অস্ত্রোপচার, ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ফেডেরার - রোলাঁ গারো থেকে সরে দাঁড়াচ্ছেন ফেডেরার

গত মরসুমটা চোট আঘাতের মধ্য দিয়ে কেটেছে ৷ গত বছর শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়েছিলেন ৷ এরপর দু দুবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ফেডেরারের ৷ তার জেরেই এবছর ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার ৷

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ফেডেরার
ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ফেডেরার
author img

By

Published : Jun 6, 2021, 10:07 PM IST

প্যারিস, 6 জুন : দু-দু'বার অস্ত্রোপচার হয়েছে হাটুঁতে ৷ তার ধাক্কা সামলাতেই রোলাঁ গারোর ক্লে কোর্ট থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার ৷ গ্র্যান্ড স্লাম থেকে তাঁর নাম প্রত্যাহার করা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল আগেই ৷ নাওমি ওসাকা, অ্যাশলে বার্টির পর তিনিও কি সরে দাঁড়াবেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয় ৷ এদিন জার্মানির ডমিনিক কোয়েফারকে তৃতীয় রাউন্ডের হারানোর পরই এই সিদ্ধান্ত নেন কুড়িটি গ্র্যান্ড স্লামের নায়ক ৷

সোমবার ইতালীয় মাত্তিও বেরেটিনির সঙ্গে তাঁর ম্যাচ থাকার কথা ৷ তবে তার আগেই রবিবার সংবাদমাধ্যমকে ফেডেরার নিজেই জানান, দু'টি হাঁটুতে অস্ত্রোপচারের পরে এবং এক বছরেরও বেশি রিহ্যাবিলিটেশনের পরে শরীরের কথা শোনা উচিৎ তাঁর ৷ তবে এই পরিস্থিতিতেও কোর্টে ফিরে তিনটি ম্যাচ জিততে পেরে ভাল লাগছে বলেও জানান 39 বছর বয়সী সুইস তারকা ৷ ফরাসী ওপেনের আয়োজকদের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ফেডেরার তাঁর টিমের সঙ্গে আলোচনার পরে রোলাঁ গারো থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ৷

ক্লে কোর্টে খুব একটা পছন্দ নয় ৷ সেই 2009 সালে একবার ফরাসি ওপেনের ট্রফি জিতেছেন ৷ চলতি ফরাসি ওপেনে 39-এর ফেডেরার শেষ ষোলোয় উঠলেন ৷ চার সেটের 7-6 (7/5), 6-7 (3/7), 7-6 (7/4), 7-5 হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারালেন ডমিনিক কোয়েফারকে ৷ তারপরও রোলাঁ গারোতে তিনি পরবর্তী ম্যাচ খেলবেন কি না , সেই জল্পনা উস্কে দিলেন ৷ ম্যাচ জিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, "জানি না আর খেলতে পারব কি না ৷" সোমবার ইতালির মাত্তেও বেরিত্তিনির বিরুদ্ধে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ফেডেরারের ৷

আরও পড়ুন : French open 2021 : রোলাঁ গারো থেকে সরে দাঁড়াচ্ছেন ফেডেরার ?

গত মরসুমটা চোট আঘাতের মধ্য দিয়ে কেটেছে ৷ গত বছর শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়েছিলেন ৷ এরপর দু দুবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ফেডেরারের ৷ করোনা ও অস্ত্রোপচারের ধাক্কা সামলে ফরাসি ওপেনে অংশ নিয়েছিলেন ৷ মাসদুয়েক পর 40 বছরে পা দিতে চলা ফেডেরারের কাছে উইম্বলডনের প্রাধান্য সবসময় বেশি ৷ কেরিয়ারের 21তম গ্র্যান্ড স্ল্যাম এবং নবম উইম্বলডন খেতাবের লক্ষ্যে নামবেন রজার ৷ 28 জুন শুরু হচ্ছে উইম্বলডন ৷ তার আগে ফরাসি ওপেনের এই দীর্ঘ ম্যাচগুলি হাঁটুর উপর মারাত্মক প্রভাব ফেলছে বলে মনে করছেন ফেডেরার ৷ তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো নিয়ে ভাবনা চিন্তা করছেন ৷ ফেডেরার বলেছেন, "খেলব নাকি সরে দাঁড়াব তার সিদ্ধান্ত আমাকে নিতেই হবে ৷ হাঁটুর উপর যা চাপ পড়ছে তাতে ঝুঁকি দেখা দিতে পারে ৷ আমার এখন বিশ্রাম নেওয়া উচিত কি না সেটাই ভাবছি ৷"

উইম্বলডনের প্রস্তুতি হিসেবে হ্যাল ওপেন অংশ নেওয়ার কথা রয়েছে ফেডেরারের ৷ টুর্নামেন্ট শুরু হচ্ছে 14 জুন ৷ ফরাসি ওপেন শেষ হওয়ার একদিন পর ৷ সবকিছু বিবেচনা করে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়াবেন কি না সিদ্ধান্ত নেবেন সুইস টেনিস তারকা ৷

