ETV Bharat / sports

ফরাসি ওপেন : প্রথম রাউন্ডেই বিদায় অ্যান্ডি মারের

ক্যারিয়ারের 237তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলতে নেমেছিলেন মারে । পুরো ম্যাচে মাত্র ছয়টি গেম জিততে সক্ষম হন ।

H
H
author img

By

Published : Sep 28, 2020, 5:51 PM IST

প্যারিস, 28 সেপ্টেম্বর : ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন প্রাক্তন একনম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে । গ্র্যান্ড স্ল্যাম জয়ীর মতো খেলা তো দূরের কথা প্রতিপক্ষ স্ট্যান ওয়ারিঙ্কার বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না ব্রিটিশ টেনিস তারকা । 1-6, 3-6, 2-6 সেটে ম্যাচ হেরে রোলাঁ গারো থেকে বিদায় নিলেন মারে ।

ক্যারিয়ারের 237তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলতে নেমেছিলেন মারে । পুরো ম্যাচে মাত্র ছয়টি গেম জিততে সক্ষম হন । ব্রিটিশ তারকার ক্যারিয়ারের অন্যতম খারাপ পারফরমেন্স । 2014 সালেও এমনটা হয়েছিল । সেবার 12 বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের বিরুদ্ধে হেরেছিলেন তিনি । একসময়ের পয়লা নম্বর টেনিস তারকা এখন প্রথম একশোর মধ্যেও নেই । দুবার হিপ সার্জারির পর পেশাদার টেনিস সার্কিটে ঘুরে দাঁড়াতে চেয়েও বারবার ব্যর্থ তিনি । ম্যাচের পর মারে বলেছেন, "আগে যেভাবে খেলতাম, সেই একই লেবেলে খেলা আমার পক্ষে খুব কঠিন হয়ে গেছে । বয়সও বাড়ছে । তবে আমি এগিয়ে যেতে চাই । আরও কয়েকটা মাস দেখি কী হয় ।"

অন্যদিকে, এবছরের জন্য গ্র্যান্ড স্ল্যাম অভিযান শেষ হল ভেনাস উইলিয়ামসের । চলতি বছরে অত্যন্ত খারাপ পারফরমেন্স ভেনাসের । অস্ট্রেলিয়ান ওপেন ও US ওপেনের পর ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তিনি ।

প্যারিস, 28 সেপ্টেম্বর : ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন প্রাক্তন একনম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে । গ্র্যান্ড স্ল্যাম জয়ীর মতো খেলা তো দূরের কথা প্রতিপক্ষ স্ট্যান ওয়ারিঙ্কার বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না ব্রিটিশ টেনিস তারকা । 1-6, 3-6, 2-6 সেটে ম্যাচ হেরে রোলাঁ গারো থেকে বিদায় নিলেন মারে ।

ক্যারিয়ারের 237তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলতে নেমেছিলেন মারে । পুরো ম্যাচে মাত্র ছয়টি গেম জিততে সক্ষম হন । ব্রিটিশ তারকার ক্যারিয়ারের অন্যতম খারাপ পারফরমেন্স । 2014 সালেও এমনটা হয়েছিল । সেবার 12 বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের বিরুদ্ধে হেরেছিলেন তিনি । একসময়ের পয়লা নম্বর টেনিস তারকা এখন প্রথম একশোর মধ্যেও নেই । দুবার হিপ সার্জারির পর পেশাদার টেনিস সার্কিটে ঘুরে দাঁড়াতে চেয়েও বারবার ব্যর্থ তিনি । ম্যাচের পর মারে বলেছেন, "আগে যেভাবে খেলতাম, সেই একই লেবেলে খেলা আমার পক্ষে খুব কঠিন হয়ে গেছে । বয়সও বাড়ছে । তবে আমি এগিয়ে যেতে চাই । আরও কয়েকটা মাস দেখি কী হয় ।"

অন্যদিকে, এবছরের জন্য গ্র্যান্ড স্ল্যাম অভিযান শেষ হল ভেনাস উইলিয়ামসের । চলতি বছরে অত্যন্ত খারাপ পারফরমেন্স ভেনাসের । অস্ট্রেলিয়ান ওপেন ও US ওপেনের পর ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.