ETV Bharat / sports

US Open 2021 : ইউএস ওপেনের রানি এমা, 53 বছর পর ট্রফি ব্রিটেনে - singles-final

ইউএস ওপেন মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ব্রিটেনের এমা রাদুকানু ৷ 53 বছর পর ইউএস ওপেন ট্রফি এল ব্রিটেনে ৷

Us Open 2021
এমা রাদুকানু
author img

By

Published : Sep 12, 2021, 6:29 AM IST

Updated : Sep 12, 2021, 8:57 AM IST

নিউইয়র্ক, 12 সেপ্টেম্বর : ইউএস ওপেন মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন এমা রাদুকানু ৷ 53 বছর পর এমার হাত ধরে ইউএস ওপেনের ট্রফি এল ব্রিটেনের ঘরে ৷ ফাইনালে এমা পরাজিত করেন 19 বছর বয়সী কানাডার লেইলা ফার্নান্ডেজকে ৷ তাঁর পক্ষে ম্যাচের ফল 6-4, 6-3 ৷ তিনি প্রথম কোনও ব্রিটিশ মহিলা যিনি 44 বছর পর গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ৷ 18 বছর বয়সী এমার জয়ে উচ্ছ্বসিত ব্রিটেনের রানি এলিজাবেথ এমাকে শুভেচ্ছা জানান ৷

44 বছর পর প্রথম কোনও ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি ৷ 150 তম স্থানাধিকারী এমা ফাইনালে পরাস্ত করেন 73 তম স্থানাধিকারী কানাডিয়ান তারকা লেইলা ফার্নান্ডেজকে ৷ 1977 সালে ভার্জিনিয়া ওয়াদের উইম্বলডন জয়ের পর সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতল ব্রিটেন ৷ 1968 সালের পর রাদুকানু প্রথম কোনও ব্রিটিশ মহিলা যিনি ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন ৷ সেরেনা উইলিয়ামসের পর রাদুকানু তরুণ মহিলা হিসেবে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন ৷ এর আগে 1999 সালে ইউএস ওপেনের ফাইনালে মার্টিনা হিঙ্গসকে পরাস্ত করেন 17 বছরের সেরেনা উইলিয়ামস ৷

এবারের ইউএস ওপেনে কোনও সেট না হেরেই চ্যাম্পিয়ন হলেন এমা ৷ এর আগে 2014 সালে সেরেনা কোনও সেট না হেরে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৷ আজ আর্থার অ্যাশে স্টেডিয়ামে তরুণী এই টেনিস তারকাকে উৎসাহ দিতে বিপুল সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন 1977 সালের উইম্বলডন জয়ী ভার্জিনিয়া ওয়াদে ও ব্রিটেনের টেনিস তারকা টিম হেনম্যান ৷

আরও পড়ুন: ম্যান ইউ জার্সিতে দ্বিতীয় অভিষেকেই জোড়া গোল রোনাল্ডোর

ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় দুই তরুণ খেলোয়াড়দের মধ্যে ৷ কিন্তু, শেষ পর্যন্ত হাসি ফুটে এমার মুখে ৷ আর 53 বছর পর ইউএস ওপেনের খরা কাটল ব্রিটেনের ৷

নিউইয়র্ক, 12 সেপ্টেম্বর : ইউএস ওপেন মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন এমা রাদুকানু ৷ 53 বছর পর এমার হাত ধরে ইউএস ওপেনের ট্রফি এল ব্রিটেনের ঘরে ৷ ফাইনালে এমা পরাজিত করেন 19 বছর বয়সী কানাডার লেইলা ফার্নান্ডেজকে ৷ তাঁর পক্ষে ম্যাচের ফল 6-4, 6-3 ৷ তিনি প্রথম কোনও ব্রিটিশ মহিলা যিনি 44 বছর পর গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ৷ 18 বছর বয়সী এমার জয়ে উচ্ছ্বসিত ব্রিটেনের রানি এলিজাবেথ এমাকে শুভেচ্ছা জানান ৷

44 বছর পর প্রথম কোনও ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি ৷ 150 তম স্থানাধিকারী এমা ফাইনালে পরাস্ত করেন 73 তম স্থানাধিকারী কানাডিয়ান তারকা লেইলা ফার্নান্ডেজকে ৷ 1977 সালে ভার্জিনিয়া ওয়াদের উইম্বলডন জয়ের পর সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতল ব্রিটেন ৷ 1968 সালের পর রাদুকানু প্রথম কোনও ব্রিটিশ মহিলা যিনি ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন ৷ সেরেনা উইলিয়ামসের পর রাদুকানু তরুণ মহিলা হিসেবে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন ৷ এর আগে 1999 সালে ইউএস ওপেনের ফাইনালে মার্টিনা হিঙ্গসকে পরাস্ত করেন 17 বছরের সেরেনা উইলিয়ামস ৷

এবারের ইউএস ওপেনে কোনও সেট না হেরেই চ্যাম্পিয়ন হলেন এমা ৷ এর আগে 2014 সালে সেরেনা কোনও সেট না হেরে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৷ আজ আর্থার অ্যাশে স্টেডিয়ামে তরুণী এই টেনিস তারকাকে উৎসাহ দিতে বিপুল সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন 1977 সালের উইম্বলডন জয়ী ভার্জিনিয়া ওয়াদে ও ব্রিটেনের টেনিস তারকা টিম হেনম্যান ৷

আরও পড়ুন: ম্যান ইউ জার্সিতে দ্বিতীয় অভিষেকেই জোড়া গোল রোনাল্ডোর

ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় দুই তরুণ খেলোয়াড়দের মধ্যে ৷ কিন্তু, শেষ পর্যন্ত হাসি ফুটে এমার মুখে ৷ আর 53 বছর পর ইউএস ওপেনের খরা কাটল ব্রিটেনের ৷

Last Updated : Sep 12, 2021, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.