আরও পড়ুন : ম্যাচ প্র্যাকটিসে না থাকা ভোগাতে পারে বিরাটদের : দিলীপ বেঙ্গসরকর

প্যারিস, 6 জুন : দু-দু'বার অস্ত্রোপচার হয়েছে হাটুঁতে ৷ তার ধাক্কা সামলাতেই রোলাঁ গারোর ক্লে কোর্ট থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার ৷ গ্র্যান্ড স্লাম থেকে তাঁর নাম প্রত্যাহার করা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল আগেই ৷ নাওমি ওসাকা, অ্যাশলে বার্টির পর তিনিও কি সরে দাঁড়াবেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয় ৷ এদিন জার্মানির ডমিনিক কোয়েফারকে তৃতীয় রাউন্ডের হারানোর পরই এই সিদ্ধান্ত নেন কুড়িটি গ্র্যান্ড স্লামের নায়ক ৷

সোমবার ইতালীয় মাত্তিও বেরেটিনির সঙ্গে তাঁর ম্যাচ থাকার কথা ৷ তবে তার আগেই রবিবার সংবাদমাধ্যমকে ফেডেরার নিজেই জানান, দু'টি হাঁটুতে অস্ত্রোপচারের পরে এবং এক বছরেরও বেশি রিহ্যাবিলিটেশনের পরে শরীরের কথা শোনা উচিৎ তাঁর ৷ তবে এই পরিস্থিতিতেও কোর্টে ফিরে তিনটি ম্যাচ জিততে পেরে ভাল লাগছে বলেও জানান 39 বছর বয়সী সুইস তারকা ৷ ফরাসী ওপেনের আয়োজকদের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ফেডেরার তাঁর টিমের সঙ্গে আলোচনার পরে রোলাঁ গারো থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ৷

ক্লে কোর্টে খুব একটা পছন্দ নয় ৷ সেই 2009 সালে একবার ফরাসি ওপেনের ট্রফি জিতেছেন ৷ চলতি ফরাসি ওপেনে 39-এর ফেডেরার শেষ ষোলোয় উঠলেন ৷ চার সেটের 7-6 (7/5), 6-7 (3/7), 7-6 (7/4), 7-5 হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারালেন ডমিনিক কোয়েফারকে ৷ তারপরও রোলাঁ গারোতে তিনি পরবর্তী ম্যাচ খেলবেন কি না , সেই জল্পনা উস্কে দিলেন ৷ ম্যাচ জিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, "জানি না আর খেলতে পারব কি না ৷" সোমবার ইতালির মাত্তেও বেরিত্তিনির বিরুদ্ধে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ফেডেরারের ৷

আরও পড়ুন : French open 2021 : রোলাঁ গারো থেকে সরে দাঁড়াচ্ছেন ফেডেরার ?

গত মরসুমটা চোট আঘাতের মধ্য দিয়ে কেটেছে ৷ গত বছর শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়েছিলেন ৷ এরপর দু দুবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ফেডেরারের ৷ করোনা ও অস্ত্রোপচারের ধাক্কা সামলে ফরাসি ওপেনে অংশ নিয়েছিলেন ৷ মাসদুয়েক পর 40 বছরে পা দিতে চলা ফেডেরারের কাছে উইম্বলডনের প্রাধান্য সবসময় বেশি ৷ কেরিয়ারের 21তম গ্র্যান্ড স্ল্যাম এবং নবম উইম্বলডন খেতাবের লক্ষ্যে নামবেন রজার ৷ 28 জুন শুরু হচ্ছে উইম্বলডন ৷ তার আগে ফরাসি ওপেনের এই দীর্ঘ ম্যাচগুলি হাঁটুর উপর মারাত্মক প্রভাব ফেলছে বলে মনে করছেন ফেডেরার ৷ তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো নিয়ে ভাবনা চিন্তা করছেন ৷ ফেডেরার বলেছেন, "খেলব নাকি সরে দাঁড়াব তার সিদ্ধান্ত আমাকে নিতেই হবে ৷ হাঁটুর উপর যা চাপ পড়ছে তাতে ঝুঁকি দেখা দিতে পারে ৷ আমার এখন বিশ্রাম নেওয়া উচিত কি না সেটাই ভাবছি ৷"

উইম্বলডনের প্রস্তুতি হিসেবে হ্যাল ওপেন অংশ নেওয়ার কথা রয়েছে ফেডেরারের ৷ টুর্নামেন্ট শুরু হচ্ছে 14 জুন ৷ ফরাসি ওপেন শেষ হওয়ার একদিন পর ৷ সবকিছু বিবেচনা করে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়াবেন কি না সিদ্ধান্ত নেবেন সুইস টেনিস তারকা ৷

আরও পড়ুন : ম্যাচ প্র্যাকটিসে না থাকা ভোগাতে পারে বিরাটদের : দিলীপ বেঙ্গসরকর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.